বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- হাশেম খান
- জয়নুল আবেদিন
- কামরুল হাসান
- হামিদুর রহমান
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার (মানচিত্র খচিত পতাকার ডিজাইনার) শিব নারায়ণ দাশ। পরবর্তীতে পতাকা হতে মানচিত্র বাদ দিয়ে দেওয়া হয়। যার বর্তমান পতাকাটির ডিজাইনার পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি ১৭ জানুয়ারি, ১৯৭২ সালে সরকারিভাবে গৃহীত হয়।
© 2024 EEEInsight. All Rights Reserved.