Dhaka Mass Transit Company Limited – DMTCL Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 23-12-2022 Department: Electrical, Computer, Mechanical and Civil Technology, Materials and Meteorological Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 20, Metro Rail MCQ – 5 Marks and Written – 65 Marks
ছায়ানট কত সাল থেকে বাংলা বর্ষবরণ উদযাপন শুরু করে?
১৯৬৫
১৯৬৭
১৯৭৭
১৯৫২
Explanation: ছায়ানট একটি সাংস্কৃতিক সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে নিয়মিত পহেলা বৈশাখ আয়োজন করে আসছে।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
Explanation: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার- সীতাকোট বিহার। সীতাকোট বিহার বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার। এটি ৬ষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়।
Explanation: সংবিধানের ১ নং অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ (The People’s Republic of Bangladesh) নামে পরিচিত হইবে।
She told me his name after he _____.
left
had left
has left
has been leaving
Explanation: অতীত কালের দুটি কাজ after দ্বারা যুক্ত হলে after এর পূর্বে past indefinite tense হবে এবং after এর পরে past perfect tense হবে। যেমন- 1) I came home after the rain had stopped. 2) The doctor came after the patient had died.
Change the voice of “One should keep one’s promise”.
One’s promise should be kept
A promise should be kept.
One’s promise should be kept by one.
Promise should be kept
Explanation: One, Nobody, No one, Everyone, Everybody, Somebody ইত্যাদি Indefinite pronoun যুক্ত active voice থেকে passive voice এ রূপান্তরের সময় Indefinite pronoun গুলো উঠে যায়। যেমন-
Active: One should keep one’s promise.
Passive: A promise should be kept.
Active: Nobody knows him here.
Passive: He is not known here.
Salina ______ slender had mastered the art.
was
being
be
is
Explanation: being
“He acted on my advice” The complex form of the sentence is-
I advised him and he acted.
I advised him that he acted.
He acted according to my advis
He acted as I advised him.
Explanation: Simple sentence থেকে complex পরিবর্তন as/since/when/after/before ইত্যাদি যুক্ত হয়।
A rolling stone gather no moss. What ‘rolling’ is?
Gerund
Verbal noun
Participle
adjective
Explanation: যখন verb এর সাথে ing যুক্ত হয়ে verb ও adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।
He insisted ______ there.
on my going
is to go
over going
to go
Explanation: Insist on/upon- জিদ করা, পীড়াপীড়ি করা। He insisted on my going there.- তিনি আমাকে সেখানে যাওয়ার জন্য পীড়াপীড়ি বা জিদ করলো।
A phrase ‘Achilles heel’ means-
A strong point
A week point
A serious idea
A permanent solution
Explanation: ‘Achilles heel’ means- a week point, the fault which is small but can cause a person’s fall. (কোন ব্যক্তির ছোটখাটো দুর্বলতা যা তার পতন বা ধ্বংসের কারণ হতে পারে।).
The family doesn’t fell _____ going out this season.
in
on
like
of
Explanation: ইচ্ছে করা বা কিছু করতে চাওয়া বুঝাতে feel like ব্যবহৃত হয় এবং feel like এর পর verb এর সাথে ing যুক্ত হয়। যেমন- 1) Do you feel like taking a walk?- তোমার কি হাঁটতে ইচ্ছা করছে? 2) The family doesn’t fell like going out this season.- পরিবারটি এই মৌসুমে বাইরে বের হতে চাচ্ছে না। আবার অনুরূপ/মতো অর্থে like ব্যবহৃত হয়। যেমন- She looks like her mother.-সে দেখতে তার মায়ের মত।
I looked forward _____ you.
to help
to helping
help
helping to
Explanation: With a view to, look forward to, accustomed to, addicted to, close to, commited to, objection to ইত্যাদির পরে verb থাকলে verb এর সাথে ing যুক্ত হয়। আবার অধীর আগ্রহে বা সাগ্রহে প্রতীক্ষা অর্থে look forward to + verb+ing ব্যবহৃত হয়। যেমন- I look forward to helping from you. আমি তোমার সাহায্যের প্রতীক্ষায় আছি’।
Which word is similar to ‘appal’?
deceive
confuse
dismay
solicit
Explanation: Appal – শঙ্কিত, ভীত, হুমকি দেওয়া, আতঙ্কিত করা। Appal এর সমার্থক শব্দ হলো dismay, panic, fear, horrify, scare, blackmail, amaze, disconcert, intimidate etc.
শাহবাগস্থ বর্তমান চারুকলা অনুষদ ভবনের (Faculty of Fine Arts) এর স্থপতি কে?
মাজহারুল ইসলাম
জয়নুল আবেদিন
মাজহারুল আনোয়ার
কামরুল হাসান
Explanation: চারুকলা অনুষদ ১৯৪৮ সালে ‘গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট’ নামে যাত্রা শুরু করে। এটির প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ ছিলেন- শিল্পাচার্য জয়নুল আবেদিন। পরবর্তীতে ১৯৫৬ সালে শাহবাগস্থ বর্তমান ভবনে স্থানান্তরিত করা হয় যার স্থপতি ছিলেন মাজহারুল ইসলাম।
বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে?
বনানী চৌধুরী
নাজমিন আরা সুলতানা
কানিজ ফাতেমা রোখসানা
নভেরা আহমেদ
Explanation: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোখসানা।
Post Name: Probationary Engineer Date: 30-12-2022 Department: EEE, ME, ChE Venue: BUET Non-Department – 20 Mark MCQ and Department Written – 55 Marks
ব্যাটসম্যান থেকে বাউন্ডারির দূরত্ব 40 মিটার হলে, সর্বনিম্ন কত বেগে বলকে আঘাত করলে বাউন্ডারি অতিক্রম (ছক্কা হবে) করবে?
28 m/s
20 m/s
22 m/s
18 m/s
Explanation: 20 m/s
What is a funny poem of five lines called?
Quartet
Limerick
Sixtet
haiku
Explanation: A funny or humorous poem of five lines is called Limerick. অর্থাৎ পাঁচ লাইনের হাস্য-রসাত্মক কবিতাকে লিমেরিক বলে। (what is limerick?- a form of light verse).
A square of side 1m is pushed to make a rhombus. If rhombus has one diagonal as 1m, what is the other diagonal?
0.5m
1m
2m
4m
Explanation: The other diagonal is 2m.
Volume of a cube and a rectangular solid are equal. The length of an edge of the cube is 2m. If rectangular has length and width as 4m and 2m, then what is the height of the rectangular?
0.5m
1m
4m
2m
Explanation: The height of the rectangular 1m.
Wher will the Football world cup be held in 2026?
South America
Asia
Africa
North America
Explanation: ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা) তে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
Ukraine Zelensky is presently President Volodymyr ____ ages.
42
44
45
48
Explanation: President Volodymyr Zelensky ইউক্রেনের ক্রিভি রিহতে ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স ৪৫ বছর।
Prime minister Sheikh Hasina was born in-
1945
1948
1947
1946
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
In the given number, find 2, 16, 54,….?
64
128
100
80
Explanation: 128 ( 2n ^ 3 আকারে বৃদ্ধি পাইছে)
How much prize money did Argentina win for winning the football world cup in 2022?
45 Million USD
42 Million USD
50 Million USD
53 Million USD
Explanation: কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি নির্ধারণ ছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে আর্জেন্টিনা ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। এছাড়া রানার্স আপ দলের প্রাইজ মানি ছিল- ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
Who was the first hat-tricks in Football World Cup final?
Kylian Mbappe
Lionel Messi
Geoff Hurst
Pele
Explanation: ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের
জিওফ্রে চার্লস হার্স্ট জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন। এটিই ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফুটবল- ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এই কীর্তি গড়েন কিলিয়ান এমবাপে। এছাড়া যুক্তরাষ্ট্রের বার্ট পেটুনুয়েড (Bert Patenaude) প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাট্রিক করেন।
“The teacher made him go outside of the class. “The passive voice of the sentence is-
He was turned out of the class by the teacher.
He was made to go outside of the class by the teacher.
He had to go outside of the class made by the teacher.
He was made outside of the class by the teacher.
Explanation: make, help, see, hear ইত্যাদি verb যুক্ত active voice থেকে passive voice এ রূপান্তর করতে হলে make, help, see, hear ইত্যাদি verb এর past participle + to বসে। অর্থাৎ এই verb এর পরে 10 বসে এবং বাকি নিয়ম voice এর সাধারণ নিয়ম অনুযায়ী হবে। যেমন-
Active: You made him cook rice.
Passive: He was made to cook rice.
Active: I saw him go.
Passive: He was seen to go by me.
Active: He heard her sing.
Passive: She was heard to sing by him.
“He acted on my advice” The complex form of this sentence is-
I advised him and he acted.
I advised him that he acted.
He acted according to my advis.
He acted as I advised him.
Explanation: Simple sentence থেকে complex sentence এ করতে পরিবর্তন as/since/when/after/before ইত্যাদি যুক্ত হয়।
His activities are disgraceful country.
to
on
for
of
Explanation: Disgrace to- অসম্মান, কলঙ্ক। His activities are disgraceful to country.- তাঁর অংশগ্রহণ দেশের জন্য অসম্মান।
The synonym of the word ’embellish’ is-
decrease
adorn
lessen
deface
Explanation: Embellish অলঙ্কৃত করা, সুশোভিত করা, সজ্জিত করা, সাজান। Embellish এর সমার্থক শব্দ হলো adorn, decorate, beautify, enhance, furnish, make up etc.
‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
আবু রুশদ
শওকত ওসমান
আহসান হাবীব
আবুল ফজল
Explanation: ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমানের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস হলো- নেকড়ে অরণ্য, জলাঙ্গী, দুই সৈনিক।
‘দৃষ্টান্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃষ্টি + অন্ত
দৃষ্টি + আন্ত
দৃষ্টি + আনন্ত
দৃষ্টি + অনন্ত
Explanation: দৃষ্টান্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- দৃষ্টি + অন্ত।
Bangladesh Petroleum Exploration & Production Company Limited-BAPEX Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 20-01-2023 ( 09:00 AM to 10:00 PM) Department: EEE, CSE, CE, ME, PE, ChE, EE Venue: BUET, Time: 1 Hour Non-Department – 36 Mark and Department Written – 24 Marks
Antonym of ‘passionate’ is –
calm
arrogant
sure
fervent
Explanation: Passionate অর্থ উৎসাহী, কামুক, ক্রোধশীল, ব্যাকুল। Passionate বিপরীত শব্দ হলো calm, peaceful, sober, stable, serene. (শান্ত, স্থির, অবিচল, অব্যাকুল, প্রশান্ত)।
Synonym of ‘sincere’ is –
kind
candid
rude
impertinent
Explanation: Sincere – আন্তরিক, অমায়িক, খাঁটি, অকপট। Sincere এর সমার্থক শব্দ হলো candid, genuine, honest, forthright.
Nobody _____ she protested ______ wrong policy.
but, against
like, against
against, but
but, like
Explanation: But ও against শব্দ দুটি উপরের বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। but- ব্যতীত, ছাড়া ও against- বিরুদ্ধে। Nobody but she protested against wrong policy.- তিনি ছাড়া আর কেউ ভুলনীতির বিরুদ্ধে প্রতিবাদ করেননি।
Idiom of Phrase ‘The truth will prevail_________’?
in the long run
in the short term
at last
at the end
Explanation: in the long run
Two pipes A and B can fill a tank in 36 min and 45 min respectively. Pipe C can empty it in 30 min, A and B are opened and after 7 min, C is also opened. In how many minutes will the tank be full?
49 minutes
47 minutes
46 minutes
39 minutes
Explanation: The tank will be full in 46 minutes.
How many countries have won the FIFA World cup?
9
7
8
6
Explanation: এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে মোট ৮টি দেশ। ব্রাজিল-৫ বার, জার্মানি-৪ বার, ইতালি-৪ বার, আর্জেন্টিনা -৩ বার, উরুগুয়ে-২ বার, ফ্রান্স-২ বার, ইংল্যান্ড-১ বার, স্পেন-১ বার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়- উরুগুয়ে ও ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপের চ্যম্পিয়ন হয়- আর্জেন্টিনা।
সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
জকিগঞ্জ
ইলিশা- ১
মৌলভীবাজার
শাহবাজপুর
Explanation: বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি হলো- ভোলার ইলিশা- ১ কূপ, যা বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র। নতুন এই কূপে মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা যাবে। সেই হিসাবে ২৫ থেকে ২৬ বছর গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে।
If\; x+1/3=3,\; then\; x^3+1/x^3=?
19
81
712
438
Explanation: 19
She speaks as if she ________ everything
has known
had known
will know
knew
Explanation: As if (যেন) যুক্ত বাক্যের পূর্বের অংশ present indefinite tense হলে পরের অংশ হবে past indefinite tense এবং be verb থাকলে সর্বদা were হয়। যেমন- 1) She speaks as if she knew everything.- সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। 2) He walks as if he were lame.- সে এমনভাবে হাঁটতেছে যেন খোঁড়া। আবার As if যুক্ত বাক্যের পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ হবে past perfect tense. যেমন- He talked as if he had known everything.
The ratio of a father’s age to his son’s age is 4:1. The product of their ages is 196. What is the ratio of their ages after 5 years?
11:4
5:3
3:8
6:7
Explanation: The ratio of their ages after 5 years is 11:4.
From the salary of a worker, 10% is deducted as house rent, 15% of the rest he spends on children’s education and 10% of the balance he spends on clothes. Now, he is left with Tk. 1377. His salary is
2000
2040
2100
2200
Explanation: His salary is 2000.
What number must be added to each term of the ratio 9:16 to more the ratio 2:3?
1
5
2
3
Explanation: The number must be added to each term of the ratio is 5.
If the average (arithmetic mean) of 5, 9, k and m is 12, what is the average of k+7 and m?
20.5
21.5
14
17
Explanation: 20.5
চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি?
বিজু
ওয়ানগালা
সান্দ্রে
সাংগ্রাই
Explanation: চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিজু।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কোন ক্লাব থেকে সৌদি আরবে গেছেন?
রিয়ালমাদ্রিদ
বার্সোলোনা
ম্যানচেস্টার ইউনাইটেড
জুভেন্টাস
Explanation: পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৩০ ডিসেম্বর, ২০২২ সালে সৌদি ক্লাব আল নসরে যোগ দেন। বছরে বেতন-ভাতা বাবদ ২০ কোটি ইউরোতে ২০২৫ সাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকার সাথে চুক্তি করে আল নাসরে।
Pope Benedict xvi was born in which country?
France
Germany
Italy
Argentina
Explanation: পোপ ষোড়শ বেনেডিক্ট ১৬ এপ্রিল, ১৯২৭ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন ও ৩১ ডিসেম্বর, ২০২২ সালে ভ্যাটিকান সিটিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।
নিচের কোন প্রতিষ্ঠান crude oil আমদানী করে?
বাপেক্স
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
পেট্রোবাংলা
ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড
Explanation: দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন, বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং পেট্রোলিয়াম তেল লুব্রিকেন্ট ব্যবসায়ের অবকাঠামোগত সুবিধাদি উন্নয়ন/প্রতিষ্ঠার জন্য নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা। প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে গঠিত হয় ও কার্যক্রম শুরু করে ১৯৭৭ সাল হতে।
নিচের কোনটি বাপেক্স এর কাজ নয়?
নতুন তেল, গ্যাস অনুসন্ধান করা
জ্বালানি খাতে নতুন নতুন আবিষ্কার করা
গ্যাস উত্তোলন করা
গ্রাহক পর্যায়ে গ্যাস পৌছায় দেওয়া
Explanation: বাংলাদেশে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানকারী একমাত্র প্রতিষ্ঠান হলো BAPEX. বাপেক্স অনুসন্ধান, আবিষ্কার ও উত্তোলন পর্যন্ত করে থাকে। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা- ১ কূপ আবিষ্কার করেন বাপেক্স।
বাংলাদেশ নিচের কোন দেশে গ্যাস রপ্তানী করে?
মিয়ানমার
যুক্তরাষ্ট্র
ভারত
কোনটিই নয়
Explanation: সৌদি আরব, কাতার থেকে গ্যাস আমদানি করে বাংলাদেশ পরিশোধন করে ভারতে রপ্তানী করছে। ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে গ্যাস পৌঁছে দিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ায় বাংলাদেশের কাছ থেকে গ্যাস নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা হয়। ওই সমঝোতা অনুসারে বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা, বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করছে 15 ইন্ডিয়ান। অয়েল করপোরেশন। (সূত্র: বাংলা ট্রিবিউন, ২০৮/০৬/২০২২ তারিখের সংবাদ)।
সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কোন খাতে?
বিদ্যুৎ উৎপাদনে
শিল্প খাতে
কৃষি খাতে
গৃহস্থলি খাতে
Explanation: প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৪৭% ভাগ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন করা হয়।
মেট্রোরেল জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয় কখন?
২৮ ডিসেম্বর, ২০২২
২৯ ডিসেম্বর, ২০২২
৩১ ডিসেম্বর, ২০২২১
২১ জানুয়ারি, ২০২৩
Explanation: ২০২২ সালের ডিসেম্বরের ২৮ তারিখে মেট্রোরেল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিনই মেট্রোরেল যাত্রা শুরু করে। মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম নারী চালক- মরিয়ম আফিজা। মেট্রোরেল জনসাধারনের জন্য উন্মুক্ত করা- ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
পেলে কত বছর বয়সে মারা যান?
৮৩
৮০
৮২
৮৬
Explanation: পেলে ২৩ অক্টোবর, ১৯৪০ সালে ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন ও ২৯ ডিসেম্বর, ২০২২ সালে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানা হয়। ব্রাজিলে তিনি ‘কালো মানিক’ হিসেবে খ্যাত। পেলে বিশ্বকাপে চারবার অংশগ্রহণ করেন (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) যার মধ্যে তিনবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
নিচের কোন বংশ প্রায় ৪০০ বছর রাজত্ব করে?
মৌর্য
গুপ্ত
পাল
সেন
Explanation: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে- পাল বংশ। তারা প্রায় ৪০০ বছর রাজত্ব করে। পাল বংশের প্রতিষ্ঠাতা- রাজা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল। তিনি সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা। পাল বংশের সর্বশেষ রাজা- মদনপাল।
নিচের কোন কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন/ উত্তোলন করে?
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড
Explanation: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড
ব্যাখ্যায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। এটি দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ২০.২% গ্যাস উৎপাদন করে। বর্তমানে বিজিএফসিএল এর আওতায় ০৬ (ছয়)টি গ্যাস ফিল্ড আছে। যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা রয়েছে। এ ০৬ (ছয়) টি গ্যাসক্ষেত্রের মধ্যে ০৫ (পাঁচ)টি অর্থাৎ তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র বর্তমানে উৎপাদনে আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রণ করেছেন?
১ মার্চ, ১৯১৯
১৭ মার্চ, ১৯২০
১৪ আগস্ট, ১৯৪৭
২১ জুন, ১৯৪১
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ, ১৯২০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস। গোপালগঞ্জ জেলা মধুমতী নদীর তীরে অবস্থিত।
১৭ এপ্রিল, ১৯৭১ সনে অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান কে?
তাজউদ্দীন আহমেদ
মোহাম্মদ ইউসুফ আলী
আব্দুল মান্নান
সৈয়দ নজরুল ইসলাম
Explanation: মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- আব্দুল মান্নান ও অধ্যাপক এম ইউসুফ আলী। অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন- অধ্যাপক এম ইউসুফ আলী।
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?
প্রত্যয়
বিস্ময়
নির্ভর
দ্বিধা
Explanation: ‘সংশয়’ এর বিপরীত শব্দ প্রত্যয়।
Who is the president of Brazil?
Lula da Silva
Jair Bolsonaro
Pedro I John
Fernando
Explanation: ব্রাজিলের সদ্য বিদায়ী প্রেসিডেন্টের নাম হলো- Jair Bolsonaro ও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো- Lula da Silva তিনি ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ও দায়িত্ব গ্রহণ করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।
‘যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে?
ডাকাবুকা
তুলশী বনের বাঘ
তামার বিষয়
ঢাকের বাঁয়া
Explanation: ‘যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে হবে ঢাকের বাঁয়া।
বিভক্তিহীন নাম শব্দকে বলে-
প্রাতিপদিক
সাধিত পদ
নামপদ
ক্রিয়াপদ
Explanation: প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়। নাম পদের মূল অংশকে বলে নাম প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। অর্থাৎ যেসকল নাম শব্দ বা বিশেষ্যের সাথে বিভক্তি যুক্ত থাকে না তাকে প্রাতিপদিক বলে। যেমন- মা, গাছ, মধু, পা, বই, লাঙ্গল ইত্যাদি।
কোনটি তদ্ভব শব্দ?
চাঁদ
সূর্য
নক্ষত্র
গগণ
Explanation: তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সে সব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন- চাঁদ, হাত, আকাশ, বাতাস, পাখি, মা, দুধ, নাক, কান, সাপ, ভিটা ইত্যাদি।
কোনটি পর্তুগিজ শব্দ?
বোতাম
বাবুর্চি
রেস্তোরা
তুরুপতা
Explanation: ‘বোতাম’ শব্দটি পর্তুগিজ শব্দ। বাবুর্চি হচ্ছে তুর্কি শব্দ, রেস্তোরাঁ শব্দটি ফরাসি ও তুরুপ হচ্ছে ওলন্দাজ বা ডাচ শব্দ। আরো কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ হলো- গুদাম, বালতি, পেয়ারা, আনারস, আলমারি, ইস্পাত, পাউরুটি, চাবি, আলকাতরা, জানালা, আলপিন, বারান্দা, গির্জা, পাদ্রি, যিশু, পেঁপে, গুদাম ইত্যাদি।
‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে?
বন্ধ্যা
উষর
অনির্ভর
পতিত
Explanation: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এই বাক্যের এক কথায় প্রকাশ ‘উষর’।
Cox’s Bazar Development Authority-COXDA Sub Assistance Engineer Exam Question Solution
Post Name: Sub Assistance Engineer Date: 10-02-2023 Department: ME, EEE, CSE, CE Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 50 Mark and Department Written – 30 Marks
একজন সার্ভেয়র একটি পাহাড়ের উচ্চতা (AB) নির্ণয় করবেন, তিনি এর পাদদেশ B থেকে ভূমির উপর C বিন্দুতে অবস্থান করে পরিমাপ করলেন, BC = 1732m, ∠ACB = 30 degree , পাহাড়ের উচ্চতা AB =?
1732m
866m
1km
2km
Explanation: 1km
I look forward_______you.
to see
to hearing from
meeting
to come
Explanation: With a view to, look forward to, accustomed to, addicted to, close to, commited to, objection to ইত্যাদির পরে verb থাকলে verb এর সাথে ing যুক্ত হয়। আবার অধীর আগ্রহে বা সাগ্রহে প্রতীক্ষা অর্থে look forward to + verb+ing ব্যবহৃত হয়। যেমন- I look forward to hearing from you. তোমার মুখে শুনার প্রতীক্ষায় আছি’।
Nobody_____Alice knew the way.
that
without
beside
but
Explanation: Nobody but Alice knew the way. – উপায়টি এলিস ছাড়া আর কেউ জানতো না। এখানে ‘but’ শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে যার মানে হলো expect (ব্যতীত), ছাড়া। এরূপ আরো দুইটি বাক্য হলো- 1) Nobody but Alam knew the matter. 2) Nobody but you know the truth.
To stay healthy, we must plan to have a balanced
drink
outlook
diet
figure
Explanation: শূন্যস্থানে diet বসালে বাক্যটির অর্থ দাঁড়ায় ‘সুস্থ থাকার জন্য, আমাদের অবশ্যই ভারসাম্যযুক্ত খাদ্যগ্রহণের পরিকল্পনা করতে হবে’।
Which one is the correct passive form of ‘Open the door’?
Let the door be opened.
The door must be opened
The door should be opened
Let the door be opened by you.
Explanation: মূল verb দ্বারা শুরু হওয়া imperative sentence এর passive structure হলো: Let + objective + be + verb এর past participle. যেমন-1) Active: Do the work. Passive: Let the work be done. 2) Active: Open the window. Passive: Let the window be opened.
বাংলা ভাষার বয়স কত?
প্রায় ১০০০ বছর
প্রায় ২৭০০ বছর
প্রায় ২০০০ বছর
প্রায় ২৫০০ বছর
Explanation: বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী- বাক্যেই তো জীবস্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।” চলিত ভাষায় এ বাক্যে ভুল কয়টি?
৭টি
৮টি
৯টি
১০টি
Explanation: উপরের চলিত ভাষার বাক্যটিতে মোট ৭টি ভুল আছে।
একটি বলের আনুভূমিক উপাংশ ৪ নিউটন এবং উলম্ব উপাংশ 6 নিউটন লব্ধি কত?
2 N
8 N
4 N
10 N
Explanation: 10 N
“টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ যাত্রা করেছিলাম, অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না” বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
২টি
৩টি
৪টি
৫টি
Explanation: উপরের বাক্যটিতে ভুলের সংখ্যা ৩টি।
“পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
সম্প্রদানে সপ্তমী
Explanation: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অচর্না, সাহায্য ইত্যাদি
করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নই, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন- ভিখারিখে ভিক্ষা দাও। এখানে ‘ভিখারি’ হছে সম্প্রদান কারক। চেনার উপায়: কাকে দান করা হল, যে উত্তর পাওয়া যায় তাই সম্প্রদান কারক। “পলাতক দাসে দাও স্বাধীনতা” এখানে যদি প্রশ্ন করা হয় কাকে স্বাধীনতা দেওয়া হয়েছে উত্তরে আসবে ‘দাসে’ কে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং ‘দাসে’ শব্দটি সম্প্রদান কারক। আবার’ দাস+এ দাসে’ অর্থাৎ ‘এ’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই ‘দাসে’ শব্দটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। যে সকল শব্দের শেষে ‘এ, য়, তে’ যুক্ত হয় তাকে সপ্তমী বিভক্তি বলে।
হারামণি কি?
প্রাচীন সাহিত্য
প্রাচীন লোকগীতি
উচ্চাঙ্গ সংগীত
পুঁথি
Explanation: হারামণি’ হচ্ছে বিখ্যাত প্রাচীন লোকগীতি। ‘হারামণি’র সম্পাদক মুহম্মদ মুনসুর উদ্দিন। এটি মোট ১৩টি খণ্ডে বিভক্ত।
কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন?
আয়না
পথে হল দেরী
ধ্রুব
রক্তকরবী
Explanation: কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র ‘ধ্রুব’। ‘ধূপছায়া’ হলো কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র। নজরুলের মোট উপন্যাস তিনটি। যথা- বাঁধনহারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
‘সমীর’ শব্দের অর্থ কি?
বাতাস
কুয়াশা
মেঘ
সমুদ্রার
Explanation: ‘সমীর’ শব্দের অর্থ ‘বাতাস’। ‘বাতাস’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো- বায়ু, অনিল, পবন, সমীরণ, মরুৎ, মারুত, হাওয়া, গন্ধবহ, জদদ্বল, বাত ইত্যাদি।
শুদ্ধ বানান কোনটি? সিনজানানতার
মূমুর্ষু
মুমূর্ষু
মুমূর্ষু
মুমুষ
Explanation: ‘মুমূর্ষু বানানটি সঠিক। আরো কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হলো নিরীহ, দূরীভূত, সমীচীন, ব্যাকুল, ব্যতীত, আকাঙ্ক্ষা, শিরশ্ছেদ, সংশপ্তক, শ্বশুর, শাশুড়ি, মুহুর্মুহু, মুহূর্ত, কুসংস্কার, ন্যূনতম, প্রণয়িনী।
“হাঁসুলি বাকের উপকথা” কার লিখা?
তারাশংকর বন্দোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
জহির রায়হান
অদ্বৈতমল্ল বর্মণ
Explanation: হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য উপন্যাস হলো- একটি কালো মেয়ের কথা, সুতপার তপস্যা, ধাত্রীদেবতা,
‘দহন’ শব্দের বিশেষণ কোনটি?
দাহ্য
দগ্ধ
দহনকারী
দহনীয়
Explanation: দহন’ একটি বিশেষ্য পদ যার বিশেষণ হলো ‘দহনীয়’।
বিশ্ব পরিবেশ দিবস কবে?
৫ জুন
১০ ডিসেম্বর
২২ মার্চ
২ ফেব্রুয়ারি
Explanation: বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
চীন
ভারত
যুক্তরাষ্ট্র
রাশিয়া
Explanation: গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন কিন্তু রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া ও আমদানিতে শীর্ষ দেশ- মিশর।
নিচের কোন সংস্থাটি মানব উন্নয়নে কাজ করে?
DTCD
UNFPA
UNEP
UNDP
Explanation:
বিভিন্নখাতে ঋণ দেয় কোন সংস্থা?
IMF
JICA
IFC
IBRD
Explanation: International Monetary Fund (IMF) ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৪৫ সালে কার্যক্রম শুরু করে ও ১৯৪৭ সাল হতে লেনদেন শুরু করে। এই সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১০ মে, ১৯৭২ সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
IFC নিচের কোনটির অঙ্গসংস্থা?
FBI
World Bank
UNICEF
UNDP
Explanation: International Finance Corporation (IFC) প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই, ১৯৫৬ সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এটি বিশ্ব ব্যাংকের একটি অঙ্গসংস্থা।
WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন
জেনেভা
ভিয়েনা
নিউইয়র্ক
Explanation: World Health Organization (WHO) প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড ও ‘হু’ এর বর্তমান মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসুস।
নিচের কোনটি জাতিসংঘের স্থায়ী সদস্য নয়?
চীন
ফ্রান্স
রাশিয়া
জার্মানি
Explanation: জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ নয় জার্মানি। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভেলি। জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
BBC রেডিও কোন দেশের সংবাদ সংস্থা?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
রাশিয়া
Explanation: BBC রেডিও যুক্তরাজ্যের একটি সংবাদ সংস্থা। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় ৩১ ডিসেম্বর ২০২২ সালে। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার শুরু করে ১১ অক্টোবর, ১৯৪১ সাল থেকে।
কমনওয়েলথভুক্ত দেশ নয় কোনটি?
ব্রাজিল
দক্ষিণ আফ্রিকা
মালয়েশয়া
অস্ট্রেলিয়া
Explanation: কমনওয়েলথভুক্ত দেশ নয় ব্রাজিল। কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ ৫৬টি। সর্বশেষ সদস্য দেশ টোগো। কমনওয়েলথ এর ২৭ তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালে ‘সামোয়া’তে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশকে পোলিও মুক্ত করা হয় কবে?
২০১২
২০১৪
২০১৩
২০২২
Explanation: ২৭ মার্চ, ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার এগারোটি দেশকে পোলিও মুক্ত ঘোষণা করে।
COP-27, 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়?
দাভোস
মাদ্রিদ
জেনেভা
শারম আল শেখ, মিশর
Explanation: COP means- Conference of the parties, এটি মূলত জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। ৬-১৭ নভেম্বর, ২০২৩ সালে ‘কপ-২৮’ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
রাজশগাহী
চাঁপাইনবাবগঞ্জ
সিলেট
চট্টগ্রাম
Explanation: আম গবেষণা কেন্দ্র অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ।
বাংলাদেশের তৈরি প্রথম জাহাজ রপ্তানী হয় কোন দেশে?
ফিনল্যান্ড
ডেনমার্ক
নরওয়ে
সুইডেন
Explanation: বাংলাদেশের তৈরি প্রথম রপ্তানী হওয়া জাহাজের নাম ‘স্টেলা মেরিস’। ‘স্টেলা মেরিস’ জাহাজটি রপ্তানী করা হয় ডেনমার্কে। স্টেলা মেরিস জাহাজটি নির্মাণ করে ‘আনন্দ শিপইয়ার্ড লিমিটেড’। এটি নারায়ণগঞ্জে অবস্থিত।
KAFCO কোথায় অবস্থিত?
পাবনায়
ঘোড়াশাল
চট্টগ্রাম
নারায়ণগঞ্জ
Explanation: KAFCO means-
Karnaphuli Fertilizer Company Limited. কাফকো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলি নদী আর বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। কাফকো বাংলাদেশের একটি অন্যতম বড় ইউরিয়া সার কারখানা।
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তোরা মানুষ হ
হুলিয়া
Explanation: তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো- একাত্তরের যীশু, আগামী, সূচনা, প্রত্যাবর্তন, দূরস্ত।
দেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?
হরিপুর
নেত্রকোনা
চকোরিয়া
বরগুনা
Explanation: বাংলাদেশের নেত্রকোনা, নওগাঁ, দিনাজপুর, চট্টগ্রাম, শেরপুর, জয়পুরহাটে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
কাঠালিয়া
পতেঙ্গা
সাভার
সোনাগাজি
Explanation: বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প ফেনীর সোনাগাজির মুহুরী প্রজক্টে অবস্থিত। সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি ০.৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন।
মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?
সংশপ্তক
অপারেজয় বাংলা
স্বাধীনতার সোপান
জাগ্রত চৌরাঙ্গী
Explanation: মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্য ‘জাগ্রত চৌরাঙ্গী’। ভাস্কযটি চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। ভাস্কর্যের ভাস্কর হলেন- আব্দুর রাজ্জাক।
বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি কোনটি?
রাখাইন
মারমা
পাঙন
খিয়াং
Explanation: বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি ‘পাঙন’। পাঙনদের আবাসস্থল মৌলভীবাজারে। পাঙনরা কথা বলে ‘মৈ তৈ মনিপুরী’দের ভাষায়। পাঙন উপজাতির পরিবার ‘পিতৃতান্ত্রিক’। বাংলাদেশের বৃহত্তর উপজাতি গোষ্ঠী- চাকমা ও দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী- মারমা বা মগ।
যদি √2 cos A = cos B + cos³ B এবং √2sinA = sin B – sin³ B হয়, sin(A-B) কত?
±1/2
±1/3
1/3
-1/3
Explanation: ±1/3
একটি সরলরেখা (0,0) ও (-1,-1) বিন্দু দিয়ে অতিক্রম করে। এটি y-অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
1
0
45
90
Explanation: 45
তাপের প্রভাবে 1 টি বৃত্তাকার প্লেট এর ব্যাসার্ধ প্রসারিত হওয়ার হার 0.01cm/সেকেন্ড। যখন এর ব্যাসার্ধ 2cm তখন এর ক্ষেত্রফল প্রসারিত হওয়ার হার কত?
0.125c m^2/sec
0.01c m^2/sec
3.14c m^2/sec
2c m^2/sec
Explanation: 0.125c m^2/sec
একটি নৌকা স্রোতের অনুকূলে 7 ঘন্টায় 63 km দূরত্ব অতিক্রম করে, কিন্তু প্রতিকূলে ঐ একই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায়-
1km
8km
7.5km
9km
Explanation: 1km
a, b, c তিনটি ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
আয়তাকার একটি পানির হাউজের প্রস্থ ও উচ্চতা সমান, তবে দৈর্ঘ্য প্রন্থের দ্বিগুণ, এটি ১৬২০০০ লিটার পানি দিয়ে পূর্ণ হয়, এর দৈর্ঘ্য কত?
2m
3m
6m
8.654m
Explanation: আয়তাকার পানির হাউজের দৈর্ঘ্য = 8.654m
5.73 cm ব্যাসের একটি বৃত্তের পরিধি ও একটি সমবাহু ত্রিভুজের পরিধি সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত
বর্গ সে.মি.?
3√3
4√3
6√3
9√3
Explanation: 9√3
As the sun_______.I decided to go out.
was shining
shine
has shone
shines
Explanation: Main/Principle Clause এর verb টি past tense এ থাকলে sub-ordinate clause এর verb টিও past tense এ হবে। That, when, As, If. Where, Though, Although, Unless etc. এর পরে সাধারণত sub-ordinate clause বসে। যেমন- 1) He said that he would be unable to come. 2) As the sun was shining, I decided to go out. 3) Did you buy any fruit when you went shopping?,
Which one is an adjective?
basis
base
basically
basic
Explanation: basic
Simi is taller_____Rubi.
by
than
to
for
Explanation: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণ তুলনা করার ক্ষেত্রে গুণ বা দোষটির comperative degree বসে এবং comperative degree এর পরে than বসে। ‘Simi is taller than Rubi- সিমি রুবির চেয়ে লম্বা’। ‘Easier said than done- বলা সহজ করা কঠিন’।
Zaman works there five days_______week
for
a
an
the
Explanation: শুন্যস্থানে এ বসালে বাক্যটির অর্থ দাঁড়ায় ‘জামান সেখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করে’।
The view______the open window is very pretty.
along
by
through
to
Explanation: কোন কিছুর ভেতর দিয়ে বোঝাতে through ব্যবহৃত হয়। শুন্যস্থানে through বসালে বাক্যটির অর্থ দাঁড়ায় ‘খোলা জানালার মধ্য দিয়ে দৃশ্যটি খুব চমৎকার লাগে’।
Maria is interested______music.
for
at
in
with
Explanation: Interested in কোন কিছুতে আগ্রহী। শুন্যস্থানে in বসালে বাক্যটির অর্থ দাঁড়ায় ‘মারিয়া সঙ্গীতে আগ্রহী’।
‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ + অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীয়
দৃশ + নীয়
Explanation: স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। ‘দর্শনীয়’ শব্দটি স্বরস্বন্ধির উদাহরণ যার সন্ধি বিচ্ছেদ ‘দৃশ + অনীয়’। আরো কিছু স্বরস্বন্ধির উদাহরণ হলো- রত্ন+আকর রত্নাকর, শশ+অঙ্ক শশাঙ্ক, দ্বীপ+অয়ন = দ্বৈপায়ন, জন+এক জনৈক, ক্ষুধা-ঋত = ক্ষুধার্ত, উপরি+উপরি উপর্যুক্ত, পাগল+আমি = পাগলামি, পুর+অধ্যক্ষ পুরাধ্যক্ষ, প্র+উঢ়= প্রৌঢ়।
Sylhet Gas Fields Limited-SGFL Probationary Engineer Exam Question Solution
Post Name: Probationary Engineer Date: 16-06-2023 Department: EEE, CSE, CE, ME, ChE, IPE, Petrolium Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 20 Mark and Department Written – 40 Marks
‘টুপভুজঙ্গ’ শব্দের অর্থ কী?
ভন্ডসাধু
নেশাগ্রস্ত
কপটচারী
নির্লজ্জ
Explanation: ‘টুপভুজঙ্গ’ শব্দের অর্থ- নেশাগ্রস্ত।
কোনটি বিশেষণ পদ?
জীবন
জীবনী
জীবাণু
জীবিকা
Explanation: ‘জীবনী’ একটি বিশেষণ পদ যার বিশেষ্য হলো ‘জীবন’।
জাতিবাচক বিশেষ্য কোনটি?
সমাজ
পানি
মিছিল
নদী
Explanation: যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, নদী, গরু, পাখি, ছাগল, পর্বত, সাগর, ইংরেজ, গাছ, ফুল, ফল ইত্যাদি।
‘সূর্য’ এর প্রতিশব্দ
সুধাংশু
শশাংক
বিধু
আদিত্য
Explanation: জাতিবাচক বিশেষ্য কোনটি?
‘আশ্বিন মাসের পূর্ণিমা তিথি’কে কি বলে?
পূর্ণিমা তিথি
কোজাগর
শারদায়
বিশখা
Explanation: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। ‘আশ্বিন মাসের পূর্ণিমা তিথি’কে কোজাগর।
I like him because he is active. The sentence contains which clause?
Adverbial clause
Noun clause
Adjective clause
None of them
Explanation: সাধারণত Principle Clause এর কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ নির্দেশ করাকে Adverbial Clause of Reason or Cause বলে। বাক্যে এ clause গুলো সাধারণত because, as, since, that ইত্যাদি conjunction দ্বারা শুরু হয়। যেমন- 1) I like him because he is honest. b) I am happy that you have come to my house.
I tripped______the stone on the pavement.
off
over
at
on
Explanation: উপরের বাক্যের শূন্যস্থানে over বসালে বাক্যেটির অর্থ দাঁড়ায়- আমি ফুটপাতে পাথরের উপর ছিটকে গেলাম। অপশনে যদি over না থাকে সেক্ষেত্রে on বসানো যেতে পারে
Break a leg’ means-
good luck
fracture a leg
bad luck
cause an accident
Explanation: ‘Break a leg’ means- good luck
The company is looking______some energetic Engineer.
at
for
on
after
Explanation: Look for খোঁজা বা খোঁজ করা। উপরের বাক্যে Looking এর পরে for বসালে বাক্যেটির অর্থ দাঁড়ায় ‘কোম্পানী কিছু উদ্যমী প্রকৌশলী খোঁজতেছে’। Look after দেখাশুনা করা, ও Look at- তাকানো।
Which is the correctly Spelt word?
Psychiatrist pasent
Psychiatrist patient
Psychiastrist patient
Psychaistrist patient
Explanation: উপরের অপশনের মধ্যে সঠিক শব্দটি হলো, Psychiatrist patient.
যদি x / y = 7/5 এবং y / z = 5/7 হয়, তাহলে x:z কত?
35:49
35:35
25:49
49:25
Explanation: 35:35
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 3 হলে, n এর মা কত?
0
3
2
1
Explanation: n = 2
একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ৭৯ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় দ্রব্যটির জন্মমৃপ কত?
৪৮
80
৬০
৩৬
Explanation: ৪৮
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2m, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
3√3
√3
4
9√6
Explanation: √3
PQR ত্রিভুজের Q কোণের মান ৯০°, অতিভুজের দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার এবং R কোণের মান ৬০° হলে ভূমির দৈর্ঘ্য কত?
৪
৫
৭
৩
Explanation: ৪
২৩ মে, ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন পদক প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়?
স্বাধীনতা পুরস্কার
গান্ধী শান্তি পুরস্কার
জুলিও কুরি
কোনটিই নয়
Explanation: বিশ্ব শান্তি পরিষদ (WPC) ‘জুলিও কুরি শান্তি পদক’ পুরস্কার প্রদান করে। বিশ্ব শান্তি পরিষদ ১০ অক্টোবর, ১৯৭২ সালে চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় ঘোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে।
নিচের কোন দেশটি ব্রিকসের সদস্য নয়?
দক্ষিণ আফ্রিকা
তুরস্ক
চীন
রাশিয়া
Explanation: ব্রিকসের বর্তমান সদস্য দেশ-৫ট। যথা- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ব্রিকস জোটের ব্যাংকের নাম হলো- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB).
জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস কত তারিখে পালন করা হয়?
১০ জানুয়ারি
৯ আগস্ট
২৩ সেপ্টেম্বর
১৭ জানুয়ারি
Explanation: ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। পাঁচটি গ্যাসক্ষেত্র হলো- তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা। পরবর্তীতে এই গ্যাসক্ষেত্রগুলি জাতীয় জ্বালানী নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে উঠে। ২০১০ সালে থেকে সরকারিভাবে প্রতিবছর ৯ আগস্ট ‘জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস’ পালিত হয়ে আসছে।
The only foreigner to be awarded the title “Bir protic” is
W.A.S Ouderland
Simon Dring
Sam Manekshaw
Mark Tully
Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক- ডব্লিউ. এ. এস ওডারল্যান্ড। তিনি হল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন।
ঢাকা থেকে কক্সবাজার রেলসেবা কবে চালু হবে?
জানুয়ারি, ২০২৪
জুন, ২০২৩
ডিসেম্বর, ২০২৩
জুন, ২০২৪
Explanation: ঢাকা থেকে কক্সবাজার রেলসেবা চালু হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু সম্প্রতি চট্টগ্রামে প্রবল বন্যা হওয়ার কারণে নির্মাণাধীন রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়।
Bangladesh Telecommunications Company Limited-BTCL Assistant Manager(Technical) Exam Question Solution
Post Name: Assistant Manager(Technical) Date: 23-06-2023 Department: EEE & CSE Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 20 Mark and Department MCQ – 20 Marks and Department Written – 40 Marks
Freedom of speech is______right.
Democratic
Law
Birth
Fundamental
Explanation: বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের ৩৯ (২) ক অনুচ্ছেদে বাক ও ভাব অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে বলা আছে।
Which one is correct?
The cat is running before the rat.
The cat is running after the rat.
The cat is running over the rat.
The cat is running on the rat.
Explanation: Run after- তাড়া করে ধরবার চেষ্টা করা, ধাওয়া, ধরিবার জন্য ছোটা, পশ্চাদ্ধাবন করা। The cat is running after the rat. (বিড়ালটি ইদুরকে ধরার *জন্য ছুটছে)। অন্যদিকে, run on- চলতে থাকা, run over-চাপা দেওয়া।
He is working hard to
achieving
achieved
achieve
be achieved
Explanation: Infinite হচ্ছে verb এর base form. অর্থাৎ to + verb এর base form.
Plural form of Furniture is_______
Furnitures
Furnituries
Furniture
Many Furniture
Explanation: Furniture, information, machinery, advice, money, bread, equipment, baggage, traffic, knowledge, poetry, research ইত্যাদি uncountable noun এর singular ও plural একই।
Sincerity is the key_______success.
at
on
to
off
Explanation: key to একটি appropriate preposition যার অর্থ- চাবিকাঠি। Sincerity is the key to success. (আন্তরিকতা সাফল্যের চাবিকাঠি)।
Where is the headquarters of the IMF?
Geneva
Manila
New Yorkabel
Washington DC
Explanation: IMF means- International Monetary Fund. এটি ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে জন্ম হয়। আইএমএফ প্রতিষ্ঠিত ও কার্যক্রম শুরু করে ১৯৪৫ সালে। লেনদেন শুরু করে ১৯৪৭ সাল থেকে। এর সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এর সদস্য সংখ্যা ১৯০টি। বাংলাদেশ ১৯৭২ সালে আইএমএফ এর সদস্যপদ লাভ করে।
What was the Paris agreement accomplished for?
Global Terrorism
Climate Change
Poverty Alleviation
Disarmament
Explanation: কপ-২১ এর মাধ্যমে ২২ এপ্রিল, ২০১৬ সালে নিউইয়র্কে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এটি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বণ নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর উদ্দেশ্য বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করা।
ITU is related to-
Food observation
Help for poor people
Energy consumption
Smart City
Explanation: International Telecommunication Union (ITU) এটি ১৭মে, ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
Which is related to DNA?
A, C, G, T
G, U, E, T
A, B, G, T
E, T, B, T
Explanation: DNA means- Deoxyribonucleic Acid. DNA এর চারটি অণু হলো- Adenine (A), Cytosine (C), Guanine (G), and Thymine (T).
Custom শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
আইন
প্রথা
শুল্ক
রাজস্বনীতি
Explanation: Custom শব্দের পরিভাষা প্রথা।
‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন’। সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?v
চার
পাঁচ
ছয়
সাত
Explanation: সাধু ভাষার বাক্যটিতে চারটি ভুল আছে। যথা- হয়ে-হইয়া, রোগগ্রস্ত- রোগাগ্রস্ত, বিভ্রান্তমুক্ত-বিভ্রান্তিমুক্ত, যা- যাহা, খুলে- খুলিয়া।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
স্বর্ণকুমারী দেবী
রিজিয়া রহমান
Explanation: বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী ও বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী
The constitution of Bangladesh was adopted on_______November, 1972.
4th
5th
6th
8th
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে ও কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। সংবিধান দিবস ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু ও তফসিল দিয়ে শেষ।
What is the current rate of literate people in Bangladesh?
67%
74%
76%
84%
Explanation: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৬.৪% যেখানে পুরুষের সাক্ষরতার হার ৭৮.৬% ও মহিলার সাক্ষরতার হার ৭৪.২%
What is the number of seats in the Parliament of Bangladesh?
300
330
350
1370
Explanation: বাংলাদেশ সংসদের সংসদীয় আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি ও সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি। বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন- পঞ্চগড় ও ৩০০তম আসন- বান্দরবান।
What is the birth year of the current president of Shahabuddin?
1949
1950
1953
1963
Explanation: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০ ডিসেম্বর, ১৯৪৯ সালে পাবনা জেলার সদরের শিবরামপুরে জন্মগ্রণ করেন। ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম প্রবন্ধ ‘এগিয়ে যাবে বাংলাদেশ’।
Bangladesh-China Power Company Limited-BCPCL Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 24-06-2023 Department: Mechanical Engineering Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 30 Marks, Power Sector MCQ – 5 Marks and Department Written – 65 Marks
‘পরকে প্রতিপালন করে যে’ এক কথায় হবে-
পরভূত
পরভূৎ
প্রতিপালক
প্রতিপোষক
Explanation: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে।
কোন বানানটি শুদ্ধ?
অভ্যন্তরীণ
আভ্যন্তরীণ
অভ্যন্তরীন
অভ্যন্তরিণ
Explanation: শুদ্ধ বানান হচ্ছে ‘অভ্যন্তরীণ’। আরো কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হলো- দূষণীয়, নিশীথিনী, নিশীথ, মুহূর্ত, মুমূর্ষু, শারীরিক, সান্ত্বনা, উপর্যুক্ত, দীনতা, কনীনিকা, ইতোমধ্যে, দারিদ্র্য, আয়ত্ত, অভিশাপ, বাল্মীকি, প্রত্যুদগমন।
কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
কাটাচোখ
কানাকানি
ঔষধি
ঋষিকবি
Explanation: ‘যিনি বাষি তিনি কবি- ঋষিকবি’ এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ।
‘রেখাচিত্র’ কার লেখা?
গোলাম মোস্তফা
আবুল ফজল
আবুল মনসুর আহমেদ
আবুল হাসান
Explanation: আবুল ফজলের ‘রেখাচিত্র’ আত্মজীবনী জাতীয় রচনা বা দিনলিপি। আবুল ফজলের অন্য দুটি দিনলিপি হলো- লেখকের রোজনামচা, দুর্দিনের দিনলিপি।
‘কাগজ’ এর বহুবচন কোনটি?
কাগজাত
কাগজগুলো
কাগজসমূহ
কাগজাদী
Explanation: বচন অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশকের উপায়কে বচন বলে। ‘কাগজ’ এর বহুবচন- কাগজাত।
Antonym of the ‘contraband’ is
bootleg
unauthorized
illegal
legal
Explanation: Contraband অর্থ- অবৈধ, বেআইনী, নিষিদ্ধ। Contraband এর বিপরীত শব্দ হলো- legal, juridical, allowed, valid, authorized. (বৈধ, আইনী, বিধিসম্মত).
Back to square one’ means-
move ahead
neglect something
draw a square
to start over
Explanation: ‘Back to square one’ means to start over, come to the original point, back to the very first stage, go back to someone, reboot. (ফিরে যাওয়া, নতুন করে শুরু করা)।
‘Jurisdiction’ meaning in English-
impotence
law
submission
yielding
Explanation: Jurisdiction অর্থ- আইনগত অধিকার, বিচারব্যবস্থা। Jurisdiction এর সমার্থক শব্দ হলো law, rule, administration.
‘আমাদের কেউ উপস্থিত ছিল না’ এর ইংরেজি অনুবাদ কি হবে?
No of us was present.
None of us was present
Neither of us was present.
Neither of us were present.
Explanation: Neither of, Either of, One of, Any of, Each of ইত্যাদি যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb টি singular হবে। এবং Neither of, Either of, One of, Any of, Each of এই শব্দগুলোর পরে Plural Noun হবে। যেমন- 1) Neither of the two boys was selected. 2) At least one of the students gets full marks every time. 3) One of my friends is a student.
Which of the following rivers flows through ‘Chalan Beel?
Atrai
Korotoa
Mohanonda
Arial Kha
Explanation: বাংলাদেশের বৃহত্তম বিল- চলন বিল। এটি বাংলাদেশের পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত। এই বিলের মধ্য দিয়ে ‘আত্রাই নদী’ প্রবাহিত হয়েছে।
Which sector was the Naval sector the during Bangladesh?
11
9
10
8
Explanation: মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ ১০ নং সেক্টরের অধীনে ছিল। এ সেক্টরটি মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল যার নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
Who was the sector commander of Sector 4 during the liberation war of Bangladesh?
Khaled Mosharraf
K. M. Shafiullah
C. R. Dutta
Rafiqul Islam
Explanation: মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর, ৬৪টি সাব-সেক্টর, চারটি যুদ্ধ অঞ্চল ও তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ৪ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর চিত্ত রঞ্জন দত্ত।
Alutila cave situated in which district?
Bandarban
Rangamati
Chattogram
Khagrachari
Explanation: আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।
Who was the editor of Dhumketu newspaper?
Buddhadeva
Ishwar Chandra Gupta
Azad
Kazi Nazrul Islam
Explanation: কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকা ১৯২২ সালে প্রকাশিত হয়। এ পত্রিকায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্য দুটি পত্রিকা হলো- লাঙ্গল ও নবযুগ।
How many Grand Slam has Novak Djokovic won?
23
22
24
21
Explanation: বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে
২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ১১ জুন, ২০২৩ তারিখে ফ্রেঞ্চ ওপেন-২০২৩ এর ফাইনালে ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে ২৩তম গ্র্যান্ডস্লাম জয় করেন। রাফায়েল নাদাল ২২টি ও রজার ফেদোরার ২০টি গ্র্যান্ডস্লাম জয় করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে ৪টি ট্রফি জিততে হয়।
Which club has won the 2022-23 UEFA champions league title?
Inter Milan
Manchester City
Liverpool
Real Madrid
Explanation: ১০ জুন, ২০২৩ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে একই বছরে ম্যানচেস্টার সিটি ‘ট্রেবল’ জয় করেন। কারণ একই বছরে এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেন ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় ‘ট্রেবল’ জিততে ঘরোয়া লিগের সঙ্গে ঘরোয়া কাপ এবং মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হয় অর্থাৎ এক সিজনে একসাথে ৩টি ট্রফি অর্জন করতে হয়।
এখন পর্যন্ত দ্রুত সময়ে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন কে?
Almaz Ayana
Faith Kipyegon
Tirunesh Dibaba
Meseret Defar
Explanation: কেনিয়ার ২৯ বছর বয়সী ফেইথ কিপিগন অ্যাথলেট মেয়েদের দ্রুততম ৫ হাজার মিটার দৌড় অল্প সময়ে অর্থাৎ ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এত দিন দ্রুততম ৫ হাজার মিটার দৌড়ের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার লেতেসেনবেট গিদের। তিনি ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে।
Who is the present number one test batsman in the world?
Labuschagne
KJoe Root
Virat Kohli
Babar Azam
Explanation: ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলো- কেন উলিয়ামসন। তার রেটিং পয়েন্ট- ৮৮৩। দ্বিতীয়স্থানে থাকা জো রুটের রেটিং পয়েন্ট- ৮৫৯। (তথ্য পরিবর্তনশীল)
Which of the following is a peak load power plant?
Explanation: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৩২তম। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী, পাবনা জেলায় অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
Which sector consumed electricity in Bangladesh?
Industry
Corporate
Residential
Commercial
Explanation: বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার করা হয়- বাসা বাড়িতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহৃত হয়- ইন্ডাস্ট্রিতে।
Which of the following is a base load power plant?
Maximum install Capacity of electricity at present in Bangladesh about-
22000 MW
23000 MW
24000 MW
25000 MW
Explanation: ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পাওয়ার সেলের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)- ২৮,১৩৪ মেগাওয়াট।
ব্যাটসম্যান থেকে বাউন্ডারির দূরত্ব 40 মিটার হলে, সর্বনিম্ন কত বেগে বলকে আঘাত করলে বাউন্ডারি অতিক্রম (ছক্কা হবে) করবে?
28 m/s
20 m/s
22 m/s
18 m/s
Explanation:
A square of side 2m is pushed to make a rhombus. If rhombus has one diagonal as 2m, what is the other diagonal?
0.5m
8m
2m
4m
Explanation:
At which angle of projection, the range of the projectile is maximum?
30 degree
45 degree
60 degree
75 degree
Explanation: নিদিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তু বা প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে যখন বস্তুটি অনুভূমিকের সাথে 45 deg কোণে নিক্ষিপ্ত হয়।
The production cost of a product is 100 tk and selling price 1,000 tk. If in the process of selling 80,000 tk more spend then how many product need to sell to make 1,00,000 tk profit?
200
180
300
270
Explanation:
In which of the market situations, there are large number of buyers and sellers selling identical products in the market?
Monopoly
Perfect competition
Monopolistic competition
Oligopoly
Explanation: Perfect Competition: Perfect competition is a market situation where there are a large number of buyers and sellers and selling of identical products takes place.
Monopolistic competition: A market condition where a large number of firms selling similar but not identical products are termed as Monopolistic Competition.
Oligopoly: An oligopoly is a market situation where only a few sellers selling products similar or identical to the others. Monopoly: Monopoly, in which there is only one provider of a product or service.
Nuclear Power Plant Company Bangladesh Limited-NPCBL Executive Trainee Exam Question Solution
Post Name: Executive Trainee Date: 14-07-2023 Department: Mechanical Engineering Venue: BUET Time: 1 Hour Non-Department – 20 Marks and Department MCQ – 30 Marks and Written – 50 Marks
‘নির্বন্ধ’ এর সমার্থক শব্দ কোনটি?
বিধান
আগ্রহ
নিবিড়
সত্যাসত্য
Explanation: ‘নির্বন্ধ’ শব্দের অর্থ- বিধান।
‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দৃশ + অনীয়
দৃশ্য + অনীয়
দৃশ্য + নীয়
দৃশ + নীয়
Explanation: স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। ‘দর্শনীয়’ শব্দটি স্বরস্বন্ধির উদাহরণ যার সন্ধি বিচ্ছেদ ‘দৃশ + অনীয়’। আরো কিছু স্বরস্বন্ধির উদাহরণ হলো- রত্ন+আকর রত্নাকর, শশ+অঙ্ক = শশাঙ্ক, দ্বীপ+অয়ন = দ্বৈপায়ন, জন+এক জনৈক, ক্ষুধা+ঋত = ক্ষুধার্ত, উপরি-উপরি উপযুক্ত, পাগল+আমি = পাগলামি, পুর+অধ্যক্ষ পুরাধ্যক্ষ, প্র+উঢ় প্রৌঢ়।
. ‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন’। সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
চার
পাঁচ
আট
সাত
Explanation: সাধু ভাষার বাক্যটিতে পাঁচটি ভুল আছে। যথা- হয়ে-হইয়া, রোগগ্রস্ত- রোগাগ্রস্ত, বিভ্রান্তমুক্ত- বিভ্রান্তিমুক্ত, যা- যাহা, খুলে- খুলিয়া।
“হাঁসুলি বাকের উপকথা” কার লিখা?
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ মুজতবা আলী
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation: ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য উপন্যাস হলো- একটি কালো মেয়ের কথা, সুতপার তপস্যা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, গণদেবতা, পঞ্চগ্রাম ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি ছোট গল্প হলো ‘ডাকহরকরা’। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হলো- ‘ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম’।
এক কথায় প্রকাশ করুন: বীজ বপনের উপযুক্ত সময়
মথিত
শুভক্ষণ
শুভ সময়
জো
Explanation: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বা এককথায় প্রকাশ বলে।
Antonym of ‘Enthusiastic’ is-
Excited
Pathetic
Motivated
Lethargic
Explanation: Enthusiastic- উৎসাহী, উদ্যামী, প্রবল কৌতূহলী। Lethargic এর বিপরীত শব্দ হলো Lethargic, যার অর্থ- অলস, নিশ্চেষ্ট, অবসন্ন।
The word ‘Sarcasm’ means
serene
ironed
ridicule
practiced in a circus
Explanation: Sarcasm- বিদ্রুপ, উপহাস, ব্যঙ্গ, তীব্র ব্যঙ্গ। Sarcasm এর সমার্থক শব্দ হলো ridicule, satire, mockery, irony.
The idiom ‘beat around the bush’ means
Unnecessary
Move around
To avoid talking about what is important
Defeat
Explanation: To avoid talking about what is important
The nuclear power plant has been built________the revised plan.
in accordance with
accordance to
according
in according
Explanation: in accordance with- পরিকল্পনা অনুসারে।
শূন্যস্থানে in accordance with বসালে বাক্যের অর্থ দাঁড়ায়- নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সংশোধিত পরিকল্পনা অনুসারে নির্মিত হয়েছে।
Translate into English: আমি কি এই বড় বড় বক্সগুলোর একটা কিনতে পারি?
I can buy one of the largest boxes?
Can I buy one of the big big boxes?
Can I buy one of those large boxes?
Can I buy one of that larges box?
Explanation: আমি কি এই বড় বড় বক্সগুলোর একটা কিনতে পারি? এর ইংরেজি অর্থ- Can I buy one of those large boxes?
What index is used in Bangladesh to measure inflation?
Wholesale price
GDP Deflation
Retail price
Consumer Price index
Explanation: মুদ্রাস্ফীতি পরিমাপ করতে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ব্যবহার করা হয়।
Which of the following crosses Bangladesh?
The equator
The tropic of Capricorn
The Tropic of Cancer
The 38th Parallel
Explanation: ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি রেখা (Tropic of cancer) বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে।
How many freedom fighters are titled by ‘Bir Uttam’?
7
68
175
426
Explanation: বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খেতাবে ভূষিত করে।
Who was the first finance minister of Bangladesh?
Monsur Ali
A. R Mallick
Tajuddin Ahmed
Nazrul Islam
Explanation: The first finance minister of Bangladesh was Monsur Ali
Which one is the digital currency?
Uro
Rupee
BTC
USD
Explanation: বিটকয়েন হল একটি ভার্চুয়াল মুদ্রা, যার সাংকেতিক প্রতীক হল BTC আর ক্ষুদ্র একক হল সাতোশি। বিটকয়েন হল একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মূদ্রাব্যবস্থা যা কোন মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কিনতে, বিক্রয় এবং বিনিময় করতে পারা যায়।
Strait of Gibraltar connects which of the following?
Indian Ocean Pacific Ocean
Red sea- Arabian sea
Atlantic Ocean – Mediterranean sea
Mediterranean sea – Black sea
Explanation: The Strait of Gibraltar connects the Atlantic Ocean with the Mediterranean Sea and separates Spain on the European continent from Morocco on the African continent.
The first win of Bangladesh cricket team in test cricket was against-
India
Zimbabwe
Pakistan
West indies
Explanation: বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় লাভ করে- জিম্বাবুয়ের বিপক্ষে ও প্রথম ওয়ানডে জয়লাভ করে- কেনিয়ার বিপক্ষে।
‘Top gun II’ refers to
Modern Rifle
Modern air-gun
Modern Revolver
Modern fighter aircraft
Explanation: ‘Top gun II’ is related to the modern fighter aircraft. এছাড়াও ‘Top gun’ নামে আমেরিকান একটি মুভি আছে।
Which country is the largest producer of milk in the world?
India
New Zealand
USA
UK
Explanation: FAO এর ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের দুধ উৎপাদনে শীর্ষ দেশ ভারত। ভারত বিশ্বের প্রায় ২২% দুধ উৎপাদন করে। এছাড়া দুধ উৎপাদনে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন ও ব্রাজিল।
Oleksandr Usky is a famous for
Diplomat
Saint Juan
Singer
Champion heavyweight boxer
Explanation: Oleksandr Uskyk একজন বিখ্যাত ইউক্রেনীয় বক্সার।
Bangladesh Atomic Energy Regulatory Authority-BAERA Assistant Engineer Exam Question Solution
Post Name: Assistant Engineer Date: 28-07-2023 Department: ME, EEE, CSE & Meterological Venue: BUET Time: 1 Hour Non-Department MCQ – 20 Mark and Department MCQ – 10 Marks and Written – 50 Marks
চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
১৯০৯
১৯০৭
১৮৫৭
১৮০০
Explanation: ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ ‘মাত্রাবৃত্ত’ ছন্দে লেখা। চর্যাপদ মূলত সাধন সংগীত বা গানের সংকলন। চর্যাপদের আদি কবি- লুইপা।
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
খেলনা
লিখিত
বেদনা
Explanation: যে বর্ণ বা বর্ণসমষ্টি ক্রিয়া বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দুই প্রকার। যথা- বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়। *√খেল্ + অনা > না = খেলনা’ এটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
Explanation: অনীক’ শব্দের সমার্থক শব্দ হলো- সৈনিক।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ইছামতি
একটি কালো মেয়ের কথা
ভানুমতির পালা
তেইশ নম্বর তৈলচিত্র
Explanation: ‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাসটি রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি মূলত তারাশঙ্করের ‘১৯৭১’ উপন্যাসটির দুটি কাহিনীর সংযোগ। দুটি কাহিনী হলো- একটি কালো মেয়ের কথা ও সুতপার তপস্যা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘১৯৭১’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। তার অন্যান্য উপন্যাস হলো- হাঁসুলী বাঁকের উপকথা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, গণদেবতা, পঞ্চগ্রাম ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি ছোট গল্প হলো ‘ডাকহরকরা’।
If\; a ^ p = b, \;b ^ q = c\;and \;c ^ r = a \;then\; the\; value \;of\; pqr = ?
0
1
-1
2
Explanation:
What is the 15th term of the sequence: 1 + 5 + 9 + 13 ……….?
57
61
53
65
Explanation:
How many female persons were awarded the title ‘Bir protik’ for their contributions in the Liberation War of Bangladesh?
3
1
4
2
Explanation: বীর প্রতীক খেতাব পাওয়া দুইজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- তারামন বিবি ও ডা. সেতারা বেগম। তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন ও ডা. সেতারা বেগম ২ নং সেক্টরে কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিবেটি নামে পরিচিত- কাঁকন বিবি।
Which is the smallest Planet in Solar System?
Jupiter
Mercury
Neptuneliar
Venus
Explanation: The smallest Planet in Solar System is Mercury
The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated at-
Vienna
Geneva
Romeu
Paris
Explanation: International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয়- ২৯ জুলাই, ১৯৫৭ সালে। এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালে।
Three fourths of the work done.
have been
were
has been
had
Explanation: ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের সাথে of দ্বারা যুক্ত noun টি singular হলে verb টিও singular হবে ও of দ্বারা যুক্ত noun টি plural হলে verb টিও plural হবে। যেমন- a) One-third of the students are present in the class. b) Three-fourths of the work has been finished.
The antonym of the word ‘Procrastinate’ is –
delay
expedite
carry
move
Explanation: Procrastinate এর অর্থ- বিলম্ব করা, মন্থর। Procrastinate এর বিপরীত শব্দ হলো expedite. expedite এর অর্থ- ত্বরান্বিত করা।
Feminine gender of ‘tailor’ is –
tailoress
female tailor
she tailor
seamstress
Explanation: Tailor, Seamster এর অর্থ- দর্জি। Tailor এর স্ত্রীলিঙ্গ হলো seamstress যার অর্থ মহিলা দর্জি।
What is the synonym of ‘incredible’?
unbelievable
unthinkable
unlikely
impossible
Explanation: Incredible অর্থ- অবিশ্বাস্য, আশ্চর্যজানক।
Incredible এর সমার্থক শব্দ হলো unbelievable, fantastic, unlikely, fabulous.
A person whose ‘head’ is in the clouds is-
proud
a day dreamer
an aviator
useless
Explanation: ‘One’s head in the clouds’ means- a
day dreamer(দিবা স্বপ্ন দেখা)।
‘The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা কে?
গুনার মিরডাল
অমর্ত্য সেন
প্লেটো
মহাত্ম গান্ধী
Explanation: The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন। তিনি জনকল্যাণ অর্থনীতি, দুর্ভিক্ষ-ক্ষুধা ও দারিদ্যতা নিয়ে গবেষণা করেন। তিনি ১৯৯৮ সালে কল্যাণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য গ্রন্থ হলো- Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation, Identity and Violence, Hunger and Public Action.
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
গ্যাস
কয়লা
তেল
পরমাণু শক্তি
Explanation: নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন- বায়ু প্রবাহ, বায়োমাস, পানি, সমুদ্রস্রোত ইত্যাদি।
যদি 2x^2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি বাস্তব ও সমান হয় এবং m > 0 হয় তবে m এর মান কত?
Bangladesh Power Development Board-BPDB Sub-Assistant Engineer Exam Question Solution
Post Name: Sub-Assistant Engineer Date: 01-09-2023 ( 09:00 AM to 10:00 PM) Department: Civil Technology Venue: BUET Time: 1 Hour Non-Department – 25 Mark and Department Written – 75 Marks
‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-
প্যারীচাঁদ মিত্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সত্যজিৎ রায়
বনফুল
Explanation: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস হলো- পথের পাঁচালী। তাঁর অন্যান্য উপন্যাস হলো- ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, অশনি সংকেত, অনুবর্তন।
‘Null and Void’ এর বাংলা পরিভাষা কোনটি?
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
Explanation: Null and Void এর বাংলা পরিভাষা হলো- বাতিল।
Explanation: ‘ছেঁড়া চুলে খোঁপা বাঁধা’ এই বাগধারাটির অর্থ- পরকে আপন করার চেষ্টা।
‘পালামৌ’ ভ্রমণকাহিনী কার রচনা?
শরতচন্দ্র চট্টোপাধ্যায়
সুনীল গঙ্গপাধ্যায়
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Explanation: ‘পালামৌ’ ভ্রমণকাহিনী রচনা করেন- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসধর্মী এই ভ্রমণকাহিনীর একটি বিখ্যাত উক্তি হলো- ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।
জয় সূচনা করে এরুপ তিথি-
শুভ তিথি
জয়োৎসব
জয়তিথি
জয়ন্তী
Explanation:
জয় সূচনা করে এরূপ তিথি: শুভ তিথি
জয় সূচক যে উৎসব: জয়ন্তী
একশত পঞ্চাশ বছর: সার্ধশত
জয়ের জন্য যে উৎসব: জয়োৎসব
ইন্দ্রকে জয় করেন যিনি: ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেন যিনি: জিতেন্দ্রিয়
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে-
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক
কর্মকারক
Explanation: ‘করণ’ শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। অর্থাৎ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। যেমন- ‘নীরা কলম দ্বারা লেখে’ এখানে কর্তা- নীরা। আর নীরা কলম দ্বারা লেখে। আর কলম হচ্ছে সহায়ক বা উপায়। অর্থাৎ নীরা কলম দ্বারা ক্রিয়া সম্পাদন করছে। এখানে ক্রিয়াপদ হচ্ছে- লেখে।
কোন বাংলাদেশী নারী সর্বপ্রথম এভারেস্ট জয় করেন?
তানজিনা তিশা
নিশাত মজুমদার
শিরিন সুলতানা
ওয়াসফিয়া নাজরীন
Explanation: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি- মুসা ইব্রাহিম। তিনি ২৩ মে, ২০১০ সালে এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী- নিশাত মজুমদার। বাংলাদেশের হয়ে সাত মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গ অর্থাৎ সেভেন সামিট জয় করেন- ওয়াসফিয়া নাজরীন।
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ইরাক
ইরান
মিশর
কুয়েত
Explanation: আরব দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে- ইরাক। এছাড়া প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
তুরস্কে
গ্রিসে
ইতালিতে
স্পেনে
Explanation: ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।
বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?
৪৫৪
৪৫৭
৪৯০
৪৯৫
Explanation: বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা ৪৯৫টি।
দেশের প্রথম স্মার্ট উপজেলা- শিবচর।
লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের খেলোয়াড়?
আল নাসের
বার্সোলোনা
পিএসজি
ইন্টার মায়ামি
Explanation: বর্তমানে লিওনেল মেসি আমেরিকান ফুটবল ক্লাব ‘ইন্টার মায়ামি’তে খেলোয়াড় হিসেবে আছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
৪২টি
৪৩টি
৪৪টি
৪৫টি
Explanation: আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল- ৪৪টি। সর্বশেষ ৪৪তম নিবন্ধিত রাজনৈতিক দলের নাম- বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)।
বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
৭২.৩ বছর
৭৩.৩ বছর
৭৪.২ বছর
৭৪.৭ বছর
Explanation: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩ অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয়ু- ৭২.৩ বছর।
যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিম্নের কোন দেশ উপহার দেয়?
বেলজিয়াম
যুক্তরাজ্য
ইতালি
ফ্রান্স
Explanation: ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়
নিচের কোন বিদ্যুৎ বিতরণ সংস্থা সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে?
WZPDCL
NESCO
DPDC
DESCO
Explanation: সর্বশেষ বিদ্যুৎ বিতরণ সংস্থা হিসেবে ‘নেসকো’ ১লা অক্টোবর, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
২৫০০০ মে. ও.
২৬০০০ মে. ও.
২৭০০০ মে. ও.
২৮০০০ মে. ও.
Explanation: ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পাওয়ার সেলের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)- ২৮,১৩৪ মেগাওয়াট।
Select the correct spelling:
Refrigeration and Air conditioning
Refrigaration and Air conditioning
Refrigaretion and Air conditioning
Refrigeretion and Air condistioning
Explanation: সঠিক বানান হলো- Refrigeration and Air conditioning.
‘মনস্তাপ’ এর সন্ধি বিচ্ছেদ-
মন + তাপ
মনস + তাপ
মনঃ + তাপ
মনো + তাপ
Explanation: মনস্তাপ = মনঃ তাপ। মনস্তাপ শব্দটি বিসর্গ সন্ধি