বৈদ্যুতিক ট্রান্সফরমার তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির উপর ভিত্তি করে কাজ করে। তাই ট্রান্সফরমার শুধুমাত্র পরিবর্তনশীল সরবরাহে পরিচালিত হতে পারে।
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ডিসি সরবরাহ দিলে স্টিডি (স্থির) কারেন্ট প্রবাহিত হবে এবং এই কারণে স্থির ফ্লাক্স উৎপন্ন হবে যা পরিবর্তনশীল নয়। ফলে ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কোনো ইএমএফ আবিষ্ট হবে না এবং কোনো আউটপুট পাওয়া যাবে না।
যেহেতু ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স অত্যন্ত কম এবং ডিসিতে রিয়্যাকট্যান্স শূন্য তাই প্রাইমারি সাইডে উচ্চ কারেন্ট প্রবাহিত হবে। যার ফলে ওয়াইন্ডিং ওভারহিট হয়ে পুড়ে যেতে পারে।