ট্রান্সফরমারে কোনো kVA ব্যবহার করা হয়? kW এ রেটিং করা হয়না কেনো?

A 20 kV / 400 V distribution transformer in Veikkola, Finland
A 20 kV / 400 V distribution transformer in Veikkola, Finland

ভূমিকা (Introduction):

আমার যদি কোনো বৈদ্যুতিক ট্রান্সফর্মারের নেমপ্লেট এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ট্রান্সফরমারটি kW এর পরিবর্তে KVA তে রেটিং করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে আমার জানবো কেনো ট্রান্সফরমারকে kVA তে রেটিং করা হয় এবং kW রেটিং এর সাথে এর পার্থক্য কি।

ট্রান্সফরমারকে kVA তে রেটিং করার কারণ (Reason for rating transformer in kVA):

১. পাওয়ার ফ্যাক্টরের প্রভাবমুক্ত: ট্রান্সফরমার প্রকৃত পাওয়ার এবং রিয়াকটিভ পাওয়ার উভয়ই ট্রান্সফার করে যার মান লোডের পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে। কোনো ট্রান্সফর্মারের পাওয়ার ফ্যাক্টর কেমন হবে তা নির্ভর করে ওই ট্রান্সফর্মারের সাথে কোন ধরনের লোড সংযুক্ত আছে তার উপর এবং লোড পরিবর্তনের সাথে সাথে পাওয়ার ফ্যাক্টরও পরিবর্তিত হয়। তাই ট্রান্সফরমার প্রস্তুতকারক ট্রান্সফরমারকে kW বা kVAR এ রেটিং না করে kVA বা আপাতত পাওয়ার এ রেটিং করে থাকেন কারণ kVA এর মানে পাওয়ার ফ্যাক্টর এর কোনো প্রভাব নেই। ফলে পাওয়ার ফ্যাক্টর এর কথা বিবেচনা না করেই স্বাধীনভাবে সকল ধরনের লোডকে ট্রান্সফর্মারের মাধ্যমে চালানো যায়।

২. কোর লস এবং কপার লস: ট্রান্সফর্মারের কোর লস ভোল্টেজ এর উপর নির্ভরশীল এবং কপার লস কারেন্টের উপর নির্ভর করে। তাই ট্রান্সফরমারকে kW বা kVAR এ রেটিং না করে kVA তে রেটিং করাই বেশি সঠিকতর হবে কারণ kVA সরাসরি ভোল্টেজ এবং কারেন্টের উপর নির্ভরশীল।

৩. সকল লোডে ক্যাপাসিটি নির্ধারণ: ট্রান্সফরমারকে kW এর পরিবর্তে kVA তে রেটিং করলে বিভিন্ন ধরনের লোডে পাওয়ার ফ্যাক্টর বিবেচনা না করেই ট্রান্সফরমারকে ব্যবহার করা যাবে। kVA তে রেটিং করলে সকল ধরনের লোড এবং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি একই থাকে যা সঠিক ক্যাপাসিটির ট্রান্সফরমার নির্বাচনে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।

এক কথায়, সকল ধরনের লোড এবং পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি সঠিকভাবে নির্ধারণের জন্য ট্রান্সফরমারকে kVA তে রেটিং করা হয়।

Leave a Comment