Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 08-10-2021
Department:  Civil
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks


“মানুষের মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর” কোন কবির উক্তি?

  1. কাজীনজরুল ইসলাম
  2. শেখ ফজলুল করিম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শামসুর রহমান

নিচের কোন বাক্যটিতে ক্রিয়াপদটি উহ্য আছে?

  1. ইনি আমার ভাই
  2. ছেলেরা খেলা করছে
  3. আমি ঢাকায় যাব।
  4. মেয়েটি হাসে

যে নারীর স্বামী বিদেশে থাকে’ তাকে এক কথায় কী বলে?

  1. প্রিয়ভাষী
  2. নবোঢ়া
  3. প্রোষিতভর্তৃকা
  4. শুচিস্মিতা

প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?

  1. বর্ণনামূলক অর্থে
  2. প্রশ্নবোধক অর্থে
  3. বিরতি অর্থে
  4. ব্যাখ্যামূলক অর্থে

‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ কি?

  1. মূলতবি রাখা
  2. সর্বনাশ করা
  3. বিগড়ে দেওয়া
  4. গোপন করা

‘প্রেক্ষিত’ শব্দের অর্থ কোনটি?

  1. যাওয়া হয়েছে
  2. দর্শন করা হয়েছে এমন
  3. আসা হয়েছে
  4. কোনটিই নয়

বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি

  1. বীর উত্তম
  2. বীর বিক্রম
  3. বীর প্রতীক
  4. বীরশ্রেষ্ঠ

প্রথম কোন দেশ COVAX এর উদ্যোগের অধীনে ফ্রি ভ্যাকসিন পেয়েছে?

  1. ঘানা
  2. সোমালিয়া
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া

এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?

  1. ১৮
  2. ৩৬
  3. ১০০

দুটি ঘন্টা যথাক্রমে ৮ মিনিট ও ৬ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?

  1. ১২টা ১২ মিনিট
  2. ১২টা ১৮ মিনিট
  3. ১২টা ২৪ মিনিট
  4. ১২টা ৩০ মিনিট

একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল চৌবাচ্চাকে ৮০ মিনিটে খালি করতে পারে এবং অপর নলটি এক ঘন্টায় পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কত সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ করতে?

  1. ৯০ মিনিট
  2. ২৪০ মিনিট
  3. ৯৩ মিনিট
  4. ১০০ মিনিট

সোনা পানির চেয়ে ১৯ গুণ ভারী এবং তামা পানির চেয়ে ৯ গুণ ভারী। ধাতু দুটো কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির চেয়ে ১৫ গুণ ভারী হবে?

  1. ৪ঃ৩
  2. ৮ঃ৫
  3. ৩ঃ২
  4. ৯ঃ৫

২০% অ্যালকোহলযুক্ত ১৫ লিটার পানিতে ৩ লিটার পানি যোগ করা হলে শতকরা অ্যালকোহলের পরিমাণ কত?

  1. 16.67%
  2. ১৭.৬৭%
  3. ১৮.৬৭%
  4. ১৯.৬৭%

Leave a Comment