Bangladesh Power Development Board-BPDB Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 08-10-2021
Department:  Electrical
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 40 Mark and Department Written – 60 Marks


‘যে ভূমিতে ফসল জন্মায় না এই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে?

  1. বন্ধ্যা
  2. ঊষর
  3. অনির্ভর
  4. পতিত

‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ এই বাক্যে রাস্তা কোন কারকে কোন বিভক্তি?

  1. অধিকরণে শূন্য
  2. করণে শূন্য
  3. অপাদানে শূন্য
  4. কর্মে শূন্য

‘পুরাধ্যক্ষ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  1. পুরা + অধ্যক্ষ
  2. পুর + অধ্যক্ষ
  3. পুর + আধ্যক্ষ
  4. পুর + অধ্যাক্ষ

বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়?

  1. হাইড্রোজেন
  2. নাইট্রোজেন
  3. কার্বন ডাই অক্সাইড
  4. অক্সিজেন

বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত?

  1. সিলেট
  2. মৌলভীবাজার
  3. হবিগঞ্জ
  4. সুনামগঞ্জ

কোন ভিটামিনের অভাবে চর্মরোগ হয়?

  1. ভিটামিন-সি
  2. ভিটামিন-এ
  3. ভিটামিন-ডি
  4. ভিটামিন-ই

বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

  1. রাঙামাটি
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. সিলেট

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. রোম, ইতালি
  4. জেনেভা, সুইজারল্যান্ড

নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরুস্কার দেওয়া হয়।

  1. চিকিৎসাশাস্ত্র
  2. সাহিত্য, শান্তি ও অর্থনীতি
  3. রসায়ন ও পদার্থবিদ্যা
  4. উপরের সবকয়টি

বিশ্ব পর্যটন দিবস কবে?

  1. ২৩শে সেপ্টেম্বর
  2. ২৭শে সেপ্টেম্বর
  3. ২৪শে অক্টোবর
  4. ২৭শে অক্টোবর

একটি দ্রব্য ১৩২৫ টাকায় বিক্রি করায় ১৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  1. ১১৫২.১৭ টাকা
  2. ১১৬২.৩৭ টাকা
  3. ১২৬৪.৮৭ টাকা
  4. ১২৮৫.৯৬ টাকা

এক ব্যক্তি এক সৈন্যকে জিজ্ঞেস করলেন সৈন্যদলে আপনারা মোট কতজন এসেছেন? সৈন্য উত্তর দিলেন, ‘আসছে যত, আসবে তত, তার অর্ধেক, তার সিঁকি, আপনাকে নিয়ে মোট একশত।’ সেই সৈন্য দলে কতজন এসেছেন?

  1. ১৮
  2. ৩৬
  3. ১০০

কোন সংখ্যাকে ১০০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয়, তবে ঐ সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

  1. ৪৩
  2. ৫৭
  3. ৪৭
  4. ৫৩

Leave a Comment