একটি আদর্শ ট্রান্সফরমারের বৈশিষ্ট্য | Characteristics of Ideal Transformer
আদর্শ ট্রান্সফরমার হচ্ছে একটি কাল্পনিক ট্রান্সফরমার যার মধ্যে নিম্নোলিখিত বৈশিষ্ট্য বিদ্যমান-
১) ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স মান শূন্য,
২) কোন লিকেজ ফ্লাক্স নেই,
৩) কোরের পারমিয়্যাবিলিটির বা ভেদ্যতার মান অসিম,
৪) কোনো ধরনের লস নেই,
৫) দক্ষতা ১০০%।
বিশেষ দ্রষ্টব্যঃ বাস্তবে আদর্শ ট্রান্সফরমার তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে উপরোক্ত সবগুলো বিষয়ই বিদ্যমান থাকে। সাধারনত ট্রান্সফরমার ডিজাইন এবং এর বিভিন্ন গানিতিক সমস্যা সহজে সমাধানের জন্য আদর্শ ট্রান্সফরমার এর ধারনা ব্যবহার করা হয়। এতে সমস্যার সমাধান সহজ হয়।