Bangladesh-China Power Company Limited-BCPCL Sub Assistant Engineer Job Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 02-06-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Electrical Technology
Venue: Government Teachers’ Training College, Dhaka, Time: 1 Hour
Non-Department – 53 Mark and Department Written – 47 Marks


১. ‘রাবনের চিতা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর: চির অশান্তি

২. “রোগ হলে ওষুধ খাবে” এখানে ‘খাবে কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তর: বিধান

৩. এক কথায় প্রকাশ করুন: যা ভাষায় প্রকাশ করা যায় না
উত্তর: অনির্বচনীয়

৪. কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লিখুন।
উত্তর: অগ্নিবীণা, বিষের বাঁশি

৫. জটিল বাক্যে রূপান্তর করুন ভাল ছাত্ররা শিক্ষকের আদেশ মেনে চলে।
উত্তর: যারা ভাল ছাত্র, তারা শিক্ষকের আদেশ মেনে চলে।

6. Please do it. (Change the voice)
Ans: You are requested to do it.

৭. সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। (Translate into English)
Ans: I congratulate you on your success.

৮. Fill in the blank : She has been ill______last Friday.
Ans: since

9. He knows to swim. (Correction )
Ans: He knows how to swim.

১০. এক ব্যাক্তি A অবস্থান থেকে ১২ মিটার উত্তর দিকে যায় এবং পরে ৫ মিটার পূর্ব দিকে গিয়ে B অবস্থানে পৌঁছায়। A অবস্থান হতে তার দূরত্ব কত?
উত্তরঃ ১৩ মিটার।

১১. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ১২ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পিতার বর্তমান বয়স কত?
উত্তরঃ ৩৬ বছর।

১২. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
উত্তরঃ ১০%

13. x + y = 12 এবং x – y = 2 হলে, xy এর মান কত?
Ans: = 35.

১৪. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
Ans: 16 m.

১৫. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ?
উত্তরঃ 16 গুণ।

১৬. x^2+\frac1{x-1}-1, হলে f(1) এর মান কত হবে?
Ans: ∞

১৭. বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মান করা হচ্ছে।
উত্তর: কর্ণফুলী নদী

১৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কি.মি.

১৯. জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত এবং এর প্রধানের পদটির নাম কী?
উত্তর: জাতিসংঘের সচিবালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত এবং প্রধানের পদটির নাম মহাসচিব।

২০. কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?
উত্তর: তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।

২১. বাংলা ভাষাকে কোন দেশ নিজেদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন

২২. আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
উত্তর: নেদারল্যান্ড

২৩. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে?
উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৭১ সাল

২৪. MS Excel এর একটি কলামে ১ হতে ১০ পর্যন্ত যোগ করার Formula লিখুন।
উত্তর: SUM (C1: C10)

২৫. নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কোন জ্বালানি ব্যবহার করা হবে?
উত্তর: ইউরেনিয়াম-২৩৫

২৬. কোন কোম্পানি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মান করে?
উত্তর: বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের চায়না মেশিনারিজ কোম্পানি

২৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ২৩০ মেগাওয়াট

২৮. Write the abbreviation:
NLDC– National Load Despatch Centre
GIS– Gas Insulated Sub-station

Leave a Comment