‘বীণাপাণি’ কোন সমাস?
- বহুব্রীহি
- তৎপুরুষ
- কর্মধারয়
- দ্বিগু সমাস
Explanation: বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। অর্থাৎ সমস্যমান পদের দুটিই বিশেষ্য পদ হয়। যেমন: বীণা পানিতে যার = বীণাপাণি, আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।