যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ কে এরেঞ্জ করেন?
- জর্জ হ্যারিসন
- পণ্ডিত রবি শংকর
- বব ডিলান
- এদের কেউ না
Explanation: পণ্ডিত রবি শংকরের আহবানে সাড়া দিয়ে কনসার্ট ফর বাংলাদেশ এ যোগ দেন জর্জ হ্যারিসন। পরবর্তিতে তাদের দুইজনের উদ্যোগে অর্থাৎ ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শংকরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল- কনসার্ট ফর বাংলাদেশ। এর প্রধান শিল্পী ছিলেন- যুক্তরাজ্যের নাগরিক জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসনের বাদক দলের নাম- বিটলস। এই কনসার্ট আয়োজন করা হয় বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার জন্য। উক্ত কনসার্টে লোক সমাগম হয় প্রায় ৪০ হাজার ও প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ২.৫ লাখ ডলার যা শরণার্থীদের সাহায্যের জন্য ইউনিসেফেকে প্রদান করা হয়।