‘গরু মাংস খায়’- বাক্যটিতে কিসের অভাব আছে?
- আকাঙ্ক্ষা
- আসত্তি
- যোগ্যতা
- নৈকট্য
Explanation: বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন- গরু ঘাস খায়। এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কারণ, বাক্যটিতে পদসমূহের অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। আবার, “গরু মাংস খায়” বললে বাক্যটি ভাবপ্রকাশের যোগ্যতা হারাবে। কারণ, গরু মাংস খায় না। উল্লেখ্য, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা চাই। যেমন- ১) আকাঙ্ক্ষা, ২) আসত্তি এবং ৩) যোগ্যতা।