December 22, 2024 by Adminদুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?৩৫৬৭ Show Correct AnswerExplanation: সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য ৬।Related posts:গাড়ির নম্বর প্লেট তৈরির জন্য ২টি অক্ষর (A-Z) থেকে এবং ২টি সংখ্যা (0-9) ব্যবহার করে (সংখ্যা ও বর্ণমালার পূণরাবৃত্তি এড়িয়ে) মোট কতটি নম্বর প্লেট তৈরি করা যাবে?একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল এবং ৬টি সবুজ বল রয়েছে। বাক্স থেকে দুইটি বল এলোমেলোভাবে তুললে দুইটি বলই লাল বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত?তিনটি মুদ্রাকে একসাথে নিক্ষেপ করলে head আসার সম্ভাবনা কত?ঢাকা থেকে চট্টগ্রাম যাবার চারটি পথ রয়েছে। কত উপায়ে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে আবার ঢাকায় ফেরত আসতে পারবে?