৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
- ১৪ টাকা
- ৪২ টাকা
- ১২ টাকা
- ১০৫ টাকা
Explanation: ৩ কেজি মিষ্টির মূল্য = ৩৫০০৩ = ১০৫০ টাকা সুতরাং মোট ভ্যাট দিতে হবে = ১০৫০০৪% = ৪২ টাকা
Related posts:
- একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- দুটি সংখ্যার যোগফল ২৪৯০। একটি সংখ্যার ৬.৫% অপর সংখ্যাটির ৮.৫% এর সমান হলে, বৃহত্তম সংখ্যাটি = ১২ কত?
- একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে B এর থেকে A 30 মিনিট বেশি সময় নেয়। কিন্তু যদি A তার গতি দ্বিগুণ করে, তাহলে সে একই দূরত্ব অতিক্রম করতে B এর থেকে এক ঘণ্টা কম সময় নেয়। B এর গতি (কি.মি./ঘণ্টা) কত?
- একজন পরীক্ষার্থী বাংলায় ৫০%, ইংরেজিতে ৬০% এবং গণিতের পাশাপাশি বিজ্ঞানেও ৭০% নম্বর পেয়েছে। এই ৪টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৫০ নম্বর পাওয়া সম্ভব হলে, তার মোট প্রাপ্ত নম্বর কত?