He has been ill______Friday last.
- from
- on
- in
- since
Explanation: Period of point এর পূর্বে since বসে। যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় না বরং কোন মুহূর্ত বা সময়কে নির্দেশ করে তাকে Period of point বলে। যেমন- I have been living in Dhaka since 2000; He has been ill since Friday last. আবার, Period of time এর পূর্বে for বসে। অর্থাৎ যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় তাকে Period of time বলে। যেমন- It has been raining for two days; I have not seen you for a week.