Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution
Post Name: Sub Assistant Engineer
Date: 05-08-2023
Department: Civil Technology
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour 30 Minutes
Non-Department – 26 Mark and Department Written – 44 Marks
১. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) পুনর্মিলন – পুনঃ + মিলন
(খ) নাবিক নৌ+ ইক
২. এক কথায় প্রকাশ করুন:
(ক) অসম্ভব কান্ড ঘটাতে অতিশয় পটু – অঘটনঘটন পটিয়সী
(খ) আমিষের অভাব – নিরামিষ
৩. অর্থসহ বাক্য রচনা করুন: (ক) ঈদের চাঁদ – অতি আকাঙ্ক্ষিত বস্তু। হারানো ছেলেকে ফিরে পেয়ে যেন মা-বাবা ঈদের চাঁদ পেল।
(খ) অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি। কথা বার্তায় বোকা মনে হলেও লোকটি আসলে অগাধ জলের মাছ।
8. Fill in the blank:
(ক) The dog ran me. Ans: after
(খ) He assured me that he would look____________the matter.
Ans: into
৫. Change the voice:
(ক) This pen writes well. Ans: This pen is well when it is written.
(খ) She has pulled down the curtain. Ans: The curtain has been pulled down by her.
৬. ABC ত্রিভুজের ∠B ও ∠C এবং সমদ্বিখন্ডকদ্বয় ২০ বিন্দুতে ছেদ করেছে। ∠A = 50° হলে ∠BOC =?
উত্তরঃ ∠BOC =115°
৭. সীমা ও সিথির বয়সের অনুপাত ৫ঃ৪। তাদের বয়সের অন্তরফল হচ্ছে ৭ বছর। ৭ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তরঃ ৬/৫
৮. যক্ষা টিকার নাম কি এবং ডেঙ্গু রোগ হয় কোন মশার কামড়ে?
উত্তর: ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি)। ডেঙ্গু রোগ হয় এডিস মশার কামড়ে।
৯. আনুষ্ঠানিকভাবে ৬ দফা কবে ঘোষণা করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়?
উত্তর: ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ৬ দফা কবে ঘোষণা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়।
১০. বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয় এবং বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উত্তর: বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম।
১১. e-GP, BNBC এর পূর্ণরূপ লিখুনঃ
উত্তর: e-GP – Electronic Government Procurement
BNBC – Bangladesh National Building Code
১২. ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর: রিখটার স্কেল।
১৩. বৃষ্টিপাত কোন এককে পরিমাপ করা হয়? উত্তর: মিলিমিটার।