December 24, 2024 by Adminএকজন শিক্ষার্থীকে পাস করতে ৪০% নম্বর পেতে হবে। সে ২০ নম্বর পায় এবং ৪০ নম্বরের জন্য ফেল করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল?১০০১২০১৫০১৬০ Show Correct AnswerExplanation: পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৫০।Related posts:একটি ক্রিকেট খেলায় একজন ব্যাটসমান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে মোট ৯৬ রান করলে, বাউন্ডারির সংখ্যা কত?পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?একটি সরলরেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষষয় থেকে বিপরীত চিহ্নবিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সরল রেখাটির সমীকরণ কী?এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?