December 22, 2024 by Admin‘ক’ একটি কাজ ২০ দিনে সম্পন্ন করতে পারে এবং ‘খ’ একই কাজ ৩০ দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একত্রে কাজটি করে, তাহলে কতদিনে কাজটি সম্পন্ন হবে১৮ দিন১৩ দিন৯ দিন১২ দিন Show Correct AnswerExplanation: ১২ দিনে কাজটি সম্পন্ন হবে।Related posts:‘ALLIGNED’ শব্দের বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, যাতে স্বরবর্ণগুলো সবসময় একত্রে থাকে?0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে (সংখ্যার পুণরাবৃত্তি এড়িয়ে) পাঁচ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?গাড়ির নম্বর প্লেট তৈরির জন্য ২টি অক্ষর (A-Z) থেকে এবং ২টি সংখ্যা (0-9) ব্যবহার করে (সংখ্যা ও বর্ণমালার পূণরাবৃত্তি এড়িয়ে) মোট কতটি নম্বর প্লেট তৈরি করা যাবে?একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল এবং ৬টি সবুজ বল রয়েছে। বাক্স থেকে দুইটি বল এলোমেলোভাবে তুললে দুইটি বলই লাল বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত?