বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি কোনটি?
- রাখাইন
- মারমা
- পাঙন
- খিয়াং
Explanation: বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি ‘পাঙন’। পাঙনদের আবাসস্থল মৌলভীবাজারে। পাঙনরা কথা বলে ‘মৈ তৈ মনিপুরী’দের ভাষায়। পাঙন উপজাতির পরিবার ‘পিতৃতান্ত্রিক’। বাংলাদেশের বৃহত্তর উপজাতি গোষ্ঠী- চাকমা ও দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী- মারমা বা মগ।