Table of Contents
ট্রান্সফরমার এ শব্দ হওয়ার কারণ । Magnetostriction in Transformer
ট্রান্সফরমার এ নানা কারনে শব্দের সৃষ্টি হয়। এর মধ্যে প্রাধান যে কারনটি হচ্ছে ম্যাগনেট্রোস্ট্রিকশন (Magnetostriction in Transformer). যখন ট্রান্সফরমার এর কয়েল এর মধ্য দিয়ে কারেন্ট প্রাবাহিত হয় তখন তা কয়েলের মধ্যে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা ট্রান্সফরমার এর কোর দারা কর্তিত হয়। কয়েলের চৌম্বক ক্ষেত্রটি পরিবর্তনশীল হওয়ায় ট্রান্সফরমার এর কোরটি বার বার চোম্বকায়িত এবং বিচৌম্বকায়িত হয়। যার ফলে ট্রান্সফরমার কোরের মধ্যে অনবরত সংকচন ও প্রাশারন ঘটতে থাকে এবং এই সংকচন ও প্রাশারন জন্যই ট্রান্সফরমার এ শব্দ হয়। এই শব্দকে ট্রান্সফরমার এর হামিং (Humming) বলে।
ম্যাগনেট্রোস্ট্রিকশন ছারাও ট্রান্সফরমার এর কুলিং ফ্যান এর কারনেও শব্দের সৃষ্টি হয়।
ট্রান্সফরমার এর হামিং(Humming)/শব্দ কমানোর উপায়
ট্রান্সফরমার এর হামিং/শব্দ পরিপুর্ন ভাবে দূর করার কোনো উপায় নেই। তবে কিছু ব্যবস্থা গ্রহনের মাধ্যমে শব্দকে কমানো যায়, যেমনঃ
- ট্রান্সফরমার এর নাট বোল্ট ঠিকমত লাগান।
- শক্ত ও নিরেট কংক্রিট এর ভিত্তির উপর ট্রান্সফরমার বসানো।
- শব্দ নিরোধক পদার্থের ব্যাবহার।