Ashuganj Power Station Company Limited- APSCL Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: SubAssistant Engineer
Date: 12-11-2021
Department:  Electrical, Mechanical, Power & Automobile Technology
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 50 Mark and Department Written – 50 Marks


x + y = 2 হলে, সরল রেখাটি অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

  1. ৩০
  2. ৬০
  3. ৪৫
  4. ৯০

‘ক’ একটি কাজ ২০ দিনে সম্পন্ন করতে পারে এবং ‘খ’ একই কাজ ৩০ দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একত্রে কাজটি করে, তাহলে কতদিনে কাজটি সম্পন্ন হবে

  1. ১৮ দিন
  2. ১৩ দিন
  3. ৯ দিন
  4. ১২ দিন

দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

ঢাকা থেকে চট্টগ্রাম যাবার চারটি পথ রয়েছে। কত উপায়ে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে আবার ঢাকায় ফেরত আসতে পারবে?

  1. ১৬
  2. ২৪

তিনটি মুদ্রাকে একসাথে নিক্ষেপ করলে head আসার সম্ভাবনা কত?

  1. 1/8
  2. 3/8
  3. 7/8
  4. 2/21

একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল এবং ৬টি সবুজ বল রয়েছে। বাক্স থেকে দুইটি বল এলোমেলোভাবে তুললে দুইটি বলই লাল বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

  1. ১/৩
  2. ২/৩
  3. ১/১৫
  4. ২/২১

গাড়ির নম্বর প্লেট তৈরির জন্য ২টি অক্ষর (A-Z) থেকে এবং ২টি সংখ্যা (0-9) ব্যবহার করে (সংখ্যা ও বর্ণমালার পূণরাবৃত্তি এড়িয়ে) মোট কতটি নম্বর প্লেট তৈরি করা যাবে?

  1. ৫৮৫০০
  2. ১৪৬২৫
  3. ৩৫৫০০
  4. ৫৩০০০

0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে (সংখ্যার পুণরাবৃত্তি এড়িয়ে) পাঁচ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

  1. 6720
  2. 5880
  3. 56
  4. 67500

প্রি-পেইড মিটারের ক্ষেত্রে সুবিধা হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের পূর্বের বিল হতে কত ভাগ রিবেট দেওয়া হয়?

  1. ১%
  2. ২%
  3. ১.৫%
  4. ০.৫%

PGCB এর ২৩০ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কত?

  1. ৪০২২ সার্কিট কিমি
  2. ৪৭৭০ সার্কিট কিমি
  3. ২৭৭০ সার্কিট কিমি
  4. ৫৭৭০ সার্কিট কিমি

মি. বোল্টন নামক জনৈক ব্রিটিশ নাগরিক কত সালে আহসান মঞ্জিলে সুইচ টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন?

  1. ১৯০০ সালে
  2. ১৯০৭ সালে
  3. ১৯০১ সালে
  4. ১৯০৩ সালে

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর কত মেগাওয়াট স্থাপিত ক্ষমতা নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যাত্রা শুরু করে?

  1. ৩০০
  2. ৪০০
  3. ৫০০
  4. ৬০০

পাওয়ার সেল এর তথ্যমতে বাংলাদেশের কতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত?

  1. ৯৯%
  2. ৯৯.৫%
  3. ১০০%
  4. ৯৯.২৫%

স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহন করেন?

  1. ৩০০
  2. ৫০০
  3. ২০০
  4. ৪০০

‘subconscious’ শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

  1. অবচেতন
  2. অর্ধচেতন
  3. চেতনাহীন
  4. চেতনা প্রবাহ

মীর মশারফ হোসেনের নাটক কোনটি?

  1. কৃষ্ণ কুমারী
  2. নটির পূজা
  3. বেহুলা গীতাভিনয়
  4. নবীন তপস্বনী

ইচ্ছা বিশেষ্যে এর বিশেষণ কোনটি?

  1. ইচ্ছা
  2. ঐচ্ছিক
  3. ইচ্ছাময়
  4. ইচ্ছুক

‘মন না মতি’ বাগধারাটির অর্থ কি?

  1. অস্থির মানব মন
  2. মূল্যবান বস্তু
  3. অপদার্থ
  4. অরাজক পরিস্থিতি

সন্ধির প্রধান উদ্দেশ্য কোনটি?

  1. শব্দের মিলন
  2. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
  3. বর্ণের মিল
  4. শব্দগত মাধুর্য সৃষ্টি

মানুষের মুখের লালা রসে কোন এনজাইমটি থাকে?

  1. ট্রিপসিন
  2. পেপসিন
  3. টায়ালিন
  4. ফ্রিহ্যালেজ

কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম?

  1. লাল
  2. বেগুনী
  3. হলুদ
  4. কমলা

কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়?

  1. ভিটামিন-সি
  2. ভিটামিন-এ
  3. ভিটামিন-ডি
  4. ভিটামিন-ই

আরব মরুভূমিতে প্রবাহিত বায়ু বা ঝড়ের নাম কি?

  1. টাইফুন
  2. সাইমুম
  3. খামসিন
  4. হারিকেন

বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়?

  1. হাইড্রোজেন
  2. নাইট্রোজেন
  3. মিথেন
  4. অক্সিজেন

বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী?

  1. ঝিনাইদহ
  2. যশোর
  3. কুষ্টিয়া
  4. রাজশাহী

বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত?

  1. সিলেট
  2. মৌলভীবাজার
  3. সুনামগঞ্জ
  4. হবিগঞ্জ

বিশ্বসাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৭৮
  2. ১৯৮৮
  3. ১৯৭৭
  4. ১৯৯৬

বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি?

  1. বীর উত্তম
  2. বীর বিক্রম
  3. বীর প্রতীক
  4. বীরশ্রেষ্ঠ

বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

  1. রাঙামাটি
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. সিলেট

বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯০৫ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৩৮ সালে

বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?

  1. মহানন্দা
  2. হালদা
  3. গোমতী
  4. কর্ণফুলী

Leave a Comment