Bangladesh Inland Water Transport Authority-BIWTA Sub Assistant Engineer Exam Question Solution 2023

Bangladesh Inland Water Transport Authority-BIWTA Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Estimator (Civil), Sub Assistant Electrical Engineer (Civil), Assistant Technical Officer (Ship Building/Marin), Caretaker (Diesel/Building), Mechanical/Ship Building Caretaker, Senior Officer (Mechanical/Diesel/Ship Building), Estimator/Sub Assistant Engineer (Marin/Mechanical)
Date: 03-03-2023
Department: Mechanical, Civil, Naval Architecture and Naval-Engineering
Venue: Dhaka Polytechnic Institute Time: 2 Hours (10:00 AM – 12:00 PM)
Marks: Non Department Written – 100; Department Written – 100;

গণিত ২ x ১০ = ২০

১. দুইটি সংখ্যার গুণফল 375 এবং ল. সা. গু. 75 হলে সংখ্যা দুইটির গ. সা. গু. নির্ণয় করুন?
সমাধান: আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু. X সংখ্যা দুটির গ.সা.গু.
⇒ 375 = 75 × সংখ্যা দুটির গ.সা.গু.
⇒ সংখ্যা দুটির গ.সা.গু. = \frac {375}{75} = 5

২. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 6√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা = 6√3 একক
⇒ 3 × সমবাহু ত্রিভুজের একবাহু (a) = 6√3 একক
⇒ সমবাহু ত্রিভুজের একবাহু, a =\frac {6√3}{3} একক = 2√3 একক
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =\frac {√3}{4}a^2 বর্গ একক
= \frac {√3}{4}(2√3)^2 = 3√3 বর্ণ একক

৩. ৩০০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে বের করুন?
সমাধান: ৩ কেজি মিষ্টির মূল্য = ৩ × ৩০০ টাকা = ৯০০ টাকা
∴ ভ্যাটের পরিমাণ =\frac {৯০০ × ৪}{১০০} = ৩৬ টাকা

8. a + b = 7 এবং a² + b² = 25 হলে, ab এর মান নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে, a + b = 7 এবং a² + b² = 25
আমরা জানি, (a+b)2= a² + b² + 2ab
⇒ (7)² = 25 + 2ab
⇒ ab = 12

৫. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে,
৬০ জন ছাত্রের মধ্যে ফেল করে ৪২ জন।
∴ পাস করে (৬০৪২) = ১৮ জন।
৬০ জন ছাত্রের মধ্যে পাস করে ১৮ জন
∴ ১           ”           ”           ”   =\frac {১৮}{৬০}   ”
∴ ১০০      ”           ”           ”   =\frac {১৮X১০০}{৬০}  ”
= ৩০ জন
∴ পাসের হার ৩০%।

৬. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে, দ্রব্যটি ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়।
∴ দ্রব্যটির ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
= (৩৮০ + ২০) = ৪০০ টাকা
এখন,
৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
∴ ১      ”       ”       ”   =\frac {২০}{৪০০}   ”
∴ ১০০ ”       ”       ”   =\frac {২০X১০০}{৪০০}   ”
= ৫ টাকা
∴ ক্ষতির শতকরা হার ৫ টাকা।

৭. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ। পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
সমাধান: ধরি, পুত্রের বর্তমান বয়স ক বছর।
∴ পিতার বর্তমান বয়স ৪ক বছর।
প্রশ্নমতে,
(৪ক-৬) = ১০ (ক−৬)
⇒ ১০ক−৪ক = ৬০−৬
⇒ক = ৯
∴ পুত্রের বর্তমান বয়স ৯ বছর।

৮. শতকরা ৫ টাকা হার মুনাফায় ১০ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হলে মূলধন নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে, মুনাফা মুনাফা-আসল − আসল
মুনাফার হার, r = \frac ৫ {১০০}; সময়, n = ১০; মুনাফা-আসল, A = ৪৫০০ টাকা
আমরা জানি,
I = Pnr
A−P = Pnr (মুনাফা=মুনাফা-আসল − আসল)
⇒ ৪৫০০ − P=P×১০×\frac ৫ {১০০}
⇒ P = ৩০০০ টাকা।

৯. সমাধান করুন: x²+x-56=0
সমাধান: x²+x-56=0
x²+8x-7x-56=0
x(x+8)-7(x + 8) = 0
(x+8) (x – 7) = 0
হয়,            অথবা,
(x+8)=0       (x-7)=0
⇒x=-8       ⇒x=7
∴ নির্ণেয় সমাধান- ৪ অথবা, 7

১০. কোন সংখ্যার ভাগফল ১৫, ভাজক ৬, সংখ্যাটি ৯৩ হলে ভাগশেষ নির্ণয় করুন।
সমাধানঃ দেওয়া আছে,
ভাজ্য = ৯৩, ভাজক ৬, ভাগফল = ১৫
আমরা জানি,
ভাজ্য = (ভাজক X ভাগফল) + ভাগশেষ
⇒ ৯৩ = (৬ X ১৫) + ভাগশেষ
⇒ ভাগশেষ = ৩

বাংলা (মান ২০)

১১. এক কথায় প্রকাশ করুন:
ক। যার বিশেষ খ্যাতি আছে।
উত্তর: বিখ্যাত

খ। একই সময়ে বর্তমান।
উত্তর: সমসাময়িক

গ। অন্য ভাষায় রূপান্তর।
উত্তর: অনূদিত

ঘ। পান করার ইচ্ছা।
উত্তর: পিপাসা

১২. বিপরীত শব্দ লিখুন:
ক। সংশয়;
উত্তর: প্রত্যয়

খ। ক্ষীয়মান;
উত্তর: বর্ধমান

গ। বিরক্ত;
উত্তর: অনুরক্ত

ঘ। গ্রহণ;
উত্তর: বর্জন

১৩. বানান শুদ্ধ করুন:
ক। পূর্বাহ্ন;
উত্তর: পূর্বাহ্ণ

খ। শ্বাশত;
উত্তর: শাশ্বত

গ। বুদ্ধিজিবি;
উত্তর: বুদ্ধিজীবী

ঘ। ষ্টোর;
উত্তর: স্টোর

১৪. সন্ধি বিচ্ছেদ করুন:
ক। উদ্যোগ;
উত্তর: উৎ + যোগ

খ। নাবিক;
উত্তর: নৌ + ইক

গ। বনস্পতি;
উত্তর: বন + পতি

ঘ। রবীন্দ্র;
উত্তর: রবি + ইন্দ্র

১৫. সংক্ষেপে উত্তর দিন:
ক। বাংলা সাহিত্যে সনেট-এর প্রবর্তন করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

খ। ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

গ। ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ফারসি।

ঘ। হাতভারি” বাগধারটির অর্থ কি?
উত্তর: কৃপণ।

বিজ্ঞান (মান: ২× ১০ = ২০)

১৬. একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 30 sec এ 60 m/sবেগ অর্জন করলো। বস্তুটির ত্বরণ কত?
উত্তর: দেওয়া আছে,
আদিবেগ, u = 0,
সময়, t = 30 sec,
শেষ বেগ, v 30 m/s,
ত্বরণ, a = ?
আমরা জানি,
v=u+at
⇒ 60 =0+aX30
⇒ 30Xa = 60
⇒ a = 2 m/s²

১৭. কোনো বস্তুর উপর 50N বল প্রয়োগ করে 10m সরণের দিকে মধ্যবর্তী কোণ 60° হলে কাজের পরিমাণ কত?
উত্তর: দেওয়া আছে,
বল, F = 50 N,
সরণ, s = 10 m,
মধ্যবর্তী কোণ, θ = 60°
∴ কৃত কাজ, W = ?
আমরা জানি,
কৃত কাজ, W = FsXcosθ
= 50 x 10 x cos60°
= 250 Joule

১৮. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লিখুন।
উত্তর: ১ নিউটন = ১০ ডাইন।

১৯. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক 0.000012/°c বলতে কী বোঝায়?
উত্তর: 1m দৈর্ঘ্যের কোন লোহার দন্ডের তাপমাত্রা 1°c বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 0.000012 m বৃদ্ধি পায়।

২০. IN সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কী বোঝায়?
উত্তর: IN সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বোঝায় 1000ml-এ 53 gm সোডিয়াম কার্বনেট আছে।

২১. একটি বস্তুর মুক্তি বেগ 11.2 kms¹ হলে পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর: দেওয়া আছে,
মুক্তিবেগ, ve = 11.2 km/s
= 11.2 x 1000 m/s
= 11200 m/s
পৃথিবীর ব্যাসার্ধ, R =?
আমরা জানি,
মুক্তিবেগ, ve = √2gR
⇒11200 = √2 x 9.8 x R
⇒R= \frac {11200^2} {2X9.8}
⇒R= 6400000 m
⇒R= 6400 km

২২. একটি বস্তুকে খাড়া উপরের দিকে 10 ms¹ বেগে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
উত্তর: দেওয়া আছে, আদিবেগ,
u = 10 m/s
সর্বোচ্চ উচ্চতায় শেষবেগ শূন্য,
অর্থাৎ, v = 0 m/s
সর্বোচ্চ উচ্চতা, h =?
আমরা জানি,
⇒ v² = u² – 2gh 02=102-2 × 9.8 × h
⇒ 2×98×h = 102
⇒ h= \frac {10^2} {2X9.8}
⇒ h = 5.1 m

২৩. সেকেন্ড দোলক কাকে বলে?
উত্তর: যে সরল দোলকের দোলনকাল ২ সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে।

২৪. অশ্বক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর: প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে অশ্বক্ষমতা বলে।

২৫. পারদের ঘনত্ব 13600 kg/m³ বলতে কী বোঝায়?
উত্তর: 1m দৈর্ঘ্য, Im প্রন্থ ও Im উচ্চতার কোন ঘনাকার পাত্র পারদ দ্বারা পরিপূর্ণ করলে উক্ত পারদের ভর 13600 kg হয়।

English (Mark: 20)

২৬. Fill in the blank with appropriate options:
a) I will look _______ it in the book.
Ans:

b) My birthday is_______18 June.
Ans: on weak to walk by himself.

c) He was weak______to walk by himself. Ans: too

d) Give me one-taka note.
Ans: a

e) He is________FRCS.
Ans: an

২৭. Correct the following sentenses:
a) I have good furnitures.
Ans: I have good furniture.

b) We believe God.
Ans: We believe in God.

c) He has come yesterday.
Ans: He came yesterday.

d) He knows to swim.
Ans: He knows how to swim.

e) You had better to go.

Ans: You had better go.

২৮. Translate into English:
a) আল্লাহ তোমার মঙ্গল করুন।
Ans: May Allah bless you.

b) সে ধনী কিন্তু সুখী নয়।

Ans: He is rich but not happy.

c) আমি তাকে চিনি।
Ans: I know him.

d) পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের বড় নদী।
Ans: Padma, Meghna, Yamuna are the major rivers of Bangladesh.

e) বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে।
Ans: Bay of Bengal is south of Bangladesh.

৪৫. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক ৪৬. কম্পিউটার প্রিন্টার কী ধরনের ডিভাইস?

উত্তর: আউটপুট ডিভাইস

৪৭. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও

৪৮. জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক

৪৯. পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?
উত্তর: ৪১ টি

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution 2023

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 05-08-2023
Department:  Civil Technology
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour 30 Minutes
Non-Department – 26 Mark and Department Written – 44 Marks


১. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) পুনর্মিলন – পুনঃ + মিলন
(খ) নাবিক নৌ+ ইক

২. এক কথায় প্রকাশ করুন:
(ক) অসম্ভব কান্ড ঘটাতে অতিশয় পটু – অঘটনঘটন পটিয়সী
(খ) আমিষের অভাব – নিরামিষ

৩. অর্থসহ বাক্য রচনা করুন: (ক) ঈদের চাঁদ – অতি আকাঙ্ক্ষিত বস্তু। হারানো ছেলেকে ফিরে পেয়ে যেন মা-বাবা ঈদের চাঁদ পেল।
(খ) অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি। কথা বার্তায় বোকা মনে হলেও লোকটি আসলে অগাধ জলের মাছ।

8. Fill in the blank:
(ক) The dog ran me. Ans: after
(খ) He assured me that he would look____________the matter.
Ans: into

৫. Change the voice:
(ক) This pen writes well. Ans: This pen is well when it is written.
(খ) She has pulled down the curtain. Ans: The curtain has been pulled down by her.

৬. ABC ত্রিভুজের ∠B ও ∠C এবং সমদ্বিখন্ডকদ্বয় ২০ বিন্দুতে ছেদ করেছে। ∠A = 50° হলে ∠BOC =?
উত্তরঃ ∠BOC =115°

৭. সীমা ও সিথির বয়সের অনুপাত ৫ঃ৪। তাদের বয়সের অন্তরফল হচ্ছে ৭ বছর। ৭ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তরঃ ৬/৫

৮. যক্ষা টিকার নাম কি এবং ডেঙ্গু রোগ হয় কোন মশার কামড়ে?
উত্তর: ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি)। ডেঙ্গু রোগ হয় এডিস মশার কামড়ে।

৯. আনুষ্ঠানিকভাবে ৬ দফা কবে ঘোষণা করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়?
উত্তর: ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ৬ দফা কবে ঘোষণা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়।

১০. বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয় এবং বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উত্তর: বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম।

১১. e-GP, BNBC এর পূর্ণরূপ লিখুনঃ
উত্তর: e-GP – Electronic Government Procurement
BNBC – Bangladesh National Building Code

১২. ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর: রিখটার স্কেল।

১৩. বৃষ্টিপাত কোন এককে পরিমাপ করা হয়? উত্তর: মিলিমিটার।

Bangladesh Water Development Board-BWDB Sub Assistant Engineer Exam Question Solution 2023

Bangladesh Water Development Board-BWDB Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub-Assistant Engineer
Date: 12-08-2023
Department: Electrical and Mechanical Technology
Venue: BUET Time: 1 Hour and 30 Minutes
Non-Department – 32 Mark and Department Written – 38 Marks

১. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) ষড়ঋতু – ষট্ + ঋতু
(খ) অলংকার অলম্ + কার
(গ) ক্ষুধার্ত ক্ষুধা + ঋত
(ঘ) প্রৌঢ় প্র + উঢ়
(ঙ) পরীক্ষা – পরি + ঈক্ষা

২. এক কথায় প্রকাশ করুন:
ক) পূর্বে শোনা যায়নি এমন অশ্রুতপূর্ব
(খ) জয়সূচক উৎসব – জয়ন্তী
(গ) ভূ-কেন্দ্রের দিকে বস্তুর টান – অভিকর্ষ
(ঘ) সকল অত্যাচার সয় এমন সর্বংসহা
(ঙ) অক্ষির অগোচরে পরোক্ষ

৩. Translate into English.
(ক) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs since morning.
(খ) ছেলেটি গোল্লায় গিয়েছে। The boy has gone to dogs.
(গ) সে সাঁতার কাটতে জানে। He knows how to swim.
(ঘ) এইমাত্র পাঁচটা বাজল। It has just struck five.
(ঙ) গরু ঘাস খায়। The cow eats grass.

৪. Fill in the blanks with appropriate article.
(i) Mr. Smith is______European.
Ans: a

(ii) She reached home within half_______hour.
Ans: an

(iii) Her family lives in______USA.
Ans: the

(iv) I saw____one-eyed man on the street.
Ans: a

(v) You are______Messi, I see.
Ans: a

৫. নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।
(ক) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।

(খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ)।

(গ) মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরের গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
উত্তর: ক্র্যাক প্লাটুন।

(ঘ) বিশ্বে কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

(ঙ) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

(চ) কাব্যগ্রন্থ ‘হেনা’ কে রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

(ছ) বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোন জেলায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।

(জ) UPS এর পূর্ণরূপ কী?
উত্তর: Uninterruptible Power Supply.

(ঝ) DOS কী ধরনের সফটওয়্যার?
উত্তর: অপারেটিং সিস্টেম সফটওয়্যার।

(ঞ) ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ কোন দলের বিপক্ষে খেলবে?
উত্তর: আফগানিস্তান।

৬. ১২ মিটার উচ্চ একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙ্গেছিল?
উত্তরঃ ৪ মি।

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution 2023

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 26-08-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Mechanical Technology
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour
Non-Department – 20 Mark and Department Written – 50 Marks


১. এক কথায় প্রকাশ করুন:
(ক) ক্ষুধার দ্বারা পীড়িত – ক্ষুৎপীড়িত
(খ) কিছু বলতে বাধে না যার ঠোঁটকাটা

২. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) ধনুর্বিদ্যা ধনুঃ + বিদ্যা
(খ) অন্যান্য অন্য + অন্য

৩. অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) শাপেবর অক্যালণ থেকে কল্যাণ। করিমের জঘন্য কাজের পরেও তার পদোন্নতি, এ যেন তার জন্য শাপেবর।
(খ) সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। সে তো সাক্ষী গোপাল কাজ করে তার ছোট ভাই।

8. Translate into English:
(ক) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
Ans: It has been drizzling since morning.

(খ) সবুরে মেওয়া ফলে।
Ans: Patience has its reward.

4. Fill in the blank:
(ক) We cannot_______rely. them.
Ans: on

( খ ) He is senior______me.
Ans: to

6. Correct the sentences:
(ক) It is a true fact.
Ans: It is a fact.

(খ) He learns better than you.
Ans: He leams better than you are.

৭. উৎপাদকে বিশ্লেষণ করুন: ax^2 + (ab - 1) x - b
Ans: (ax - 1 ) ( x + b )

৮. একটি স্টিমারে যাত্রী সংখ্যা ৩৭৬ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ৬০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৩৩৮৪০ টাকা হলে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত?
উত্তরঃ ২৮২ জন।

৯. পূর্ণরূপ লিখুনঃ
(ক) IRRI-International Rice Research Institute
(খ) JICA-Japan International Cooperation Agency

১০. রচয়িতার নাম লিখুন:
(ক) পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী
(খ) সারেং বউ শহীদুল্লা কায়সার

Dhaka South City Corporation-DSCC Assistant Engineer Job Question Solution 2023

Dhaka South City Corporation-DSCC Assistant Engineer Job Question Solution

Post Name: Assistant Engineer
Date: 26-08-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Mechanical Engineering
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour
Non-Department – 20 Mark and Department Written – 50 Marks


১. এক কথায় প্রকাশ করুন:
(ক) কী করতে হবে তা বুঝতে পারে না যে – কিংকর্তব্যবিমূঢ়
(খ) আট প্রহর পড়া যায় যা – আটপৌরে

২. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) উড্ডীন উৎ + ডীন
(খ) গোস্পদ গো + পদ

৩. অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) ইন্দ্রপতন বিখ্যাত ব্যাক্তির মৃত্যু। তাঁর মৃত্যুতে সমাজের ইন্দ্রপতন ঘটল।
(খ) আলেয়ার আলো – দুর্লভ বস্তু। আলেয়ার আলোর পিছনে দৌড়া উচিৎ নয়।

8. Translate into English:
(ক) শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল।
Ans: The child went to sleep crying.

(খ) কর্তৃপক্ষ তাঁকে তিরস্কার করল।
Ans: The authority took him to tusk.

৫. Make sentence with meaning:
(ক) Die out – To disappear. The custom died out long ago.
(খ) For good – Forever. He is going to kick the habit for good

৬. Fill in the blank:
(ক) I have no appetite________food.
Ans: for

(খ) He died______accident.
Ans: by

৭. জয়ন্ত ৫% মুনাফায় ১০,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণ করল। উক্ত টাকার সরল মুনাফা ও যৌগিক মুনাফার পার্থক্য নির্ণয় করুন।
উত্তরঃ ৭৬.২৫ টাকা।

৮. উৎপাদকে বিশ্লেষণ করুন: a^2 - 1+ 2b + b^2
Ans: (a + b - 1)(a -b + 1 )

৯. পূর্ণরূপ লিখুনঃ
(ক) ছাড়পত্র – সুকান্ত ভট্টাচার্য
(খ) রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী

Bangladesh-China Power Company Limited-BCPCL Sub Assistant Engineer Job Question Solution 2023

Bangladesh-China Power Company Limited-BCPCL Sub Assistant Engineer Job Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 02-06-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Electrical Technology
Venue: Government Teachers’ Training College, Dhaka, Time: 1 Hour
Non-Department – 53 Mark and Department Written – 47 Marks


১. ‘রাবনের চিতা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর: চির অশান্তি

২. “রোগ হলে ওষুধ খাবে” এখানে ‘খাবে কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তর: বিধান

৩. এক কথায় প্রকাশ করুন: যা ভাষায় প্রকাশ করা যায় না
উত্তর: অনির্বচনীয়

৪. কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লিখুন।
উত্তর: অগ্নিবীণা, বিষের বাঁশি

৫. জটিল বাক্যে রূপান্তর করুন ভাল ছাত্ররা শিক্ষকের আদেশ মেনে চলে।
উত্তর: যারা ভাল ছাত্র, তারা শিক্ষকের আদেশ মেনে চলে।

6. Please do it. (Change the voice)
Ans: You are requested to do it.

৭. সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। (Translate into English)
Ans: I congratulate you on your success.

৮. Fill in the blank : She has been ill______last Friday.
Ans: since

9. He knows to swim. (Correction )
Ans: He knows how to swim.

১০. এক ব্যাক্তি A অবস্থান থেকে ১২ মিটার উত্তর দিকে যায় এবং পরে ৫ মিটার পূর্ব দিকে গিয়ে B অবস্থানে পৌঁছায়। A অবস্থান হতে তার দূরত্ব কত?
উত্তরঃ ১৩ মিটার।

১১. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ১২ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পিতার বর্তমান বয়স কত?
উত্তরঃ ৩৬ বছর।

১২. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
উত্তরঃ ১০%

13. x + y = 12 এবং x – y = 2 হলে, xy এর মান কত?
Ans: = 35.

১৪. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
Ans: 16 m.

১৫. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ?
উত্তরঃ 16 গুণ।

১৬. x^2+\frac1{x-1}-1, হলে f(1) এর মান কত হবে?
Ans: ∞

১৭. বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মান করা হচ্ছে।
উত্তর: কর্ণফুলী নদী

১৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কি.মি.

১৯. জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত এবং এর প্রধানের পদটির নাম কী?
উত্তর: জাতিসংঘের সচিবালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত এবং প্রধানের পদটির নাম মহাসচিব।

২০. কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?
উত্তর: তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।

২১. বাংলা ভাষাকে কোন দেশ নিজেদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন

২২. আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
উত্তর: নেদারল্যান্ড

২৩. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে?
উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৭১ সাল

২৪. MS Excel এর একটি কলামে ১ হতে ১০ পর্যন্ত যোগ করার Formula লিখুন।
উত্তর: SUM (C1: C10)

২৫. নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কোন জ্বালানি ব্যবহার করা হবে?
উত্তর: ইউরেনিয়াম-২৩৫

২৬. কোন কোম্পানি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মান করে?
উত্তর: বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের চায়না মেশিনারিজ কোম্পানি

২৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ২৩০ মেগাওয়াট

২৮. Write the abbreviation:
NLDC– National Load Despatch Centre
GIS– Gas Insulated Sub-station

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution 2023

Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 16-09-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Electrical Technology
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour
Non-Department – 20 Mark and Department Written – 50 Marks


১. অর্থ লিখুন
(ক) মড়ক মহামারী খ) মোড়ক আচ্ছাদনী/প্যাকেট

২. এক কথায় প্রকাশ করুন: উপকারীর অপকার করে যে
উত্তর: কৃতম

৩. অর্থসহ বাক্য রচনা করুন: আদায় কাঁচকলা
উত্তর: শত্রুতা। করিমের সাথে তার ভাইয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক।

৪. সন্ধি বিচ্ছেদ করুন: শিরঃপীড়া উত্তর: শিরঃ + পীড়া

৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন: সিংহাসন উত্তর: সিংহ চিহ্নিত আসন- মধ্যপদলোপী কর্মধারয় সমাস

6. Feminine Gender লিখুন:
(ক) Nephew–> Niece (3) Heir–> Heiress

৭. ইংরেজি করুন: তিনি দরিদ্র হলেও সৎ Ans: In spite of his poverty he is honest.

৮. Fill in the blank: Dhaka stands on_________Buriganga. Ans: the bank of

৯. অর্থসহ বাক্য রচনা করুন: Fair weather friends
Ans: সুসময়ের বন্ধু । He is looking for a loyal friend, not a fair weather friend.

১০. শুদ্ধ বাক্য করুন: He did a sin Ans: He committed sin.

১১. বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। কিন্তু ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ৩ টাকা ভাড়া বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী গিয়েছিল।
উত্তরঃ ৯৫ জন

১২. উৎপাদকে বিশ্লেষণ করুন- x^6-10x^3+21
উত্তরঃ (x^3-7) (x^3-3)

১৩. ৩রা নভেম্বর ১৯৭৫ সালে যে চারজন জাতীয় নেতাকে জেলখানায় হত্যা করা হয় তাদের নাম লিখুন।
উত্তর: জাতীয় চার নেতার নাম হল:
১) তাজউদ্দীন আহমেদ,
২) সৈয়দ নজরুল ইসলাম,
৩) ক্যাপ্টেন এম মনসুর আলী ও
৪) এ এইচ এম কামারুজ্জামান।

১৪. পূর্ণরূপ লিখুনঃ (ক) BBC (খ) NASA
উত্তর: BBC – British Broadcasting Corporation, NASA – National Aeronautics and Space Administration

১৫. পদ্মাসেতু চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কোন তারিখে উদ্বোধন করেন?
উত্তর: ২৫ জুন, 2022