মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ইছামতি
- একটি কালো মেয়ের কথা
- ভানুমতির পালা
- তেইশ নম্বর তৈলচিত্র
Explanation: ‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাসটি রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি মূলত তারাশঙ্করের ‘১৯৭১’ উপন্যাসটির দুটি কাহিনীর সংযোগ। দুটি কাহিনী হলো- একটি কালো মেয়ের কথা ও সুতপার তপস্যা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘১৯৭১’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। তার অন্যান্য উপন্যাস হলো- হাঁসুলী বাঁকের উপকথা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, গণদেবতা, পঞ্চগ্রাম ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি ছোট গল্প হলো ‘ডাকহরকরা’।