Bangladesh Water Development Board-BWDB Sub Assistant Engineer Exam Question Solution
Post Name: Sub-Assistant Engineer
Date: 12-08-2023
Department: Electrical and Mechanical Technology
Venue: BUET Time: 1 Hour and 30 Minutes
Non-Department – 32 Mark and Department Written – 38 Marks
১. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) ষড়ঋতু – ষট্ + ঋতু
(খ) অলংকার অলম্ + কার
(গ) ক্ষুধার্ত ক্ষুধা + ঋত
(ঘ) প্রৌঢ় প্র + উঢ়
(ঙ) পরীক্ষা – পরি + ঈক্ষা
২. এক কথায় প্রকাশ করুন:
ক) পূর্বে শোনা যায়নি এমন অশ্রুতপূর্ব
(খ) জয়সূচক উৎসব – জয়ন্তী
(গ) ভূ-কেন্দ্রের দিকে বস্তুর টান – অভিকর্ষ
(ঘ) সকল অত্যাচার সয় এমন সর্বংসহা
(ঙ) অক্ষির অগোচরে পরোক্ষ
৩. Translate into English.
(ক) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs since morning.
(খ) ছেলেটি গোল্লায় গিয়েছে। The boy has gone to dogs.
(গ) সে সাঁতার কাটতে জানে। He knows how to swim.
(ঘ) এইমাত্র পাঁচটা বাজল। It has just struck five.
(ঙ) গরু ঘাস খায়। The cow eats grass.
৪. Fill in the blanks with appropriate article.
(i) Mr. Smith is______European.
Ans: a
(ii) She reached home within half_______hour.
Ans: an
(iii) Her family lives in______USA.
Ans: the
(iv) I saw____one-eyed man on the street.
Ans: a
(v) You are______Messi, I see.
Ans: a
৫. নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।
(ক) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।
(খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ)।
(গ) মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরের গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
উত্তর: ক্র্যাক প্লাটুন।
(ঘ) বিশ্বে কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
(ঙ) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
(চ) কাব্যগ্রন্থ ‘হেনা’ কে রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
(ছ) বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোন জেলায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
(জ) UPS এর পূর্ণরূপ কী?
উত্তর: Uninterruptible Power Supply.
(ঝ) DOS কী ধরনের সফটওয়্যার?
উত্তর: অপারেটিং সিস্টেম সফটওয়্যার।
(ঞ) ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ কোন দলের বিপক্ষে খেলবে?
উত্তর: আফগানিস্তান।
৬. ১২ মিটার উচ্চ একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙ্গেছিল?
উত্তরঃ ৪ মি।