কিংবদন্তি মোহাম্মদ আলী কিসের জন্য বিখ্যাত?
- অভিনয়
- বক্সিং
- মার্শাল আর্টস
- সঙ্গীত
Explanation: কিংবদন্তি মোহাম্মদ আলীর পূর্ব নাম- ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। তিনি একজন বিখ্যাত মার্কিন বক্সার। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলাতে মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিন বার হেভিওয়েট চ্যাম্পিয়ন শিরোপা জয়ী বক্সিং ইতিহাসের একমাত্র খেলোয়াড়। ১৯৮০ সালে পারকিনসন্স রোগে আক্রান্ত হন এ মুষ্টিযোদ্ধা। ৩২ বছর পারকিনসন্স রোগে ভোগার পর ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান। মোহাম্মদ আলী ১৯৭৮ সালে বাংলাদেশে এসে বলেছিলেন ‘যদি স্বর্গ দেখতে চাও, তাহলে বাংলাদেশে এসো’।