বিভক্তিহীন নাম শব্দকে বলে-
- প্রাতিপদিক
- সাধিত পদ
- নামপদ
- ক্রিয়াপদ
Explanation: প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়। নাম পদের মূল অংশকে বলে নাম প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। অর্থাৎ যেসকল নাম শব্দ বা বিশেষ্যের সাথে বিভক্তি যুক্ত থাকে না তাকে প্রাতিপদিক বলে। যেমন- মা, গাছ, মধু, পা, বই, লাঙ্গল ইত্যাদি।