‘পুষ্পসৌরভ’ কোন সমাস?
- তৎপুরুষ সমাস
- অব্যয়ীভাব সমাস
- প্রাদি সমাস
- কর্মধারয় সমাস
Explanation: যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। ‘পুষ্পের সৌরভ পুষ্পসৌরভ’ এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ। আরো কিছু ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ হলো- বিশ্বকবি, অর্ধচন্দ্র, ছাত্রসমাজ, দেশসেবা, নাতজামাই, ছাগদুগ্ধ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।