Bangladesh Power Development Board-BPDB Sub-Assistant Engineer Exam Question Solution

Post Name: Sub-Assistant Engineer
Date: 25-08-2023 ( 09:00 AM to 10:00 PM)
Department:  Electrical and Electronics (First Shift)
Venue: BUET, Time: 1 Hour
Non-Department – 25 Mark and Department Written – 75 Marks


১. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
উত্তরঃ (গ) দৌলত কাজী।

২. বাংলা ভাষার উদ্ভব হয় কোন সময়?
উত্তরঃ (ক) সপ্তম খ্রিষ্টাব্দে।

৩. ‘জলৌকা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ (গ) জল + ওকা।

৪. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ (ক) বীণাপাণি।

৫. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ (ক) নির্নিমেষ।

৬. কোন শব্দটি ফারসি?
উত্তরঃ (গ) পেরেশান

৭. ‘আয়ু যেন তার পদ্মপাতায় নীইয়’-বাক্যে ‘পদ্মপাতায়’ কোন কারক?
(ঘ) অধিকরণ কারক

৮. কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ (গ) তিনি একজন কীর্তিমান পুরুষ।

৯. আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ (গ) রাঙামাটি

১০. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তরঃ (খ) যশোর

১১. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ (খ) ভ্যাটিকান সিটি

১২. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তরঃ (গ) অষ্টম

১৩. বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ?
উত্তরঃ (খ) ৩৫

১৪. কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ (ঘ) ৫৬

১৫. ইউরো মুদ্রা চালু হয় কত সালে ?
উত্তরঃ (খ) ১৯৯৯

১৬. ঢাকা গেইট কে নির্মাণ করেন ?
উত্তরঃ (ঘ) মীর জুমলা

১৭. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্রীডে কত ভোল্ট সরবরাহ করবে?
উত্তরঃ (ঘ) ৪০০ কেভি

১৮. পিডিবির চেয়ারম্যানসহ বোর্ড মেম্বার কতজন?
উত্তরঃ (গ) ৭

১৯. What is the right phrase?
উত্তরঃ (খ) Tit for tat

২০. The opposite meaning of a word is called-
উত্তরঃ (গ) Antonym

২১. The baby fell
উত্তরঃ (খ) down the stair.

২২. She’d pass her exams harder………she studies harder.
উত্তরঃ (ক) if

Leave a Comment