ট্রান্সফর্মার কি | What is a Transformer

ট্রান্সফর্মার একটি স্ট্যাটিক বা স্থির ডিভাইস যাহা প্রয়োজন অনুসারে ভোল্টেজের মান বাড়াতে বা কমাতে পারে। ইহাতে কমপক্ষে দুইটি ওয়াইন্ডিং থাকে। একটি প্রাইমারি ওয়াইন্ডিং ও অপরটি সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওয়াইন্ডিংসমূহকে লেমিনেটেড ম্যাগনেটিক কোরের উপর পেঁচানো হয়। যে ওয়াইন্ডিংকে এসি সরবরাহের সাথে যুক্ত করা হয় উহাকে প্রাইমারি ওয়াইন্ডিং এবং উহার ভোল্টেজকে প্রাইমারি ভোল্টেজ (Vp) বলা হয়। যে ওয়াইন্ডিংকে লোডের সাথে যুক্ত করা হয় উহাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং উহার ভোল্টেজকে সেকেন্ডারি ভোল্টেজ (Vs) বলা হয়। যদি Vs > Vp হয় তবে উহাকে স্টেপ-আপ ট্রান্সফরমার বলা হয়। যদি Vs < Vp হয় তবে উহাকে স্টেপ- ডাউন ট্রান্সফরমার বলা হয়।

ট্রান্সফর্মার এর মূলনীতি | Principle of Transformer

১। ট্রান্সফর্মার অ্যাকশন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর প্রতিষ্ঠিত।।

২) প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে ইলেকট্রিক্যাল সংযোগ থাকে না। প্রাইমারি হতে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাওয়ার সরবরাহ হয় ম্যাগনেটিক ফ্লাক্সের দ্বারা।

৩) প্রাইমারি ও সেকেন্ডারি সাইডে ক) পাওয়ার খ) ফ্রিকুয়েন্সি গ) অ্যাম্পিয়ার টার্ন ও ঘ) প্রতি টার্নের ভোল্টেজের মান একই থাকে।

৪) যেহেতু ট্রান্সফরমারে কোন ঘূর্ণায়মান অংশ নেই তাই অন্যান্য মেশিনের তুলনায় উহার দক্ষতা বেশি হয়।

Leave a Comment