Dhaka South City Corporation-DSCC Sub Assistant Engineer Job Question Solution
Post Name: Sub Assistant Engineer
Date: 16-09-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department: Electrical Technology
Venue: Dhaka Mohanogor Mohila College, Time: 1 Hour
Non-Department – 20 Mark and Department Written – 50 Marks
১. অর্থ লিখুন
(ক) মড়ক মহামারী খ) মোড়ক আচ্ছাদনী/প্যাকেট
২. এক কথায় প্রকাশ করুন: উপকারীর অপকার করে যে
উত্তর: কৃতম
৩. অর্থসহ বাক্য রচনা করুন: আদায় কাঁচকলা
উত্তর: শত্রুতা। করিমের সাথে তার ভাইয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক।
৪. সন্ধি বিচ্ছেদ করুন: শিরঃপীড়া উত্তর: শিরঃ + পীড়া
৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন: সিংহাসন উত্তর: সিংহ চিহ্নিত আসন- মধ্যপদলোপী কর্মধারয় সমাস
6. Feminine Gender লিখুন:
(ক) Nephew–> Niece (3) Heir–> Heiress
৭. ইংরেজি করুন: তিনি দরিদ্র হলেও সৎ Ans: In spite of his poverty he is honest.
৮. Fill in the blank: Dhaka stands on_________Buriganga. Ans: the bank of
৯. অর্থসহ বাক্য রচনা করুন: Fair weather friends
Ans: সুসময়ের বন্ধু । He is looking for a loyal friend, not a fair weather friend.
১০. শুদ্ধ বাক্য করুন: He did a sin Ans: He committed sin.
১১. বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। কিন্তু ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ৩ টাকা ভাড়া বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী গিয়েছিল।
উত্তরঃ ৯৫ জন
১২. উৎপাদকে বিশ্লেষণ করুন- x^6-10x^3+21
উত্তরঃ (x^3-7) (x^3-3)
১৩. ৩রা নভেম্বর ১৯৭৫ সালে যে চারজন জাতীয় নেতাকে জেলখানায় হত্যা করা হয় তাদের নাম লিখুন।
উত্তর: জাতীয় চার নেতার নাম হল:
১) তাজউদ্দীন আহমেদ,
২) সৈয়দ নজরুল ইসলাম,
৩) ক্যাপ্টেন এম মনসুর আলী ও
৪) এ এইচ এম কামারুজ্জামান।
১৪. পূর্ণরূপ লিখুনঃ (ক) BBC (খ) NASA
উত্তর: BBC – British Broadcasting Corporation, NASA – National Aeronautics and Space Administration
১৫. পদ্মাসেতু চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কোন তারিখে উদ্বোধন করেন?
উত্তর: ২৫ জুন, 2022