Post Name: Sub-Assistant Engineer Date: 07-06-2024 Department: Electrical, Electronics, Computer, Automobile, Chemical, Power and Environment Venue: BUET Time: 1 Hour Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks
‘বৃষ্টি’ এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
বৃষ + টি
বৃশ+টি
বৃ+টি
বৃষ্+তি
Explanation: এর পরে ত্ বা থ্ থাকলে, যথাক্রমে ত্ ও খৃ স্থানে ট ও ঠ হয়।
Explanation: বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির প্রচলন ছিল। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।
“জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়, সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়।”- এই পংক্তি দু’টি লিখেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
Explanation: “জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়, সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়!”- এই পংক্তি দু’টি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা ‘ফরিয়াদ’ কবিতার অংশ। (সূত্র: testbook.com)
‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
তুর্কি
ফারসি
উর্দু
আরবি
Explanation: ‘দারোগা’ শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। তুর্কি ভাষার গুরুত্বপূর্ণ শব্দ হলো- বাবা, চাকর, কাঁচি, বন্দুক, কোর্মা, কুর্নিশ, কুলি, বাবুর্চি, চাকু, উজবুক, মুচলেকা, আলখাল্লা, লাশ, খোকা, চকমক, মোগল, খোকা ইত্যাদি।
‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ তাকে এক কথায় কি বলে?
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাস রচয়িতা
Explanation: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা। কিন্তু,
ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক।
‘যে নারীর চেহারা দেখতে সুন্দর’ এক কথায় কী হবে?
সুদর্শনা
অপরূপা
রূপসী
ললনা
Explanation: যে নারীর চেহারা দেখতে সুন্দর- সুদর্শনা। যে নারী
সুন্দর- রমা। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত- শুচিস্মিতা।
‘তার বাবা অনেক কড়া মানুষ’- এখানে ‘কড়া’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
কঠিন
কর্কশ
রাগী
উগ্র
Explanation: ১) কড়া (উগ্র)- তার কড়া মেজাজ অসহনীয়। ২) কড়া (কঠোর)- শ্রমিকদের সাথে কড়া ভাষায় কথা বলিও না। ৩) কড়া (প্রখর)- কড়া রোদে দাঁড়িয়ে থাকা ভালো না। ৪) কড়া (সতর্ক)- আসামীকে পুলিশের কড়া পাহারা দিয়ে নেওয়া হচ্ছে। ৫) কড়া (পাকা)- এটি কড়া রঙের কাপড়। ৬) কড়া (তীব্র)- ডাস্টবিন থেকে কড়া গন্ধ আসতেছে। ৭) কড়া (খুব বেশি)- কড়া সুদে ঋণ করিও না।
নিচের কোন বানানটি সঠিক?
মহিমান্বিত
কেবলমাত্র
সুস্বাগত
আয়ত্তাধীন
Explanation: শুদ্ধ বানানটি হলো- মহিমান্বিত। অপশনের বাকি শব্দগুলো বাহুল্য দোষে দুষ্ট। সুস্বাগতম, কেবলমাত্র ও আয়ত্তাধীন এর সঠিক বানান যাথাক্রমে স্বাগতম, কেবল/মাত্র ও আয়ত্ত/অধীন।
নিচের কোন বাক্যটি সঠিক?
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
এ কথা প্রমান হয়েছে।
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
Explanation: শুদ্ধ বাক্যটি হলো- ‘গীতাঞ্জলি’ পড়েছ কি? বাকি বাক্যের শুদ্ধরূপ হলো- এ কথা প্রমাণিত হয়েছে। অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করেন। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
হাশেম খান
জয়নুল আবেদিন
কামরুল হাসান
হামিদুর রহমান
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার (মানচিত্র খচিত পতাকার ডিজাইনার) শিব নারায়ণ দাশ। পরবর্তীতে পতাকা হতে মানচিত্র বাদ দিয়ে দেওয়া হয়। যার বর্তমান পতাকাটির ডিজাইনার পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি ১৭ জানুয়ারি, ১৯৭২ সালে সরকারিভাবে গৃহীত হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক সাহায্য করে কোন দেশ?
যুক্তরাষ্ট্র
ব্রিটেন
রাশিয়া
ইরাক
Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক সাহায্য করেছে রাশিয়া যা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছিল।
পেট্রোবাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৭১
১৯৮১
১৯৮৫
১৯৯৫
Explanation: বাংলাদেশ অয়েল, গ্যাস এন্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৮৫ (১৯৮৫ সালের ১১ এপ্রিল জারিকৃত ২১ নং অধ্যাদেশ) এর মাধ্যমে বিওজিসি ও বিএমইডিসিকে একীভূত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (বিওজিএমসি) গঠন করা হয়।
বর্তমান প্রবৃদ্ধি অনুযায়ী কত সালের মধ্যে পৃথিবীতে মুসলিম সংখ্যায় প্রথম বৃহত্তম হবে?
২০৫০
২০৭০
৩০০০
৩০৫০
Explanation: ২০১৭ সালে পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’ -এর গবেষণা রিপোর্ট অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে সারা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বড় জনগোষ্ঠী হবে।
আধুনিক দাসত্বের প্রতীক কোন দেশ?
উত্তর কোরিয়া
চীন
দক্ষিণ আফ্রিকা
মায়ানমার
Explanation: Global Slavery Index-2023 অনুযায়ী, বিশ্বে অন্তত ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার। দাসত্ব পুষে রাখার সূচকে শীর্ষ দেশগুলো হলো উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, তুরস্ক, তাজিকিস্তান, আরব আমিরাত, রাশিয়া, আফগানিস্তান, এবং কুয়েত।
ফিলিস্তিনকে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয়?
১৯৮৮
২০১১
২০১২
এখনো দেয়নি
Explanation: ১৫ জুন, ২০২৪ পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য
দেশের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে?
ভ্লাদিমির ক্রামলিন
ম্যাগনাস কার্লসেন
বিশ্বনাথ আনন্দ
ডিং লিরেন
Explanation:
‘A Passage to India’ is written by-
E. M. Forster
Rudyard Kipling
Galls Worthy
A. H. Auden
Explanation: E. M. Forster এর উল্লেখযোগ্য উপন্যাসগুলো
হলো- A Passage to India, A Room with a View, The Longest Journey, Where Angels Fear to Tread.
This pen is inferior______your pen.
than
that
from
to
Explanation: সাধারণত senior, junior, inferior,
superior, prior, posterior, ulterior ইত্যাদি Latin comparative degree গুলোর পরে to বসে। যেমন: 1) He is superior to me. 2) This mobile is inferior to your mobile.
The phrase ‘sine die’ means-
half-heatedlly
doubtfully
fixed
uncertain
Explanation: Sine die শব্দটি একটি ইতালিয়ান শব্দ যার অর্থ- অনির্দিষ্ট কালের জন্য। Sine die means- uncertain, indefinite period, adjourned indefinitely, matter under judicial consideration etc.
Neither Rahim nor Karim______qualified for the admission test.
are
were
is
had
Explanation: Either – or, Neither nor, Not only – but also দ্বারা যুক্ত একাধিক subject এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject এর number ও person অনুসারে বসে। অর্থাৎ or, nor, but also এর পরের subject টি যদি singular হয়, তাহলে verb টি singular হবে এবং subject-টি plural হলে verb টি plural হবে। যেমন- Either you or I am wrong. Neither the moon nor the instars were visible last night
The path of success is beset_____difficulties.
with
by
through
along
Explanation: Beset with- বেষ্টিত, আকীর্ণ। The path of success is beset with difficulties. (সাফল্যের পথ সমস্যায় পরিপূর্ণ/বেষ্টিত।)
The boy was cured_________typhoid.
from
for
through
of
Explanation: Cure of- আরোগ্য হওয়া। The boy was cured of typhoid. (বালকটি টাইফয়েড হতে আরোগ্য লাভ করেছে।/ বালকটির টাইফয়েড ভালো হয়েছে।)
The synonym of the words ‘lunatic’ is-
lazy
hypnotized
wise
mad
Explanation: Lunatic- পাগল, উম্মাদ। Lunatic এর
সমার্থক শব্দ হলো- mad, moonstruck, insane.
Choose the correct sentence-
I wish I were you.
I wish I was you.
I wish I am you.
I wish I are you.
Explanation: প্রথম subject এর পর wish, fancy থাকলে দ্বিতীয় subject এর পর verb এর past form অথবা could/would + verb এর base form বসে। unreal past বোঝাতে, to be verb থাকলে তা সর্বদা were হয়। যেমন- 1) I wish I were rich. 2) I wish I were a king. 3) I wish I were you.
What is the antonym of ‘workaholic’?
doer
busy bee
go-getter
indolent
Explanation: Workaholic- পরিশ্রমী, কাজের লোক। Workaholic- বিপরীত শব্দ হলো- indolent, lazy, slothful, inactive. (কুড়ে, অলস, শ্রমবিমুখ)
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
১৪ টাকা
৪২ টাকা
১২ টাকা
১০৫ টাকা
Explanation: ৩ কেজি মিষ্টির মূল্য = ৩৫০০৩ = ১০৫০ টাকা সুতরাং মোট ভ্যাট দিতে হবে = ১০৫০০৪% = ৪২ টাকা
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
১০২
২০৪
৫২
৮৪
Explanation: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
১৬%
২০%
২৫
২৪
Explanation: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
x-\frac 1x=3 হলে x^3-\frac 1{x^3} এর মান কত?
25
18
36
115
Explanation:
∆ABC ∠A = 40°, ∠B = 70° হলে ∠ABC কি ধরনের ত্রিভুজ?
সমকোণী
স্থূলকোণী
সমদ্বিবাহু
সমবাহু
Explanation:
২ থেকে ২২ এর মধ্যে সকল বিজোড় পূর্ণ সংখ্যার গড় কত?
১৪
১২
১৩
১১
Explanation:
দুটি সংখ্যার যোগফল ২৪৯০। একটি সংখ্যার ৬.৫% অপর সংখ্যাটির ৮.৫% এর সমান হলে, বৃহত্তম সংখ্যাটি = ১২ কত?
১০৭৯
১৩৮০
১৪১১
১২৫০
Explanation:
একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে B এর থেকে A 30 মিনিট বেশি সময় নেয়। কিন্তু যদি A তার গতি দ্বিগুণ করে, তাহলে সে একই দূরত্ব অতিক্রম করতে B এর থেকে এক ঘণ্টা কম সময় নেয়। B এর গতি (কি.মি./ঘণ্টা) কত?
6
6.5
5
5.5
Explanation:
একজন পরীক্ষার্থী বাংলায় ৫০%, ইংরেজিতে ৬০% এবং গণিতের পাশাপাশি বিজ্ঞানেও ৭০% নম্বর পেয়েছে। এই ৪টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৫০ নম্বর পাওয়া সম্ভব হলে, তার মোট প্রাপ্ত নম্বর কত?
১৭৫
১৫০
১২৫
১৮৫
Explanation:
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
১৭৯
৩৫৯
৩৬১
৭২১
Explanation:
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
কয়লা
তৈল
প্রাকৃতিক গ্যাস
চুনাপাথর
Explanation: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ- প্রাকৃতিক গ্যাস। বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে।
Post Name: Sub-Assistant Engineer Date: 07-06-2024 Department: Mechanical and Civil Technology Venue: BUET Time: 1 Hour Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks
নিচের কোনটি ভুল বানান?
নৈঋত
প্রজ্বলন
পলল
মুহ্যমান
Explanation :
উপরি + উক্ত মিলে কোন শব্দটি গঠিত হয়?
উপরোক্ত
উপরিক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
Explanation :
শূদ্র এর স্ত্রী লিঙ্গ কোনটি?
শূদ্রী
শূদ্রাণী
শূদ্রানী
শূদ্রা
Explanation: নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী,
‘শূদ্র’ এর দুটি স্ত্রীবাচক শব্দ পাওয়া যায়। (i) শূদ্রা (শূদ্র জাতীয় স্ত্রীলোক) এবং (ii) শূদ্রানী (শূদ্রের স্ত্রী)।
কোনটি সমষ্টিবাচক শব্দ নয়?
নিকর
নিচয়
কূল
দাম
Explanation:
সঠিক কোনটি?
চলাকালীন সময়ে
চলাকালে
চলাকালের সময়ে
চলাকালিন সময়ে
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
সূর্যের দিন
খোয়াবনামা
আরেক ফাল্গুন
আর্তনাদ
Explanation:
হ্যারি পটার কোন বিষয়ক পুস্তক?
শিশুতোষ
বিজ্ঞান
নভেল
জীবনী
Explanation:
সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?
অতি + অধিক = অত্যাধিক
প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
অগ্নী + উৎপাত = অগ্নুপাত
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
Explanation:
“শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে”- বাক্যে ‘পাঠে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অধিকরণে সপ্তমী
অপাদানে সপ্তমী
Explanation:
‘Portfolio’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
প্রচারণা
সম্পূরক
দাঙ্গা
দপ্তর
Explanation: ‘Portfolio’ শব্দের পারিভাষিক শব্দ- দপ্তর, মন্ত্রীর দপ্তর।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
জাকির হোসেন
ভি ভি গিরি
ইন্দিরা গান্ধী
শ্যামা প্রসাদ
Explanation: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন- বরাহগিরি ভেঙ্কটা গিরি (সংক্ষেপে ভি. ভি. গিরি) এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন- ইন্দিরা গান্ধী। এছাড়া, জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট।
কত সালে রাশিয়া সর্বশেষ ক্রিমিয়া দখলে নেয়?
২০১৫
২০১৩
২০১৪
২০১৬
Explanation: কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।
এ পর্যন্ত কতটি দেশ ফুটবল বিশ্বকাপ জয় করেছে?
৬
১০
৮
৭
Explanation: এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জিতেছে মোট ৮টি দেশ। ব্রাজিল- ৫ বার, জার্মানি- ৪ বার, ইতালি- ৪ বার, আর্জেন্টিনা- ৩ বার, উরুগুয়ে- ২ বার, ফ্রান্স- ২ বার, ইংল্যান্ড- ১ বার, স্পেন- ১ বার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়- উরুগুয়ে ও ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপের চ্যম্পিয়ন হয়- আর্জেন্টিনা।
ফুটবলের রাজা পেলের জন্ম কত সালে?
১৯৪০
১৯৪১
১৯৪২
১৯৩৯
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ব্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার প্রায়_______।
৬৭%
৭৬%
৭০%
৭৪%
Explanation: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৭.৯% যেখানে পুরুষের সাক্ষরতার হার ৮০.১% ও মহিলার সাক্ষরতার হার ৭৫.৮%।
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
রাঙ্গামাটি
ঢাকা
চট্টগ্রাম
ময়মনসিংহ
Explanation: আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড়
জেলা রাঙ্গামাটি ও ক্ষুদ্রতম জেলা- নারায়ণগঞ্জ।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম কোন জেলায়?
বরিশাল
নরসিংদি
ঢাকা
সিলেট
Explanation: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের ‘মোবারক লজ’-এ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে। যা এখন মতিউরনগর নামে পরিচিত।
বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা আছে?
৫৫৪
৪৬০
৪৫২
৪৯১
Explanation: বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা ৪৯৫টি। দেশের প্রথম স্মার্ট উপজেলা- শিবচর।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায়______জন।
১,২৫০
১,৪৫০
১,৩৫০
১,৪৫০
Explanation: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১৭১ জন।
ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে?
৬
৭
৫
৮
Explanation: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ ২টি। যথা: চিন ও রাখাইন।
Choose the correct sentence.
I need a few furniturs.
I do not need many furnitures.
I do not need some furnitures.
I need some furniture.
Explanation: Advice, Bread, Furniture, Information, Abuse, Scenery, Poetry, Alphabet, Knowledge ইত্যাদি uncountable noun গুলি সর্বদা singular রূপে ব্যবহৃত হয়। তাই সাধারণত এদের সাথে s/es যুক্ত হয় না। এছাড়া, uncountable noun এর পূর্বে ‘কিছু’ অর্থে some ব্যবহৃত হয়।
Choose the correct sentence.
I, you and he are present.
You, he and I are present.
You, he and I am present.
He, you and I are present.
Explanation: First Person, Second Person এবং
Third Person একই sentence-এ ব্যবহৃত হলে প্রথমে Second Person, Third Person এবং শেষে First Person বসে। (সংক্ষেপে ইহাকে 231 বলা হয়।) এক্ষেত্রে সবগুলোর subjective form বসে এবং verb টি সর্বদাই pural হয়। যেমন: You, he and I are friends. কিন্তু দোষ স্বীকার করা হলে প্রথমে First Person, Second Person ও শেষে Third Person ব্যবহৃত হয়। (সংক্ষেপে ইহাকে 123 বলা হয়।) যেমন: I, you and he are guilty.
He has been ill______Friday last.
from
on
in
since
Explanation: Period of point এর পূর্বে since বসে। যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় না বরং কোন মুহূর্ত বা সময়কে নির্দেশ করে তাকে Period of point বলে। যেমন- I have been living in Dhaka since 2000; He has been ill since Friday last.
আবার, Period of time এর পূর্বে for বসে। অর্থাৎ যে সকল সময়কালকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায় তাকে Period of time বলে। যেমন- It has been raining for two days; I have not seen you for a week.
One of the boys______absent yesterday.
were
was
are
none of them
Explanation: Neither of, Either of, One of, Any of, Each of ইত্যাদি যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb টি singular হবে। এবং Neither of, Either of, One of, Any of, Each of এই শব্দগুলোর পরে Plural Noun হবে। যেমন- 1) Neither of the two boys was selected. 2) At least one of the students gets full marks every time. 3) One of my friends is a student.
Your work is______important than your games.
very
too
more
most
Explanation: একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করতে প্রথম
গুণটির পূর্বে সর্বদা more/less বসে। যেমন: He is more good than bad.
Which one is noun?
undertaken
undrstand
undertake
undertaking
Explanation:
The opposite of ‘ability’ is-
unability
inability
disability
misability
Explanation: Ability অর্থ সামর্থ্য, সক্ষমতা, সক্ষম।
Ability এর বিপরীত শব্দ হলো- Inability. Inability অর্থ- অসামর্থ্য, অক্ষমতা, অক্ষম।
The meaning of the word ‘faithful’ is-
loyal
extravagant
hateful
diceitful
Explanation: Faithful – বিশ্বস্ত, বিশ্বাসী, অবিচল। Faithful এর সমার্থক শব্দ হলো loyal, reliable, trustworthy, devoted etc.
Which one is the singular?
public
crowd
mice
knife
Explanation:
They agreed amongst________that they would not tell anyone.
themselves
himself
ourselves
yourself
Explanation: যে pronoun গুলো personal pronoun এর 1st এবং 2nd person এর possessive adjective এবং 3rd person এর objective এর সাথে self (singular) এবং selves (plural) যুক্ত হয়ে গঠিত হয় এবং subject ও object একই ব্যক্তিকে বোঝায় তাদেরকে Reflexive pronoun বলে। যেমন: myself, yourself, himself, ourselves, herself, itself, yourselves, themselves etc. এছাড়া, বাক্যের subject ও object দুটিই একই ব্যক্তি হলে object এ reflexive pronoun বসবে। যেমন:
1) I cut myself.
2) He killed himself.
3) The heroine looked at herself in the pond.
4) They agreed amongst themselves that
they would not tell anyone.
একটি বাক্সে ৬০টি বল রয়েছে- ২২টি সাদা, ১৮টি সবুজ, ১১টি হলুদ, ৫টি লাল এবং ৪টি বেগুনী। যদি একটি বল দৈবভাবে বেছে নেওয়া হয়, তাহলে বলটি লাল বা বেগুনী না হওয়ার সম্ভাবনা কত?
০.৮৫
০.১৫
০.৫৪
০.০৯
Explanation:
একটি কারখানায় দুটি মেশিন রয়েছে- মেশিন A এবং B। মেশিন A তার ধ্রুবক হারে একা কাজ করলে ১০ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। মেশিন B তার ধ্রুবক হারে একা কাজ করলে ১৫ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। যদি মেশিন A এবং B নিজ নিজ ধ্রুবক হারে একযোগে কাজ করে, তবে k লিটার রাসায়নিক উৎপাদন করতে কত সময় লাগবে?
১২ মিনিট
৬ মিনিট
১২.৫ মিনিট
১০ মিনিট
Explanation:
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
2/3
3/2
5
√5
Explanation:
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে ২০ মি., ২১ মি., এবং ২৯ মি. হলে এর ক্ষেত্রফল কত?
২৫০ বর্গ মি
২১০ বর্গ মি
২৭২ বর্গ মি
২২০ বর্গ মি.
Explanation:
৯ জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে ৭ জনের বেশি অপরটিতে ৪ জনের বেশি ধরে না। দলটি মোট কত উপায়ে ভ্রমণ করতে পারবে?
১২০
২২০
২৩৬
২৪৬
Explanation:
নিচের চিত্রটি বিবেচনা করুন। যদি X = PS এবং Y = SR হয়, নিচের কোনটি X এবং Y এর মধ্যে সত্য। এখানে উল্লেখ্য, চিত্রটি সঠিক স্কেলে আঁকা হয়নি।
X বৃহত্তর
Y বৃহত্তর
X = Y
উপরের কোনটিই নয়
Explanation:
একটি বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?
৫%
০%
২০%
কোনটিই নয়
Explanation:
একজন মোবাইল বিক্রেতা তার প্রতিটি মোবাইলের দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত মোবাইলের সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ।
100y/(100-y)
(100-y)/100y
100/(100-y)
100y/(100-x)
Explanation:
দুইটি সংখ্যার ল.সা.গু a ^ 2b(a + b) এবং গ.সা.গু a(a + b)। একটি সংখ্যা a ^ 3 + a ^ 2b হলে অপর সংখ্যাটি কত?
a ^ 3 b + a ^ 2 b ^ 2
a ^ 2 b + a b ^ 2
a b ^ 2 + a ^ 2 b ^ 2
a ^ 3 + b ^ 3
Explanation:
একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে, ধারার ২০২ তম সংখ্যাটি কত?
Nuclear Power Plant Company Bangladesh Limited-NPCBL Executive Trainee Exam Question Solution
Post Name: Executive Trainee Date: 01-07-2022 Department: EEE and CSE Venue: BUET Time: 1 Hour Non-Department – 20 Marks and Department MCQ – 30 Marks and Written – 50 Marks
‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
আহসান হাবীব
মহাদেব সাহা
শামসুর রহমান
আলাউদ্দীন আল আজাদ
Explanation :
কোনটি কর্মধারয় সমাস?
জনৈক
মধুমাখা
পঙ্কজ
সহকর্মী
Explanation : উত্তরঃ জনৈক (জন যে এক) (মূল শব্দটিতে যেটি আগে আছে ব্যাস বাক্যেও সেটি আগে হবে।)
‘নীর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
চোখ
বাসা
পানি
লজ্জা
Explanation :
Wimbledon games is related to which sports?
Football
Golf
Tennis
Badminton
Explanation :
The longest bridge of the world situated in-
China
Taiwan
Thailand
U.S.A
Explanation : উত্তরঃ China (Danyang – Kunshan Grand Bridge,china)
After see that he told, “_______for tat.”
tot
tut
tit
tet
Explanation :
Nephrology is related to-
Lung
Kidney
Heart
Brain
Explanation :
The plane________at 7 O’clock.
took away
took down
took off
look out
Explanation :
Who was the commander in chief of the Mukti Bahini?
M.A. Rab
M.A.G. Osmani
K.M. Shafiullah
A.K. Khandker
Explanation :
Total amount of budget of Bangladesh for FY 2022-2023 was-
Nuclear Power Plant Company Bangladesh Limited-NPCBL Junior Executive Trainee Exam Question Solution
Post Name: Junior Executive Trainee Date: 01-07-2022 Department: Electrical, Electronics & Computer Technology Venue: BUET Time: 1 Hour Non-Department – 20 Marks and Department MCQ – 30 Marks and Written – 50 Marks
“অশীবিষ” কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
গতৎপুরুষ
অব্যয়ীভাব
Explanation :
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
নটির পূজা
বেহুলা গীতাভিনয়
নবীন তপস্বিনী
কৃষ্ণকুমারী
Explanation :
OIC- এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
২য় শীর্ষ সম্মেলনে
৫ম শীর্ষ সম্মেলনে
৮র্থ শীর্ষ সম্মেলনে
৭ম শীর্ষ সম্মেলনে
Explanation :
নিচের কোনটি শুদ্ধ বানান?
নূনতম
নুনতম
ন্যূনতম
নূন্যতম
Explanation :
পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কত তারিখ?
৩০ সেপ্টেম্বর, ২০১৭
৩০ সেপ্টেম্বর, ২০১৮
১৮ জানুয়ারি, ২০১৮
১০ ডিসেম্বর, ২০২১
Explanation :
“সংহারক” শব্দের অর্থ কি?
বিনাশকারী
সংহারকারী
ক ও খ উভয়েই
অনিষ্টকামনা
Explanation :
FIFA World Cup Football – 2022 কোথায় অনুষ্ঠিত হবে?
ইংল্যান্ড
ব্রাজিল
কাতার
ঘকুয়েত
Explanation :
নিচের কোন সংস্থা Health নিয়ে কাজ করে?
UNESCO
UNICEF
WHO
UNDP
Explanation :
NPCBL is looking________engineers for recruitment.
atr
for
on
after
Explanation :
“Proportion” means-
aggregate
ensemble
bulk
ratio
Explanation :
Which idiom means ‘try every possible course of action in order to achieve something’?
leave no stone unturned
take one to task
ride the high horse
give a wide berth
Explanation :
Find the Correctly spelt word.
Refrigerator
Refriderater
Refridgerator
Referigerator
Explanation :
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
উত্তর আমেরিকা
আফ্রিকা
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
Explanation :
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীরবিক্রম” উপাধি লাভ করেন কত জন?
৭ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন
Explanation :
5G/4G কিসের সাথে সম্পর্কিত?
তার বিহীন নেটওয়ার্ক
সামাজিক যোগাযোগ
ডাটা সংরক্ষণ
ডাটা স্থানান্তর
Explanation :
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়?
নেপাল
আফগানিস্তান
মালয়েশিয়া
ভুটান
Explanation :
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির গীতিকার কে
Jamuna Oil Company Limited-JOCL Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 29-07-2022 Department: EEE, ME, CE, ChE Venue: BUET, Time: 1 Hour Non-Department MCQ – 25 Mark
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক?
একদিন প্রতিদিন
নুরুলদীনের সারাজীবন
কীত্তন খোলা
পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation :
‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ –
উৎকর্ষতা
অপকর্ষ
উৎকর্ষ
অপকর্ষতা
Explanation :
‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর?
ইচ্ছাময়
ঐচ্ছিক
ইচ্ছুক
অনিচ্ছা
Explanation :
‘জোছনা’ কোন শ্রেণির শব্দ?
দেশি
তৎসম
তদ্ভব
অধ-তৎসম
Explanation :
যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়, তাকে বলে হয়-
কুসীদজীবী
নকলবাজ
কুম্ভীলক
লিপিকার
Explanation :
বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
কাঠালিয়া
পতেঙ্গা
সাভার
সোনাগাজী
Explanation :
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
আকরাম খান
গাজী আশরাফ হোসেন লিপু
শফিকুল ইসলাম হীরা
আমিনুল ইসলাম বুলবুল
Explanation :
মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
৯ নং
৪ নং
৮ নং
১১ নং
Explanation :
Which European country first recognized Bangladesh as an independent nation?
France
East Germany
England
Est Germany
Explanation :
Which acid is present in tomato?
Tartaric acid
Malic acid
Lactic acid
Oxalic acid
Explanation : উত্তরঃ Oxalic acid (টমেটোতে ১০টির অধিক এসিড বিদ্যমান আছে। যেমন সাইট্রিক এসিড, ম্যালিক এসিড, এসকরবিক এসিড, অক্সালিক এসিড ইত্যাদি। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সালিক এসিড। রেফারেন্স: Testbook)
Who is the present prime minister of Srilanka?
Ranil Wickremesinghe
Dinesh Gunawardena
Mahinda Rajapaksa
None of these
Explanation :
Where is the agreement signed between Russia and Ukraine to export grain to the world market?
Istanbul
Kyiv
Moscow
Warsaw
Explanation :
Which ethnic present president of India?
Chakma
Tripura
Tribal
none of these
Explanation : উত্তরঃ Tribal (দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি সে সাথে প্রথম উপজাতী রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের)
What percentage of the total grain production Russia and Ukraine in the world?
40
35
25
none of these
Explanation :
Who is the next president of UK?
Liz Truss
Rishi Sunak
Borish johnson
none of these
Explanation :
x +1/x= 3 হলে, x² + 1/x² এর মান কত?
2
7
11
9
Explanation :
If (x) = (x + 2)/(x – 2) and x ≠ 2 then the highest value of f(x) is-
Explanation : উত্তরঃ the (Noun কে যখন adjective, adjective phrase/clause দ্বারা বিশেষায়িত করা হয় তখন noun টির পূর্বে the বসে। তবে এক্ষেত্রে উত্তরাধিকারীদের একজন অর্থে heir এর পূর্বে an ও ব্যবহার করা যায়। রেফারেন্স: MASTER By Jahangir Alam)
He said that he had done the work.
The direct speech is –
Post Name: Assistant Engineer Date: 16-09-2022 Department: EEE, ME, CE, ChE, Petroleum Venue: BUET, Time: 1 Hour Non-Department MCQ – 25 Mark and Department Written – 50 Marks
সঠিক বানানটি চিহ্নিত করুন:
বীণাপাণি
চরিত্র
মূঢ়
প্রত্যুষ
Explanation :
নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
পঙ্কজ
সহকর্মী
জনৈক
মধুমাখা
Explanation :
‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ত্যক্ত
গ্রাহ্য
দৃঢ়
গূঢ়
Explanation :
জসীমউদ্দীনের নাটক কোনটি?
রাখালী
বেদের মেয়ে
মাটির কান্না
বোবা কাহিনী
Explanation :
Antonym of the word ‘urbane’
rural
shave
uncouth
sophisyicated
Explanation :
He persists______annoying me.
on
at
in
with
Explanation :
নিচের কোনটি UNESCO ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য (world heritage site)?
মধুপুরের শালবন
পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
সুন্দরবন
পাহাড়পুর
Explanation :
Choose the wrong sentence.
He was always arguing with his brother
His failure resulted for his negligence
When will you write to him about your plan.
Who was the boy you all were laughing at?
Explanation :
মিখাইল গর্বাচেভ কত বছর বয়সে মারা যান?
৮৯
৯১
৯০
৯২
Explanation :
লিজ ট্রাস যুক্তরাজ্যের কততম মহিলা প্রধানমন্ত্রী?
১ম
২য়
৩য়
৪র্থ
Explanation :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে কতটি সমঝোতা চুক্তি সই করে ভারতের সাথে?
৪টি
৫টি
৬টি
৭টি
Explanation :
A man goes to a place at 5 mph and returns at 6 mph. What is the average speed?
5.45 mph
5 mph
7.5 mph
8 mph
Explanation :
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
মুজিবনগর
নবাবগঞ্জে
সাতক্ষীরায়
৮ নং থিয়েটার রোড, কলকাতা
Explanation :
৯ই আগস্ট জ্বালানী নিরাপত্তা দিবস পালন করা হয় কারণ সেদিন দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
তৎকালীন ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল এর নিকট থেকে ৫টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে।
প্রথম বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
মৌলভী বাজারে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যাওয়ায়, বিদেশি কোম্পানি সাথে উত্তোলনের জন্য চুক্তি করে।
বড়পুকুরিয়া ও মধ্যপাড়ায় কাচ বালির সন্ধান পাওয়া গেছে।
Explanation :
What is the numerical value of the following infinite series? 1+{(\frac12)}+{(\frac12)}^2+{(\frac12)}^3+{(\frac12)}^4+--------
3
infinity
1.98
2
Explanation :
With reference to a 2-dimensional coordinate system, the vertices of a uniform and thin triangular plate are given by (0,0), (1,4) and (-7,8) points. The centroid of the plate is
(-2, 4)
2,-4)
(-3, 6)
none of the above
Explanation :
Given, x is a real number. What is the minimum value of x² – 3x + 5?
3/2
2/3
5
11/4
Explanation :
The region R is bounded by the curve with equation y = 3x, the x-axis and lines x = 0 and x = 2. The volume of solid formed when the region R is rotated through 1 full revolution about x-axis.
Post Name: Assistant Engineer Date: 16-09-2022 Department: EEE, ME, CE, CSE Venue: BUET, Time: 1 Hour (03:30 PM – 04:30 PM) Non-Department MCQ – 20 Mark and Department Written – 40 Marks
Choose the correct sentence:
Rahim is as tall as mine
Rahim is tall as mine.
Rahim is as tall as I.
Rahim is as tall as me
Explanation :
There is______on the roads today.
few traffics
very much traffic
too much traffic
too many traffic
Explanation :
A tank is 40% full. If 16 liters of water is added to the tank, it becomes 4/5 full. The capacity of the tank is:
32 liters
35 liters
40 liters
42 liters
Explanation :
In a class of 24 students, one half of the students take higher math & one third take physics and one fourth take both. How many take neither?
14
15
10
8
Explanation :
32^{x+y} = 16^{x+y}, what is the value of x?
y
-y
2y
x(2y+2)
Explanation :
In a class there are 4 boys and 4 girls. Two students are selected at random, what is the probability that both will be girls?
1/2
3/7
3/4
3/14
Explanation :
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ঐ, অ
আ, ঔ
ই, ঔ
ঐ, ঔ
Explanation :
সারারাত বৃষ্টি হয়েছে। ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি
কর্তৃকারকে ষষ্ঠী
কর্মকারকে পঞ্চমী
অপাদান করকে পঞ্চমী
অধিকরণ কারকে শূন্য
Explanation :
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
স্বর্ণকুমারী দেবী
ঘরিজিয়া রহমান
Explanation :
What is the name of Russian foreign minister?
Sergey Lavrov
Ivar Igor
Sergei Shoigu
Dmytro Khuleba
Explanation :
সঠিক বানানটি চিহ্নিত করুন:
বীণাপাণি
চরিত্র
মূঢ়
প্রত্যুষ
Explanation :
‘বহ্ন্যুৎসব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
বহৃ্যু + উৎসব
বহ্ন্যুৎ + উৎসব
বহ্ন্য + উৎসব
বহ্নি + উৎসব
Explanation :
If x and y are both odd integers, which of the following numbers must be an even integers?
x²+y-1
xy + y²
x+y+1
xy + 1
Explanation :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বদেশ প্রত্যাবর্তন করে?
৮ জানুয়ারি, ১৯৭২
১০ জানুয়ারি, ১৯৭২
২৭ জানুয়ারি, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭১
Explanation :
পদ্মা সেতুর সমসাময়িক সময়ে বাংলাদেশের কোন মেগা প্রজেক্ট যার উদ্বোধন হবে ২০২২ সালে?
কর্ণফুলী টানেল
এলিভেটেড এক্সপ্রেস
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
Explanation :
সম্প্রতি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন, তার পদ মর্যদা কি?
পররাষ্ট্র মন্ত্রী
নিম্ন কক্ষের স্পিকার
কংগ্রসের সচিব
ডিফেন্স মিনিস্টার
Explanation :
We are moved not by the fall of_____great man but the elevation to heroism of what we had taken to be _____little man.
a, the
the, the
a, a
none of the above
Explanation :
He said, ‘I have been working since sunrise’ Make it indirect speech.
He said he had been working since sunrise.
He said that he has worked for sunrise.
He said that he has been working since sunrise.
He said that he is working since sunrise.
Explanation :
৯ই আগস্ট জ্বালানী নিরাপত্তা দিবস পালন করা হয় কারণ সেদিন দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
তৎকালীন ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল এর নিকট থেকে ৫টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে।
প্রথম বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
মৌলভী বাজারে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যাওয়ায়, বিদেশি কোম্পানি সাথে উত্তোলনের জন্য চুক্তি করে।
বড়পুকুরিয়া ও মধ্যপাড়ায় কাচ বালির সন্ধান পাওয়া গেছে।
Coal Power Generation Company Bangladesh Limited-CPGCBL Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 16-09-2022 Department: EEE, ME, CE Venue: BUET, Time: 1 Hour Non-Department MCQ – 60 Mark and Department Written – 40 Marks
নিচের কোন সাহিত্যিক একজন মুক্তিযোদ্ধা?
সফিউদ্দিন আহমেদ
হাশেম খান
মোহাম্মদ কিবরিয়া
আব্দুর রাজ্জাক
Explanation :
‘দ্যুলোক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দুঃ+লোক
দিব্+লোক
দ্বি+লোক
দ্বিঃ+লোক
Explanation :
“টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ যাত্রা করেছিলাম, অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না” বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
২টি
৩টি
৪টি
৫টি
Explanation :
“রেখাচিত্র” কার রচনা?
গোলাম মোস্তফা
আবুল ফজল
আবুল মনসুর
বদরুদ্দীন ওমর
Explanation :
সারারাত বৃষ্টি হয়েছে। ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি
কর্তৃকারকে ষষ্ঠী
কর্মকারকে পঞ্চমী
অপাদান করকে পঞ্চমী
অধিকরণ কারকে শূন্য
Explanation :
‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
মাওলানা ভাসানী
আবুল ফজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
Explanation :
মুক্তি যুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
৮ নং সেক্টর
২ নং সেক্টর
৩ নং সেক্টর
৬ নং সেক্টর
Explanation :
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
মেঘনা
ঘতুরাগ
Explanation :
‘ভবদহ বিল’ কোন জেলায় অবস্থিত?
মুন্সিগঞ্জ
যশোর
মৌলবীবাজার
সাতক্ষীরা
Explanation :
নিচের কোনটি আন্তর্জাতিক নদী?
সুরমা
কপোতাক্ষ
ব্রহ্মপুত্র
মেঘনা
Explanation :
পদ্মানদীর অপর নাম কি?
কীর্তিনাশা
লোহিত্য
জোনাই
ব্রহ্মপুত্র
Explanation :
‘চরমপত্র’ খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন-
আখতার মুকুল
এম এ হান্নান
মাওলানা ভাসানী
আব্দুর রব
Explanation :
‘আলোকিত মানুষ চাই’ কোন প্রতিষ্ঠানের স্লোগান?
জাতীয় গ্রন্থ কেন্দ্র
বিশ্ব সাহিত্য কেন্দ্র
পাবলিক লাইব্রেরি
সুশাসনের জন্য নাগরিক
Explanation :
‘মনপুরা-৭০’ কী?
একটি উপজেলা
একটি নদী বন্দর
একটি উপন্যাস
একটি চিত্র শিল্প
Explanation :
‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে’। এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
বিশেষণের বিশেষণ
Explanation :
Antonym of PAUCITY
surplus
scarcity
presence
richness
Explanation :
Adejective form of ‘people’
popularity
popular
populous
popularies
Explanation :
Identify the correct spelling:
questionnaire
questionaire
questionnare
questioneire
Explanation :
The Largest airport in the world 2022 situated in
Turkey
Saudi Arab
USA
Thailand
Explanation :
Which one is the coldest country in the world 2022?
Canada
Russia
USA
Mexico
Explanation :
Oleksandr Usky is a famous for
Diplomat
Saint Juan
Boxer
Singer
Explanation :
Which one is the Largest milk producer country in the world
India
New Zealand
UK
USA
Explanation :
‘Top gun’ is related to
Revolver
Rifle
Aircraft
none
Explanation :
Which institute is related to Hissein Brahim Taha?
UNDP
OIC
UNESC
IMF
Explanation :
Which one is the largest gold mining country in the world?
Uzbekistan
Congo
US, Russia
UK
Explanation :
How many pole used in Karnaphuli hydro power plant?
2
4
8
none
Explanation :
Which one is the largest power station in Bangladesh?
APSCL
Payra
Matarbari
Hydro plan
Explanation :
Maximum install Capacity of electricity at present in Bangladesh-
22000 MW
23000 MW
24000 MW
25000 MW
Explanation :
Highest electricity generated in Bangladesh-
13782 MW
14782 MW
1225 MW
1200 MW
Explanation :
Which type of power plant of “Nuclear power plant”?
peak load
base load
peak hour
off peak load
Explanation :
Which basic design is used in Nuclear power plant?
VVKR
VVER
VVWR
None
Explanation :
India supplies how much power to Bangladesh?
1000 MW
1100 MW
1160 MW
160 MW
Explanation :
What is the transformer called when it steps up?
unit
potential
current
auxiliary
Explanation :
Install capacity of matarbari-
1320 MW
1200 MW
600 MW
2400 MW
Explanation :
The head quarters of IRRI are located in
Philippines
France
England
Switzerland
Explanation :
Strait of Gibraltar connects which of the following?
Red sea-Mediterranean sea
Red sea-Arabian sea
Atlantic Ocean – Mediterranean sea
Meaditerranean sea – Black sea
Explanation :
He said that he had done the work. The direct speech is –
He said, “I will do the work.”
He said, “I have done the work.”
He said, “I do the work.”
He said, “He did the work.”
Explanation :
Man who has committed such an crime must get the most severe punishment.
injurious
uncharitable
unworthy
abominable
Explanation :
What percentage of share of Bangladesh in Rampal power plant between India and Bangladesh?
40
45
50
60
Explanation :
Which one is the digital currency?
BTC
Rupee
Uro
USD
Explanation :
If the radius of a circle is increased by 10% then what is the percentage increase in the area?
16%
21%
25%
10%
Explanation :
A train is 500 ft long and it has a speed of 500 ft/min. How long will it take to cross a bridge of 750 ft?
2 minute
3 minute
2.5 minute
5 ninute
Explanation :
A man goes to a place at 20 mph and returns at 30 mph. What is the average speed?
20 mph
24 mph
26 mph
29 mph
Explanation :
A work is to be done by 15 labors working 44 hours in a week. 4 person become ill. How many hours will be needed in a week for the remaining workers to do it?
60 hour
55 hour
50 hour
65 hour
Explanation :
A rectangular fields area is 200 m². The length is twice than the width. If 100 tk is needed to put fence around per mrter, what is the total cost?
6000 tk
5000 tk
5500 tk
7000 tk
Explanation :
If the cost price of 10 shirts is equal to the selling price of 8 shirts. What is the profit margin?
20%
25%
16%
75%
Explanation :
Find the next term in the following series: 144, 81, 36,…..?
9
3
12
25
Explanation :
If a + b = 5 and a – b = 3, then ab =?
2
3
4
5
Explanation :
Circumference of a wheel is 8 ft. How many times does it have to turn to cross 1000m?
Bangladesh Data Center Company Limited-BDCCL Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 14-10-2022 Department: Mechanical, CSE Venue: BUET, Time: 1 Hour Non-Department – 20 Mark and Department Written – 80 Marks
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কোন সনে?
১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
Explanation :
কোনটি শুদ্ধ বানান?
গীতাঞ্জলী
গিতাঞ্জলি
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
Explanation :
নিচের কোন বাক্যটির মধ্যে ক্রিয়া নেই?
সে আমার ভাই
আমি বই পড়েছি
ছেলেরা মাঠে খেলছে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
Explanation :
‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
আইন
প্রথা
শুল্ক
রাজস্বনীতি
Explanation :
বাংলাদেশ বর্তমানে কয়টি সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত আছে?
২
৩
৪
৫
Explanation : উত্তরঃ ২ (তিন নম্বর সাবমেরিন ক্যাবলের (SEA-
ME-WE-6) টির কাজ চলতেছে)
‘অম্বর’ এর সমার্থক শব্দ কোনটি?
পৃথিবী
জল
সমুদ্র
আকাশ
Explanation :
Oleksandr Usky কিসের জন্য বিখ্যাত?
Diplomat
Saint Juan
Boxer
Singer
Explanation :
নিচের কোনটি ডিজিটাল মুদ্রা?
BTC
Rupee
Uro
USD
Explanation :
‘মধুবালা’ নামটি কিসের জন্য বিখ্যাত?
হলদে জাতের তরমুজ
নায়িকা নাম হিসেবে
পুরস্কারপ্রাপ্ত ছবির নাম হিসেবে
উন্নত জাতের ধান
Explanation :
এয়ার বাস কোন দেশের তৈরি?
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
Explanation :
বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
ময়মনসিংহ
রংপুর
বরিশাল
মাগুরা
Explanation :
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
২
৩
৮
১১
Explanation :
ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
শেরশাহ
সম্রাট আকবর
লর্ড ক্লাইভ
সম্রাট বাবর
Explanation :
কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
সাঁওতাল
মারমা
গারো
রাজবংশী
Explanation :
কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে পরিচিত?
সেতারা বেগম
তারামন বিবি
কাঁকন বিবি
আলেয়া বেগম
Explanation :
বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত?
পাহাড়পুর
মহাস্থানগড়
ময়নামতি
সোনারগাঁও
Explanation :
ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে?
লুই আই কান
আজিজুল জলিল পাশা
মাজহারুল ইসলাম
হামিদুর রহমান
Explanation :
‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
বদরুদ্দীন ওমর
মাসুদা ভাট্টি
এম আর আখতার মুকুল
মেজর রফিকুল ইসলাম
Explanation :
‘কাস্পিয়ান সাগর’ আসলে কি?
জলপ্রপাত
লেক
প্রণালী
সমুদ্র
Explanation :
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
নীলনদ
ভলগা
মিসিপিসি
দানিয়ুব
Explanation :
দূরপ্রাচ্যের দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
জাপান
যুক্তরাজ্য
সৌদি আরব
Explanation :
বিশ্বের কোন নগরীটি দু’টি মহাদেশে অবস্থিত?
কায়রো
পেরিস
ইস্তাম্বুল
কাসব্লাঙ্কা
Explanation :
‘লিটল বাংলাদেশ’ এর অবস্থান কোথায়?
লস অ্যাঞ্জেলস
পূর্ব লন্ডন
গজাম্বুবার
ইয়োকোহামা
Explanation :
He took____boy by____ear?
a, a
a, an
the, the
an, a
Explanation :
Antonym of ‘GLOOMY’
Discouraging
Disguising
Bright
Tragic
Explanation :
There were____guests than I expected.
less
lesser
few
fewer
Explanation :
Which one is the correct sentence?
I prefer read to write
I prefer reading than writing
I prefer more reading than writing
I prefer reading to writing
Explanation :
He said “would that I were rich!” change into indirect speech.
He said that he wanted to be rich.
He wished he had been rich.
He begged to be rich.
He told everyone that he wanted to be rich.
Explanation :
প্রাথমিক জ্বালানী হিসেবে বাংলাদেশে নিচের কোনটি ব্যবহৃত হয় না?
প্রাকৃতিক গ্যাস
চুল্লী তেল
কয়লা
ইউরেনিয়াম
Explanation :
বাংলাদেশের বিদ্যুৎ এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
১৩২ কেভি
২৩০ কেভি
৬৬ কেভি
৪০০ কেভি
Explanation :
বিদ্যুৎ উৎপাদনে কোন মেশিন ব্যবহৃত হয়?
এসি জেনারেটর
ডিসি জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
ডিসি শান্ট জেনারেটর
Explanation :
CPGCBL যে মন্ত্রণালয়ের অধীন, সে মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
নসরুল হামিদ
জুনায়েদ আহমেদ
মাহফুজুর রহমান মিতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Explanation :
কোন পাওয়ার প্ল্যান্টের জ্বালানী খরচ সবচেয়ে কম?
ডিজেল
নিউক্লিয়ার
প্রাকৃতিক গ্যাস
হাইড্রোইলেকট্রিক
Explanation :
রামপাল মৈত্রী থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
বিদ্যুৎ কেন্দ্রে নিজস্ব বিদ্যুৎ ব্যবহারের জন্য কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়?
unit
potential
current
auxiliary
Explanation :
2 feet: 4 yards = ?
1:8
1:7
1:6
1:5
Explanation :
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হবে-
৯০০
৪৫
১৫০
৬০০
Explanation :
দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পর পর বাজলে কত সময় পর তারা একত্রে বাজবে?
৫ ঘন্টা
৮ ঘন্টা
১২ ঘন্টা
২৪ ঘন্টা
Explanation :
১২টি আম, ১৬টি লিচু। এবং ২৪টি কলা সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
২
8
৩
৬
Explanation :
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে বর্তমানে পুত্রের
বয়স কত?
১২ বছর
১৫ বছর
১৭ বছর
২০ বছর
Explanation :
এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?
৯
১৮
৩৬
১০০
Explanation :
x – y = 2 এবং x²- y² = 16 হলে, x এর মান কত?
5
7
8
12
Explanation :
যদি m ও n এর গড় ৫০ এবং p ও ৭ এর গড় ৭০ হয়, তবে m, n, p, q এর গড়ব কত হবে?
৫৫
৬০
৬৫
৭০
Explanation :
কোনো আসল ৫ বছরে সুরল সুদে বৃদ্ধি পেয়ে ১০,০০০ টাকা এবং ১০ বছরে বৃদ্ধি পেয়ে ১২,০০০ টাকা হবে?
৫০০০ টাকা
৬,৫০০ টাকা
৮,০০০ টাকা
৯,৫০০ টাকা
Explanation :
১০০ টাকায় ১২টি কলা ক্রয় করে, ১২০ টাকায় ১০টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Bangladesh Data Center Company Limited-BDCCL Sub Assistant Engineer Exam Question Solution
Post Name: Sub Assistant Engineer Date: 14-10-2022 Department: Electrical, Civil, Mechanical, Power and Networking Venue: BUET, Time: 1 Hour Non-Department – 20 Mark and Department Written – 80 Marks
কোনো আসল ৫ বছরে সুরল সুদে বৃদ্ধি পেয়ে ১০,০০০ টাকা এবং ১০ বছরে বৃদ্ধি পেয়ে ১২,০০০ টাকা হবে?
৫০০০ টাকা
৬,৫০০ টাকা
৮,০০০ টাকা
৯,৫০০ টাকা
Explanation :
একজন ব্যবসায়ী ১০০ টাকায় ১২টি কলা ক্রয় করে এবং ১০টি কলা ১২০ টাকায় বিক্রয় করে। ব্যবসায়ীর মুনাফা কত?
80%
88%
৪৬%
৪৮%
Explanation :
একটি পরীক্ষায় ৫২% শিক্ষার্থী বাংলায় এবং ৪২% শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়। উভয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী ১৭% হলে উভয় বিষয়ে কৃতকার্য শিক্ষার্থী কত?
২৩
২৭
২৮
৩৩
Explanation :
কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য ৬০% বৃদ্ধি পেলে প্রস্থ কত কমালে ক্ষেত্রফল একই থাকবে?