Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution
Post Name: Sub Assistant Engineer
Date: 08-10-2021
Department: Electrical
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
- বিভক্তি
- ধাতু
- প্রত্যয়
- কৃৎ
কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
- পাবক
- মারুত
- পবন
- অনিল
‘যে ভূমিতে ফসল জন্মায় না এই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে?
- বন্ধ্যা
- ঊষর
- অনির্ভর
- পতিত
‘ক্ষ’ এর বিশ্লিষ্ট রূপ-
- ক্ + ষ
- হ + ম্
- ক + খ
- ষ + ক
কোন বানানটি সঠিক?
- ধাঁধাঁ
- ধাধা
- ধাধাঁ
- ধাঁধা
‘ষ’ এর স্ত্রীলিঙ্গ কোনটি?
- শূদ্রাণী
- শূদ্রা
- শূদ্রানী
- শূদ্রী
‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ এই বাক্যে রাস্তা কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে শূন্য
- করণে শূন্য
- অপাদানে শূন্য
- কর্মে শূন্য
‘হাত কামড়ানো’ বাগধারাটির অর্থ কি?
- আফসোস করা
- চিন্তা করা
- বদলা নেওয়া
- আঘাতের হুমকি দেওয়ায়
শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’ এর লেখক কে?
- নজরুল ইসলাম
- আল মাহমুদ
- রফিক আজাদ
- ফররুখ আহমদ
‘পুরাধ্যক্ষ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- পুরা + অধ্যক্ষ
- পুর + অধ্যক্ষ
- পুর + আধ্যক্ষ
- পুর + অধ্যাক্ষ
What is the correct passive form of the sentence bellow?–‘Do it.’
- Let it be done
- It is ordered to be done
- Let us do it
- It is to be done
Which one is imperative sentence
- Let it be done
- Open the door
- She is cooking
- The job is done
‘He is poor but honest. In this sentence which one is a conjunction?
- but
- he
- poor
- honest
The new offer of job was alluring. Here ‘alluring’ means-
- unexpected
- tempting
- disappointing
- ordinary
Choose the correct synonym for the word ‘Tedious’
- amusing
- dull
- exciting
- quick
Choose the correct sentence.
- More he gets, more he wants
- The more he gets, the more he wants
- More he gets, the more he wants
- The more he gets, more he wants
His honesty cannot be –
- take into account
- brought to light
- taken into question
- called in question
বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়?
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
- কার্বন ডাই অক্সাইড
- অক্সিজেন
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত?
- সিলেট
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- সুনামগঞ্জ
কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়?
- ভিটামিন-সি
- ভিটামিন-এ
- ভিটামিন-ডি
- ভিটামিন-ই
কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম?
- লাল
- বেগুনী
- হলুদ
- কমলা
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
- রাঙামাটি
- বান্দরবান
- খাগড়াছড়ি
- সিলেট
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- লন্ডন, যুক্তরাজ্য
- রোম, ইতালি
- জেনেভা, সুইজারল্যান্ড
নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরুস্কার দেওয়া হয়।
- চিকিৎসাশাস্ত্র
- সাহিত্য, শান্তি ও অর্থনীতি
- রসায়ন ও পদার্থবিদ্যা
- উপরের সবকয়টি
বিশ্ব পর্যটন দিবস কবে?
- ২৩শে সেপ্টেম্বর
- ২৭শে সেপ্টেম্বর
- ২৪শে অক্টোবর
- ২৭শে অক্টোবর
SDG progress award 2021 কে পেয়েছেন?
- নরেন্দ্র মোদি
- লোটে শেরিং
- আং সান সুচি
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Global Innovation Index 2021 বাংলাদেশের অবস্থান কত ?
- ১১৬ তম
- ১২৭ তম
- ১১২ তম
- ১১৮ তম
একটি দ্রব্য ১৩২৫ টাকায় বিক্রি করায় ১৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ১১৫২.১৭ টাকা
- ১১৬২.৩৭ টাকা
- ১২৬৪.৮৭ টাকা
- ১২৮৫.৯৬ টাকা
দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পর পর বাজলে কত সময় পর তারা একত্রে বাজবে?
- ৫ ঘন্টা
- ৮ ঘন্টা
- ১২ ঘন্টা
- ২৪ ঘন্টা
৭০০ টাকা রহিম, কবির ও করিমের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন, রহিম পার কবিরের অর্ধেক এবং কবির পায় করিমের অর্ধেক। করিম কত টাকা পেল?
- ১০০
- ২০০
- 800
- ৩০০
এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?
- ৯
- ১৮
- ৩৬
- ১০০
কোন সংখ্যাকে ১০০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয়, তবে ঐ সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
- ৪৩
- ৫৭
- ৪৭
- ৫৩