ইলেকট্রিক্যাল সঞ্চালন লাইনে কি কি ফল্ট ঘটে?

ভূমিকা(Introduction):
Faults in Electrical Transmission Lines
Faults in Electrical Transmission Lines

বৈদ্যুতিক সিস্টেমে ফল্ট হলো এমন কোনো অনাকাঙ্খিত ঘটনা যার ফলে স্বাভাবিক বিদুৎ সরবরাহে বিঘ্ন ঘটে এবং সরঞ্জামের ক্ষতি সাধন হয় বা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। সাধারণত কয়টি ফেজে ফল্ট সংঘঠিত হয়েছে এবং কি ধরনের ফল্ট সংঘঠিত হয়েছে তার উপর ভিত্তি করে ফল্টকে শ্রেণী বিন্যাস করা হয়ে থাকে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা বৈদ্যুতিক সঞ্চালন লাইন সংঘঠিত ফল্ট, ফল্ট এর কারণ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করবো।

বৈদ্যুতিক সিস্টেম প্রধানত দুই ধরনের ফল্ট সংঘঠিত হয়ে থাকে, যথা: 1. সিমেট্রিক্যাল ফল্ট এবং 2. আন-সিমেট্রিক্যাল ফল্ট।

1. সিমেট্রিক্যাল ফল্ট(Symmetrical Fault):

ফল্ট সংঘঠনের সময় যখন ট্রান্সমিশন লাইনের তিন ফেজেই সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। একে তিন ফেজ ফল্টও বলা হয়ে থাকে। যদিও বৈদ্যুতিক সিস্টেমে সিমেট্রিক্যাল খুবই কম সংঘঠিত হয় তবে এই ফল্ট বৈদ্যুতিক সিস্টেমের জন্য মারাত্বক ক্ষতির কারণ হতে পারে এবং খুবই তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া দরকার হয়।

i. তিন ফেজ শর্ট সার্কিট ফল্ট(Three Phase Short Circuit Fault):
Three phase short circuit fau
Three Phase Short Circuit Fault

যখন সঞ্চালন লাইনের তিন ফেজ একত্রে এক অপরকে স্পর্শ করে বা শর্ট সার্কিট হয় তখন সিমেট্রিক্যাল ফল্ট সংঘঠিত হয়।

  • কারণ: ইন্সুলেশন ফেইলর, বজ্রপাত বা ফিজিক্যাল ড্যামেজ যেমন তারের উপর গাছ পরে তার ছিঁড়ে যাওয়া ইত্যাদি।
  • প্রভাব: ফল্ট এর সময় অতি উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এবং সঞ্চালন লাইন ও লাইনের সাথে যুক্ত যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হয়।
  • পরিমাণ: বৈদ্যুতিক সিস্টেমে সংগঠিত ফল্ট এর শতকরা ৫% বা তার কম সিমেট্রিক্যাল ফল্ট হয়ে থাকে।
ii. তিন ফেজ গ্রাউন্ড ফল্ট(Three Phase Ground Fault):

বৈদ্যুতিক লাইনের তিনটি ফেজ যখন একত্রে গ্রাউন্ড স্পর্শ করে তখন তাকে তিন ফেজ গ্রাউন্ড ফল্ট বলে। বৈদ্যুতিক সিস্টেমে তিন ফেজ গ্রাউন্ড ফল্ট ঘটেনা বললেই চলে তবে এই ফল্টের ঘটলে বৈদ্যুতিক সিস্টেম এবং এর সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি সাধিত হয়।

2. আন-সিমেট্রিক্যাল ফল্ট(Unsymmetrical Fault):

বৈদ্যুতিক সিস্টেমে যখন কোনো এক বা দুই ফেজে ফল্ট সংগঠিত হয় তখন তাকে আন-সিমেট্রিক্যাল ফল্ট বলে। ট্রান্সমিশন লাইনে সংঘঠিত বেশিরভাগ ফল্টই আন-সিমেট্রিক্যাল ফল্ট। তিন ধরনের আন-সিমেট্রিক্যাল ফল্ট সংঘঠিত হয়ে থাকে, যথা:

i. সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট(Single Line to Ground Fault or L-G Fault):
Single Line to Ground Fault
Single Line to Ground Fault

যখন কোনো অনাকাঙ্খিত কারণে বৈদ্যুতিক লাইনের এক ফেজ গ্রাউন্ড স্পর্শ করে তখন তাকে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলে।

  • কারণ: বজ্রপাত, লাইনের উপর গাছ পড়া, ইন্সুলেশন ডেমেজ ইত্যাদি।
  • প্রভাব: যেই ফেজে ফল্ট সংঘঠিত হয়েছে সেই ফেজে উচ্চ ফল্ট কারেন্ট প্রবাহিত হয় তবে তা সিমেট্রিক্যাল ফল্ট এর তুলনায় কম বিপদজনক।
  • পরিমাণ: বৈদ্যুতিক সিস্টেমের ফল্ট সমূহের মধ্যে সবচে বেশি সংঘঠিত হয় সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। মোট ফল্ট এর প্রায় ৭০% ফল্টই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট।
ii. লাইন টু লাইন ফল্ট(Line to Line Fault or L-L Fault):
Line to Line Fault
Line to Line Fault

যখন বৈদ্যুতিক লাইনের দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট সংঘঠিত হয় তাকে লাইন টু লাইন ফল্ট বলে।

  • কারণ: ইন্সুলেশন ফেইলিওর অথবা ফিজিক্যাল ডেমেজ।
  • প্রভাব: লাইনে অসম কারেন্ট প্রবাহিত হয় এবং যন্ত্রপাতির ক্ষতি সাধন করে।
  • পরিমাণ: বিতরণ লাইনে সংঘঠিত ফল্ট এর প্রায় 15% লাইন টু লাইন ফল্ট।
iii. ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট(Double Line to Ground Fault or L-L-G Fault):
Double Line to Ground Fault
Double Line to Ground Fault

যখন বৈদ্যুতিক লাইনের দুটি ফেজ একত্রে গ্রাউন্ড স্পর্শ করে তখন তাকে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলে।

  • কারণ: প্রবল ঝড়, প্রাকৃতিক দূর্যোগ বা যান্ত্রিক ত্রুটির কারণে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট সংগঠিত হয় ।
  • প্রভাব: লাইনে অসম কারেন্ট প্রবাহিত হয় এবং মারাত্বক ক্ষতি সাধন করে।
  • পরিমাণ: বৈদ্যুতিক লাইন সংঘঠিত ফল্ট এর প্রায় ১০% ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট।
4. ওপেন সার্কিট ফল্ট(Open Circuit Fault):

বৈদ্যুতিক লাইনের এক বা একাধিক ফেজ এর সংযোগ অনাকাঙ্খিত কারণে বিচ্ছিন্ন হলে তাকে ওপেন সার্কিট ফল্ট বলে। ফল্ট এর কারণে কতটি ফেজ বিচ্ছিন্ন হয়েছে তার উপর ভিত্তি করে ওপেন সার্কিট ফল্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা:

  1. এক ফেজ ওপেন সার্কিট,
  2. দুই ফেজ ওপেন সার্কিট এবং
  3. তিন ফেজ ওপেন সার্কিট ফল্ট।

Leave a Comment