Petrobangla-Sub-Assistant Engineer Exam Question Solution (1st Shift)
Post Name: Sub-Assistant Engineer
Date: 07-06-2024
Department: Mechanical and Civil Technology
Venue: BUET Time: 1 Hour
Non-Department – 40×1.5=60 Marks and Written – 40 Marks
নিচের কোনটি ভুল বানান?
- নৈঋত
- প্রজ্বলন
- পলল
- মুহ্যমান
উপরি + উক্ত মিলে কোন শব্দটি গঠিত হয়?
- উপরোক্ত
- উপরিক্ত
- উপর্যুক্ত
- উপরুক্ত
শূদ্র এর স্ত্রী লিঙ্গ কোনটি?
- শূদ্রী
- শূদ্রাণী
- শূদ্রানী
- শূদ্রা
কোনটি সমষ্টিবাচক শব্দ নয়?
- নিকর
- নিচয়
- কূল
- দাম
সঠিক কোনটি?
- চলাকালীন সময়ে
- চলাকালে
- চলাকালের সময়ে
- চলাকালিন সময়ে
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- সূর্যের দিন
- খোয়াবনামা
- আরেক ফাল্গুন
- আর্তনাদ
হ্যারি পটার কোন বিষয়ক পুস্তক?
- শিশুতোষ
- বিজ্ঞান
- নভেল
- জীবনী
সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?
- অতি + অধিক = অত্যাধিক
- প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
- অগ্নী + উৎপাত = অগ্নুপাত
- চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
“শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে”- বাক্যে ‘পাঠে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- করণে সপ্তমী
- কর্মে সপ্তমী
- অধিকরণে সপ্তমী
- অপাদানে সপ্তমী
‘Portfolio’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
- প্রচারণা
- সম্পূরক
- দাঙ্গা
- দপ্তর
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
- জাকির হোসেন
- ভি ভি গিরি
- ইন্দিরা গান্ধী
- শ্যামা প্রসাদ
কত সালে রাশিয়া সর্বশেষ ক্রিমিয়া দখলে নেয়?
- ২০১৫
- ২০১৩
- ২০১৪
- ২০১৬
এ পর্যন্ত কতটি দেশ ফুটবল বিশ্বকাপ জয় করেছে?
- ৬
- ১০
- ৮
- ৭
ফুটবলের রাজা পেলের জন্ম কত সালে?
- ১৯৪০
- ১৯৪১
- ১৯৪২
- ১৯৩৯
বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার প্রায়_______।
- ৬৭%
- ৭৬%
- ৭০%
- ৭৪%
আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
- রাঙ্গামাটি
- ঢাকা
- চট্টগ্রাম
- ময়মনসিংহ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম কোন জেলায়?
- বরিশাল
- নরসিংদি
- ঢাকা
- সিলেট
বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা আছে?
- ৫৫৪
- ৪৬০
- ৪৫২
- ৪৯১
বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায়______জন।
- ১,২৫০
- ১,৪৫০
- ১,৩৫০
- ১,৪৫০
ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে?
- ৬
- ৭
- ৫
- ৮
Choose the correct sentence.
- I need a few furniturs.
- I do not need many furnitures.
- I do not need some furnitures.
- I need some furniture.
Choose the correct sentence.
- I, you and he are present.
- You, he and I are present.
- You, he and I am present.
- He, you and I are present.
He has been ill______Friday last.
- from
- on
- in
- since
One of the boys______absent yesterday.
- were
- was
- are
- none of them
Your work is______important than your games.
- very
- too
- more
- most
Which one is noun?
- undertaken
- undrstand
- undertake
- undertaking
The opposite of ‘ability’ is-
- unability
- inability
- disability
- misability
The meaning of the word ‘faithful’ is-
- loyal
- extravagant
- hateful
- diceitful
Which one is the singular?
- public
- crowd
- mice
- knife
They agreed amongst________that they would not tell anyone.
- themselves
- himself
- ourselves
- yourself
একটি বাক্সে ৬০টি বল রয়েছে- ২২টি সাদা, ১৮টি সবুজ, ১১টি হলুদ, ৫টি লাল এবং ৪টি বেগুনী। যদি একটি বল দৈবভাবে বেছে নেওয়া হয়, তাহলে বলটি লাল বা বেগুনী না হওয়ার সম্ভাবনা কত?
- ০.৮৫
- ০.১৫
- ০.৫৪
- ০.০৯
একটি কারখানায় দুটি মেশিন রয়েছে- মেশিন A এবং B। মেশিন A তার ধ্রুবক হারে একা কাজ করলে ১০ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। মেশিন B তার ধ্রুবক হারে একা কাজ করলে ১৫ মিনিটে k লিটার রাসায়নিক উৎপাদন করে। যদি মেশিন A এবং B নিজ নিজ ধ্রুবক হারে একযোগে কাজ করে, তবে k লিটার রাসায়নিক উৎপাদন করতে কত সময় লাগবে?
- ১২ মিনিট
- ৬ মিনিট
- ১২.৫ মিনিট
- ১০ মিনিট
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
- 2/3
- 3/2
- 5
- √5
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে ২০ মি., ২১ মি., এবং ২৯ মি. হলে এর ক্ষেত্রফল কত?
- ২৫০ বর্গ মি
- ২১০ বর্গ মি
- ২৭২ বর্গ মি
- ২২০ বর্গ মি.
৯ জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে ৭ জনের বেশি অপরটিতে ৪ জনের বেশি ধরে না। দলটি মোট কত উপায়ে ভ্রমণ করতে পারবে?
- ১২০
- ২২০
- ২৩৬
- ২৪৬
নিচের চিত্রটি বিবেচনা করুন। যদি X = PS এবং Y = SR হয়, নিচের কোনটি X এবং Y এর মধ্যে সত্য। এখানে উল্লেখ্য, চিত্রটি সঠিক স্কেলে আঁকা হয়নি।
- X বৃহত্তর
- Y বৃহত্তর
- X = Y
- উপরের কোনটিই নয়
একটি বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?
- ৫%
- ০%
- ২০%
- কোনটিই নয়
একজন মোবাইল বিক্রেতা তার প্রতিটি মোবাইলের দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত মোবাইলের সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ।
- 100y/(100-y)
- (100-y)/100y
- 100/(100-y)
- 100y/(100-x)
দুইটি সংখ্যার ল.সা.গু a ^ 2b(a + b) এবং গ.সা.গু a(a + b)। একটি সংখ্যা a ^ 3 + a ^ 2b হলে অপর সংখ্যাটি কত?
- a ^ 3 b + a ^ 2 b ^ 2
- a ^ 2 b + a b ^ 2
- a b ^ 2 + a ^ 2 b ^ 2
- a ^ 3 + b ^ 3
একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে, ধারার ২০২ তম সংখ্যাটি কত?
- ৮৬৫
- ৮০৪
- ৮০৬
- ৮০৮