বিদুৎ উৎপাদন কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ সাধারনত 6.5 kV, 11kV বা 22.25 kV হয়ে থাকে যা ট্রান্সমিশন ভোল্টেজের থেকে অনেক কম। বিদুৎ কেন্দ্রে উৎপাদিত এই নিম্ন ভোল্টেজকে ট্রান্সমিশন উপযোগী উচ্চ ভোল্টেজে রূপান্তর করার জন্য বিদুৎ কেন্দ্র সংলগ্ন যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে ইউনিট ট্রান্সফরমার বলে।