Explanation: First Person, Second Person এবং
Third Person একই sentence-এ ব্যবহৃত হলে প্রথমে Second Person, Third Person এবং শেষে First Person বসে। (সংক্ষেপে ইহাকে 231 বলা হয়।) এক্ষেত্রে সবগুলোর subjective form বসে এবং verb টি সর্বদাই pural হয়। যেমন: You, he and I are friends. কিন্তু দোষ স্বীকার করা হলে প্রথমে First Person, Second Person ও শেষে Third Person ব্যবহৃত হয়। (সংক্ষেপে ইহাকে 123 বলা হয়।) যেমন: I, you and he are guilty.