ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে এলুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহারের কারণ: কপারের তুলনায় অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের সুভিদা।
Aluminum Conductor VS Copper Conductor
Aluminum Conductor VS Copper Conductor

কিছু অনন্য বৈশিষ্ট্যের জন্য ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টর হিসেবে কপারের পরিবর্তে এলুমিনিয়াম ব্যবহার করা হয়। এলুমিনিয়ামের তুলনায় কপার অধিক পরিবাহী হওয়া সত্ত্বেও এলুমিনিয়াম কন্ডাক্টর এর ব্যয়, দক্ষতা এবং বাস্তবিক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা রয়েছে, যেমন:

১। কম ব্যয়:
কপারের তুলনায় এলুমিনিয়াম কম ব্যয়বহুল। বড় সঞ্চালন লাইন নির্মাণের ক্ষেত্রে কন্ডাক্টরের ব্যয় অন্যতম বিবেচ্য বিষয়। তাই সঞ্চালন লাইন নির্মাণের ক্ষেত্রে কপারের তুলনায় এলুমিনিয়াম কন্ডাক্টরকে প্রাধান্য দেয়া হয়।

২। ওজন হালকা:
কপারের তুলনায় এলুমিনিয়াম প্রায় এক তৃতীয়াংশ হালকা। তাই একই আয়তনের কপারের তুলনায় এলুমিনিয়াম কন্ডাক্টর ওজনে হালকা হওয়ায় সঞ্চালন লাইন নির্মাণের ক্ষেত্রে এলুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করা হয়। ওজন হালকা হওয়ার কন্ডাক্টর পরিবহন, ব্যবস্থাপনা এবং স্থাপন সহজ হয়। কন্ডাক্টরের ওজন কম হওয়ার সঞ্চালন লাইনের টাওয়ার এর উপর কম লোড পরে এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী টাওয়ার ও সহায়ক যন্ত্রপাতি দরকার হয়। ফলে সার্বিক খরচ কম লাগে।

৩। উচ্চ স্ট্রেংথ টু ওয়েট রেশিও:
এলুমিনিয়াম কন্ডাক্টর হিসেবে প্রধানত সংকরায়িত রি-ইনফোর্সড কন্ডাক্টর ব্যবহার করা হয়, যেমন: Aluminium Conductor Steel Reinforced(ACSR)। এই রি-ইনফোর্সড কন্ডাক্টর সমূহ ওজনে হালকা হওয়া সত্ত্বেও এদের স্ট্রেংথ টু ওয়েট রেশিও খুবই উচ্চ মানের হয়। ফলে লম্বা স্প্যান যুক্ত সঞ্চালন লাইন নির্মাণ সম্ভব হয় এবং সঞ্চালন টাওয়ার সংখ্যা ও ব্যয় হ্রাস পায়।

৪। মরিচা প্রতিরোধী:
এলুমিনিয়াম বাতাসের সংস্পর্শে আসলে এর উপর মরিচা প্রতিরোধী অক্সাইড এর আবরণ তৈরি হয়। এই আবরণের ফলে পর্বর্তনশীল আবহাওয়াও কন্ডাক্টর দীর্ঘদিন কোনো রকম ক্ষতি ছাড়াই টিকে থাকতে পরে।

৫। সহজলভ্য এবং টেকসই:
কপারের তুলনায় এলুমিনিয়াম অধিক সহজলভ্য এবং এলুমিনিয়াম পুনব্যবহারযোগ্য হওয়ায় এটি কন্ডাক্টর হিসেবে পরিবেশবান্ধব এবং টেকসই।

৬। নিরাপত্তা:
কপারের তুলনায় এলুমিনিয়াম দামে সস্তা হওয়ায় এর চুরি হয়ে যাওয়ার প্রবণতা কম। তাই সঞ্চালন লাইনে এলুমিনিয়াম এর ব্যবহার অধিক নিরাপদ।

কপার এবং এলুমিনিয়াম কন্ডাক্টর এর মৌলিক পার্থক্য:
পার্থক্যর বিষয়এলুমিনিয়ামকপার
দামসস্তাব্যায়বহুল
ওজনহালকাভারি
পরিবাহিতাকম(~কপারের ৬০%)বেশি
মরিচা রোধ ক্ষমতাভালো (অক্সাইডের আবরণ তৈরি হয়)মরিচা রোধ ক্ষমতা
প্রাপ্যতাসহজলভ্যসীমিত
চুরির সম্ভাবনাকমবেশি
উপসংহার:

সঞ্চালন লাইনে কম ব্যয়, ওজনে হালকা, পর্যাপ্ত পরিবাহিতা এবং মরিচা প্রতিরোধী হওয়ায় কপারের পরিবর্তে এলুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করা হয়। কপার অধিক পরিবাহী এবং শক্তিশালী হওয়া সত্ত্বেও অতিরিক্ত ওজন এবং উচ্চ ব্যয়ের কারণে দীর্ঘ দুরত্বের সঞ্চালন লাইনে কপার ব্যবহার করা হয় না। দক্ষতা, প্রাচুর্যতা এবং ব্যয়ের মধ্যে সুষম সমন্বয় সাধনের মাধ্যমে আধুনিক সঞ্চালন লাইন নির্মাণে এলুমিনিয়াম কন্ডাক্টর নিজেকে নির্ভরযোগ্য এবং দক্ষ পরিবাহী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Comment