December 7, 2024December 7, 2024 by Adminএকটা ছেলে ঘন্টায় ৩ কি.মি. বেগে স্কুলে যায় আবার ২ কি.মি. বেগে বাসায় ফিরে আসে। এতে তার মোটের উপর ৫ ঘন্টা সময় লাগলে বাসা থেকে স্কুলের দূরত্ব কত কি.মি.?8৫৬৭ Show Correct AnswerExplanation: বাসা থেকে স্কুলের দূরত্ব ৬ কিঃমিঃ।Related posts:পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে বর্তমানে পুত্রের বয়স কত?১০০ টাকায় ১২টি ফল ক্রয় করে, ১২০ টাকায় ১০টি ফল বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পর পর বাজলে কত সময় পর তারা একত্রে বাজবে?ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করে। ক একা কাজটি করতে পারে ৩০ দিনে। খ একা কত দিনে কাজটি করতে পারবে?