আমাজন বনের মোট ৬০% কোন দেশে অবস্থিত?
- আর্জেন্টিনা
- বলিভিয়া
- পেরু
- ব্রাজিল
Explanation: দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। পৃথিবীতে যত রেইনফরেস্ট (Rainforest) বা ঘনবর্ষণ বনাঞ্চল রয়েছে, তার প্রায় অর্ধেকটাই আমাজন নিজেই। তাই আমাজনকে আমাজন রেইনফরেস্টও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স (ফরাসি গায়ানা)। এরমধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে, ১০% রয়েছে কলোম্বিয়ায় ও ১৭% রয়েছে বাকি ৬টি দেশে।