ভারত উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে
- শেরশাহ
- সম্রাট আকবর
- লর্ড ক্লাইভ
- সম্রাট বাবর
Explanation: উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু করেন শেরশাহ। তিনি ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’, ‘দাম’ নামক রুপার মুদ্রা প্রচলন করেন। এছাড়াও ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ যার অন্য নাম ‘সড়ক-ই-আজম’ রোডের নির্মাতা, ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথার প্রবর্তক- শেরশাহ। শেরশাহের প্রকৃত নাম ফরিদ।