ভূমিকা(Introduction):
ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে প্রায়শই সিস্টেমের ক্যাপাসিটি বৃদ্ধি, নির্ভরযোগ্যতা অর্জন এবং লোড শেয়ারিং এর জন্য ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন করা হয় থাকে। তবে ট্রান্সফর্মারের দক্ষ এবং নিরাপদ প্যারালাল অপারেশন এর জন্য কি সুনির্দিষ্ট শর্ত পালন করতে হয়। এই আর্টিকেলের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন এর প্রয়োজনীয় শর্তগুলো সম্পর্কে জানবো।
প্যারালাল অপারেশন এর প্রয়োজনীয় শর্তসমূহ(Necessary condition for Transformer Parallel Operation):
১. প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিংয়ে একই ভোল্টেজ রেটিং: ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন এর জন্য প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিং এর ভোল্টেজ রেটিং অবশ্যই এক হতে হবে। ভোল্টেজ রেটিং আলাদা হলে ট্রান্সফর্মারের মধ্যে সার্কুলেটিং কারেন্ট প্রভাবিত হবে, ফলে ট্রান্সফর্মারের দক্ষতা হ্রাস পাবে, অতিরিক্ত তাপ উৎপন্ন হবে এবং স্থায়ীভাবে ট্রান্সফর্মারের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
২. একই টার্ন রেশিও বা ভোল্টেজ রেশিও: ট্রান্সফর্মারের সমূহের প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিং এর টার্ন রেশিও(ভোল্টেজ রেশিও) অবশ্যই এক হতে হবে। এটা ট্রান্সফর্মার সমূহ যাতে সেকেন্ডারি উইন্ডিংয়ে একই ভোল্টেজ সরবরাহ করে তো নিশ্চিত করবে এবং ভারসাম্যহীনতা রোধ করবে।
৩. একই পোলারিটি: ট্রান্সফর্মারের সফল প্যারালাল অপারেশন এর জন্য অবশ্যই সকল ট্রান্সফর্মারের উইন্ডিং এর পোলারিটি এক হতে হবে। যদি কোনো ট্রান্সফর্মারের এক ফেজ উল্টিয়ে দেয়া হয় তবে তা অন্য ট্রান্সফর্মারের সাথে ফেজ রিভার্সাল ঘটবে যা শর্ট সার্কিট তৈরি করবে এবং মারাত্বক দুর্ঘটনা ঘটবে।
৪. একই ফেজ সিকোয়েন্স: প্যারালাল অপারেশনে থাকা সকল ট্রান্সফর্মারের ফেজ সিকোয়েন্স অবশ্যই একই হতে হবে। ফেজে সিকোয়েন্সের অমিল অস্বাভাবিক ভোল্টেজ এবং বিপরীতমুখী কারেন্ট তৈরি করবে এবং ট্রান্সফর্মারের ক্ষতি সাধন করতে পারে।
৫. একই পার্সেন্টেজ ইম্পিডেন্স: প্যারালাল অপারেশনে থাকা ট্রান্সফর্মার সমূহের পার্সেন্টেজ ইমপিডেন্স যথাসম্ভব কাছাকাছি হতে হবে এবং পার্সেন্টেজ ইম্পিডেন্স এর মানের পার্থক্য কোনো ভাবেই ১০% এর বেশি হওয়া যাবে না। পার্সেন্টেজ ইম্পিডেন্স এর পার্থক্য খুব বেশি হলে ট্রান্সফর্মার সমূহ অসম লোড শেয়ারিং হবে যার ফলে দক্ষতা হ্রাস পাবে।
উপসংহার(Conclusion):
পরিশেষে বলা যায় যে, ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন এর জন্য অবশ্যই ট্রান্সফর্মারের প্রাইমারী এবং সেকেন্ডারি উইন্ডিং এর ভোল্টেজ রেটিং, টার্ন রেশিও বা ভোল্টেজ রেশিও, পোলারিটি,ফেজ সিকোয়েন্স এবং পার্সেন্টেজ ইম্পিডেন্স এক হতে হবে। এই শর্তগুলো পালন করতে পারলে ট্রান্সফর্মারের নিরাপদ, নির্ভরযোগ্য এবং দক্ষ প্যারালাল অপারেশন করা যাবে এবং চাহিদা মাফিক কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই বিদুৎ সরবরাহ করা যাবে।