রামপাল মৈত্রী থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
- 1200 MW
- 1320 MW
- 2400 MW
- 660 MW
Explanation: রামপাল বিদ্যুৎকেন্দ্র বাগেরহাট জেলার পশুর নদীর তীরে অবস্থিত। এটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এটি একটি ‘সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট’। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে ইন্ডিয়ার NTPC ও বাংলাদেশের BPDB মিলে গঠিত হয়। শেয়ারের পরিমাণ ৫০%-৫০% করে। NTPC এর পক্ষে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক টাকা বিনিয়োগ করেছে।