Petrobangla-Sub-Assistant Engineer Exam Question Solution (2nd Shift)
Post Name: Sub-Assistant Engineer
Date: 07-06-2024
Department: Electrical, Electronics, Computer, Automobile, Chemical, Power and Environment
Venue: BUET Time: 1 Hour
Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks
‘বৃষ্টি’ এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
- বৃষ + টি
- বৃশ+টি
- বৃ+টি
- বৃষ্+তি
‘অহরহ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- অহ + রহ
- অহঃ + রহ
- অহ + অহ
- অহঃ + অহ
‘চিনির বলদ’ বাগধারাটির সঠিক অর্থ কী?
- নিষ্ফল পরিশ্রম
- সস্তা দাম
- ঠকানো
- কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
- অপদার্থ
- নিরেট মূর্খ
- অত্যন্ত অলস
- অপটু
প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
- চলিত ভাষায়
- সাধু ভাষায়
- আঞ্চলিক ভাষায়
- সংস্কৃত ভাষায়
“জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়, সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়।”- এই পংক্তি দু’টি লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- সুকান্ত ভট্টাচার্য
- কাজী নজরুল ইসলাম
‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
- তুর্কি
- ফারসি
- উর্দু
- আরবি
‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ তাকে এক কথায় কি বলে?
- ইতিহাসবেত্তা
- ঐতিহাসিক
- ইতিহাসবিদ
- ইতিহাস রচয়িতা
‘যে নারীর চেহারা দেখতে সুন্দর’ এক কথায় কী হবে?
- সুদর্শনা
- অপরূপা
- রূপসী
- ললনা
‘তার বাবা অনেক কড়া মানুষ’- এখানে ‘কড়া’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- কঠিন
- কর্কশ
- রাগী
- উগ্র
নিচের কোন বানানটি সঠিক?
- মহিমান্বিত
- কেবলমাত্র
- সুস্বাগত
- আয়ত্তাধীন
নিচের কোন বাক্যটি সঠিক?
- ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
- এ কথা প্রমান হয়েছে।
- অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
- আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- হাশেম খান
- জয়নুল আবেদিন
- কামরুল হাসান
- হামিদুর রহমান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক সাহায্য করে কোন দেশ?
- যুক্তরাষ্ট্র
- ব্রিটেন
- রাশিয়া
- ইরাক
পেট্রোবাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭১
- ১৯৮১
- ১৯৮৫
- ১৯৯৫
বর্তমান প্রবৃদ্ধি অনুযায়ী কত সালের মধ্যে পৃথিবীতে মুসলিম সংখ্যায় প্রথম বৃহত্তম হবে?
- ২০৫০
- ২০৭০
- ৩০০০
- ৩০৫০
আধুনিক দাসত্বের প্রতীক কোন দেশ?
- উত্তর কোরিয়া
- চীন
- দক্ষিণ আফ্রিকা
- মায়ানমার
ফিলিস্তিনকে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয়?
- ১৯৮৮
- ২০১১
- ২০১২
- এখনো দেয়নি
দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে?
- ভ্লাদিমির ক্রামলিন
- ম্যাগনাস কার্লসেন
- বিশ্বনাথ আনন্দ
- ডিং লিরেন
‘A Passage to India’ is written by-
- E. M. Forster
- Rudyard Kipling
- Galls Worthy
- A. H. Auden
This pen is inferior______your pen.
- than
- that
- from
- to
The phrase ‘sine die’ means-
- half-heatedlly
- doubtfully
- fixed
- uncertain
Neither Rahim nor Karim______qualified for the admission test.
- are
- were
- is
- had
The path of success is beset_____difficulties.
- with
- by
- through
- along
The boy was cured_________typhoid.
- from
- for
- through
- of
The synonym of the words ‘lunatic’ is-
- lazy
- hypnotized
- wise
- mad
Choose the correct sentence-
- I wish I were you.
- I wish I was you.
- I wish I am you.
- I wish I are you.
What is the antonym of ‘workaholic’?
- doer
- busy bee
- go-getter
- indolent
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
- ১৪ টাকা
- ৪২ টাকা
- ১২ টাকা
- ১০৫ টাকা
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- ১০২
- ২০৪
- ৫২
- ৮৪
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
- ১৬%
- ২০%
- ২৫
- ২৪
x-\frac 1x=3 হলে x^3-\frac 1{x^3} এর মান কত?
- 25
- 18
- 36
- 115
∆ABC ∠A = 40°, ∠B = 70° হলে ∠ABC কি ধরনের ত্রিভুজ?
- সমকোণী
- স্থূলকোণী
- সমদ্বিবাহু
- সমবাহু
২ থেকে ২২ এর মধ্যে সকল বিজোড় পূর্ণ সংখ্যার গড় কত?
- ১৪
- ১২
- ১৩
- ১১
দুটি সংখ্যার যোগফল ২৪৯০। একটি সংখ্যার ৬.৫% অপর সংখ্যাটির ৮.৫% এর সমান হলে, বৃহত্তম সংখ্যাটি = ১২ কত?
- ১০৭৯
- ১৩৮০
- ১৪১১
- ১২৫০
একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে B এর থেকে A 30 মিনিট বেশি সময় নেয়। কিন্তু যদি A তার গতি দ্বিগুণ করে, তাহলে সে একই দূরত্ব অতিক্রম করতে B এর থেকে এক ঘণ্টা কম সময় নেয়। B এর গতি (কি.মি./ঘণ্টা) কত?
- 6
- 6.5
- 5
- 5.5
একজন পরীক্ষার্থী বাংলায় ৫০%, ইংরেজিতে ৬০% এবং গণিতের পাশাপাশি বিজ্ঞানেও ৭০% নম্বর পেয়েছে। এই ৪টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৫০ নম্বর পাওয়া সম্ভব হলে, তার মোট প্রাপ্ত নম্বর কত?
- ১৭৫
- ১৫০
- ১২৫
- ১৮৫
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ১৭৯
- ৩৫৯
- ৩৬১
- ৭২১
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
- কয়লা
- তৈল
- প্রাকৃতিক গ্যাস
- চুনাপাথর