‘ময়নামতির চর’ কোন ধরনের রচনা?
- নৃত্য কাব্য
- কথা সাহিত্য
- কাব্য
- আঞ্চলিক উপন্যাস
Explanation: ময়নামতির চর’ বন্দে আলী মিয়া রচিত একটি কাব্যগ্রন্থ। এই কাব্যের ভূমিকা লেখেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে আলী মিয়ার অন্যান্য কাব্যগ্রন্থ হলো- পদ্মা নদীর চর, অনুরাগ, মধুমতীর চর, ধরিত্রী। এছাড়া তিনি ‘আমাদের গ্রাম’ কবিতাটি রচনা করেন।
© 2024 EEEInsight. All Rights Reserved.