RPCL-NORINCO INTL POWER LIMITED-RNPL Sub Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub Assistant Engineer
Date: 23-12-2022
Department: Electrical and Mechanical Technology
Venue: BUET Time: 1 Hour
Non-Department – 60 Mark and Department Written – 40 Marks


একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ ও উচ্চতা সমান। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি সেখানে ১৬,২০০ লিটার পানি থাকে, তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত?

  1. ৩.২ মিটার
  2. ৩ মিটার
  3. ৪.০২ মিটার
  4. ৪.২ মিটার

স্রোতের অনুকূলে ৩০ কি.মি. যেতে ৩ ঘন্টা লাগে ও একই দূরত্বে প্রতিকূলে ফিরে আসতে ৫ ঘন্টা সময় লাগে । স্রোতের বেগ কত?

  1. ২ কি.মি./ঘন্টা
  2. ৪ কি.মি./ঘন্টা
  3. ৫ কি.মি./ঘন্টা
  4. ১০ কি.মি./ঘন্টা

‘তামার বিষ’ বাগধারাটির সঠিক অর্থ কি?

  1. ভীষণ বিপদ
  2. নির্দয়
  3. অর্থের কু-প্রভাব
  4. তামা থেকে উৎপন্ন বিষ

‘অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে’ এর এককথায় প্রকাশ কি হবে?

  1. অকর্মণ্য
  2. অবিমৃষ্যকারী
  3. জেদী
  4. বিবেকহীন

কোনটি শুদ্ধ বাক্য?

  1. গাছটি সমূলে উৎপাটিত হয়েছে
  2. তোমার সাথে গোপন পরামর্শ আছে
  3. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
  4. মেয়েটি দারুণ সবুদ্ধিমতি

১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রধান শিল্পী কে ছিলেন?

  1. রুনা লায়লা
  2. বাপ্পী লাহড়ী
  3. মার্ক এন্থনী
  4. জর্জ হ্যারিসন

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির শিল্পী কে?

  1. সৈয়দ আব্দুল হাদী
  2. খান আতাউর রহমান
  3. রুনা লায়লা
  4. আপেল মাহমুদ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ইন্ডিয়ার কোন ব্যাংক টাকা ইনভেস্ট করেছে?

  1. এক্সিম ব্যাংক
  2. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
  3. এক্সিস ব্যাংক
  4. ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া

শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?

  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কুরিয়া
  4. ফ্রান্স

Leave a Comment