Petrobangla-Sub-Assistant Engineer Exam Question Solution (2nd Shift)

Post Name: Sub-Assistant Engineer
Date: 07-06-2024
Department: Electrical, Electronics, Computer, Automobile, Chemical, Power and Environment
Venue: BUET Time: 1 Hour
Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks


‘বৃষ্টি’ এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?

  1. বৃষ + টি
  2. বৃশ+টি
  3. বৃ+টি
  4. বৃষ্‌+তি

‘চিনির বলদ’ বাগধারাটির সঠিক অর্থ কী?

  1. নিষ্ফল পরিশ্রম
  2. সস্তা দাম
  3. ঠকানো
  4. কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি

‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?

  1. অপদার্থ
  2. নিরেট মূর্খ
  3. অত্যন্ত অলস
  4. অপটু

প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?

  1. চলিত ভাষায়
  2. সাধু ভাষায়
  3. আঞ্চলিক ভাষায়
  4. সংস্কৃত ভাষায়

“জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়, সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়।”- এই পংক্তি দু’টি লিখেছেন?

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. কাজী নজরুল ইসলাম

‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  1. তুর্কি
  2. ফারসি
  3. উর্দু
  4. আরবি

‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ তাকে এক কথায় কি বলে?

  1. ইতিহাসবেত্তা
  2. ঐতিহাসিক
  3. ইতিহাসবিদ
  4. ইতিহাস রচয়িতা

‘যে নারীর চেহারা দেখতে সুন্দর’ এক কথায় কী হবে?

  1. সুদর্শনা
  2. অপরূপা
  3. রূপসী
  4. ললনা

‘তার বাবা অনেক কড়া মানুষ’- এখানে ‘কড়া’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  1. কঠিন
  2. কর্কশ
  3. রাগী
  4. উগ্র

নিচের কোন বানানটি সঠিক?

  1. মহিমান্বিত
  2. কেবলমাত্র
  3. সুস্বাগত
  4. আয়ত্তাধীন

নিচের কোন বাক্যটি সঠিক?

  1. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
  2. এ কথা প্রমান হয়েছে।
  3. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
  4. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  1. হাশেম খান
  2. জয়নুল আবেদিন
  3. কামরুল হাসান
  4. হামিদুর রহমান

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক সাহায্য করে কোন দেশ?

  1. যুক্তরাষ্ট্র
  2. ব্রিটেন
  3. রাশিয়া
  4. ইরাক

পেট্রোবাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৭১
  2. ১৯৮১
  3. ১৯৮৫
  4. ১৯৯৫

বর্তমান প্রবৃদ্ধি অনুযায়ী কত সালের মধ্যে পৃথিবীতে মুসলিম সংখ্যায় প্রথম বৃহত্তম হবে?

  1. ২০৫০
  2. ২০৭০
  3. ৩০০০
  4. ৩০৫০

আধুনিক দাসত্বের প্রতীক কোন দেশ?

  1. উত্তর কোরিয়া
  2. চীন
  3. দক্ষিণ আফ্রিকা
  4. মায়ানমার

ফিলিস্তিনকে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয়?

  1. ১৯৮৮
  2. ২০১১
  3. ২০১২
  4. এখনো দেয়নি

দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে?

  1. ভ্লাদিমির ক্রামলিন
  2. ম্যাগনাস কার্লসেন
  3. বিশ্বনাথ আনন্দ
  4. ডিং লিরেন

This pen is inferior______your pen.

  1. than
  2. that
  3. from
  4. to

The phrase ‘sine die’ means-

  1. half-heatedlly
  2. doubtfully
  3. fixed
  4. uncertain

Neither Rahim nor Karim______qualified for the admission test.

  1. are
  2. were
  3. is
  4. had

The boy was cured_________typhoid.

  1. from
  2. for
  3. through
  4. of

Choose the correct sentence-

  1. I wish I were you.
  2. I wish I was you.
  3. I wish I am you.
  4. I wish I are you.

৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

  1. ১৪ টাকা
  2. ৪২ টাকা
  3. ১২ টাকা
  4. ১০৫ টাকা

একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

  1. ১০২
  2. ২০৪
  3. ৫২
  4. ৮৪

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

  1. ১৬%
  2. ২০%
  3. ২৫
  4. ২৪

দুটি সংখ্যার যোগফল ২৪৯০। একটি সংখ্যার ৬.৫% অপর সংখ্যাটির ৮.৫% এর সমান হলে, বৃহত্তম সংখ্যাটি = ১২ কত?

  1. ১০৭৯
  2. ১৩৮০
  3. ১৪১১
  4. ১২৫০

একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে B এর থেকে A 30 মিনিট বেশি সময় নেয়। কিন্তু যদি A তার গতি দ্বিগুণ করে, তাহলে সে একই দূরত্ব অতিক্রম করতে B এর থেকে এক ঘণ্টা কম সময় নেয়। B এর গতি (কি.মি./ঘণ্টা) কত?

  1. 6
  2. 6.5
  3. 5
  4. 5.5

একজন পরীক্ষার্থী বাংলায় ৫০%, ইংরেজিতে ৬০% এবং গণিতের পাশাপাশি বিজ্ঞানেও ৭০% নম্বর পেয়েছে। এই ৪টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৫০ নম্বর পাওয়া সম্ভব হলে, তার মোট প্রাপ্ত নম্বর কত?

  1. ১৭৫
  2. ১৫০
  3. ১২৫
  4. ১৮৫

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

  1. কয়লা
  2. তৈল
  3. প্রাকৃতিক গ্যাস
  4. চুনাপাথর

Leave a Comment