Petrobangla-Sub-Assistant Engineer Exam Question Solution (1st Shift)

Post Name: Sub-Assistant Engineer
Date: 07-06-2024
Department: Mechanical and Civil Technology
Venue: BUET Time: 1 Hour
Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks


শূদ্র এর স্ত্রী লিঙ্গ কোনটি?

  1. শূদ্রী
  2. শূদ্রাণী
  3. শূদ্রানী
  4. শূদ্রা

সঠিক কোনটি?

  1. চলাকালীন সময়ে
  2. চলাকালে
  3. চলাকালের সময়ে
  4. চলাকালিন সময়ে

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  1. সূর্যের দিন
  2. খোয়াবনামা
  3. আরেক ফাল্গুন
  4. আর্তনাদ

সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?

  1. অতি + অধিক = অত্যাধিক
  2. প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
  3. অগ্নী + উৎপাত = অগ্নুপাত
  4. চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ

“শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে”- বাক্যে ‘পাঠে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  1. করণে সপ্তমী
  2. কর্মে সপ্তমী
  3. অধিকরণে সপ্তমী
  4. অপাদানে সপ্তমী

‘Portfolio’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

  1. প্রচারণা
  2. সম্পূরক
  3. দাঙ্গা
  4. দপ্তর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন?

  1. জাকির হোসেন
  2. ভি ভি গিরি
  3. ইন্দিরা গান্ধী
  4. শ্যামা প্রসাদ

কত সালে রাশিয়া সর্বশেষ ক্রিমিয়া দখলে নেয়?

  1. ২০১৫
  2. ২০১৩
  3. ২০১৪
  4. ২০১৬

এ পর্যন্ত কতটি দেশ ফুটবল বিশ্বকাপ জয় করেছে?

  1. ১০

ফুটবলের রাজা পেলের জন্ম কত সালে?

  1. ১৯৪০
  2. ১৯৪১
  3. ১৯৪২
  4. ১৯৩৯

বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার প্রায়_______।

  1. ৬৭%
  2. ৭৬%
  3. ৭০%
  4. ৭৪%

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  1. রাঙ্গামাটি
  2. ঢাকা
  3. চট্টগ্রাম
  4. ময়মনসিংহ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম কোন জেলায়?

  1. বরিশাল
  2. নরসিংদি
  3. ঢাকা
  4. সিলেট

বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা আছে?

  1. ৫৫৪
  2. ৪৬০
  3. ৪৫২
  4. ৪৯১

বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায়______জন।

  1. ১,২৫০
  2. ১,৪৫০
  3. ১,৩৫০
  4. ১,৪৫০

ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে?

Choose the correct sentence.

  1. I need a few furniturs.
  2. I do not need many furnitures.
  3. I do not need some furnitures.
  4. I need some furniture.

Choose the correct sentence.

  1. I, you and he are present.
  2. You, he and I are present.
  3. You, he and I am present.
  4. He, you and I are present.

He has been ill______Friday last.

  1. from
  2. on
  3. in
  4. since

One of the boys______absent yesterday.

  1. were
  2. was
  3. are
  4. none of them

They agreed amongst________that they would not tell anyone.

  1. themselves
  2. himself
  3. ourselves
  4. yourself

একটি বাক্সে ৬০টি বল রয়েছে- ২২টি সাদা, ১৮টি সবুজ, ১১টি হলুদ, ৫টি লাল এবং ৪টি বেগুনী। যদি একটি বল দৈবভাবে বেছে নেওয়া হয়, তাহলে বলটি লাল বা বেগুনী না হওয়ার সম্ভাবনা কত?

  1. ০.৮৫
  2. ০.১৫
  3. ০.৫৪
  4. ০.০৯

একটি কারখানায় দুটি মেশিন রয়েছে- মেশিন A এবং B। মেশিন A তার ধ্রুবক হারে একা কাজ করলে ১০ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। মেশিন B তার ধ্রুবক হারে একা কাজ করলে ১৫ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। যদি মেশিন A এবং B নিজ নিজ ধ্রুবক হারে একযোগে কাজ করে, তবে k লিটার রাসায়নিক উৎপাদন করতে কত সময় লাগবে?

  1. ১২ মিনিট
  2. ৬ মিনিট
  3. ১২.৫ মিনিট
  4. ১০ মিনিট

5√5 এর 5 ভিত্তিক লগ কত?

  1. 2/3
  2. 3/2
  3. 5
  4. √5

একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে ২০ মি., ২১ মি., এবং ২৯ মি. হলে এর ক্ষেত্রফল কত?

  1. ২৫০ বর্গ মি
  2. ২১০ বর্গ মি
  3. ২৭২ বর্গ মি
  4. ২২০ বর্গ মি.

৯ জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে ৭ জনের বেশি অপরটিতে ৪ জনের বেশি ধরে না। দলটি মোট কত উপায়ে ভ্রমণ করতে পারবে?

  1. ১২০
  2. ২২০
  3. ২৩৬
  4. ২৪৬

নিচের চিত্রটি বিবেচনা করুন। যদি X = PS এবং Y = SR হয়, নিচের কোনটি X এবং Y এর মধ্যে সত্য। এখানে উল্লেখ্য, চিত্রটি সঠিক স্কেলে আঁকা হয়নি।

  1. X বৃহত্তর
  2. Y বৃহত্তর
  3. X = Y
  4. উপরের কোনটিই নয়

একটি বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?

  1. ৫%
  2. ০%
  3. ২০%
  4. কোনটিই নয়

একজন মোবাইল বিক্রেতা তার প্রতিটি মোবাইলের দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত মোবাইলের সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ।

  1. 100y/(100-y)
  2. (100-y)/100y
  3. 100/(100-y)
  4. 100y/(100-x)

দুইটি সংখ্যার ল.সা.গু a ^ 2b(a + b) এবং গ.সা.গু a(a + b)। একটি সংখ্যা a ^ 3 + a ^ 2b হলে অপর সংখ্যাটি কত?

  1. a ^ 3 b + a ^ 2 b ^ 2
  2. a ^ 2 b + a b ^ 2
  3. a b ^ 2 + a ^ 2 b ^ 2
  4. a ^ 3 + b ^ 3

একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে, ধারার ২০২ তম সংখ্যাটি কত?

  1. ৮৬৫
  2. ৮০৪
  3. ৮০৬
  4. ৮০৮

Leave a Comment