নিচের কোনটিকে ‘হাইওয়ে টু ইন্ডিয়া’ বলা হয়?
- পানামা খাল
- কিয়েল খাল
- সুয়েজ খাল
- গ্রান্ড খাল
Explanation: সুয়েজ খালকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়। কারণ এই খাল খননের ফলে ভারতের সাথে ইউরোপের জলপথের দূরত্ব কমে গেছে প্রায় ৪ হাজার ৩’শ মাইল বা ৭ হাজার কিলোমিটার। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে আর পৃথক করেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশকে। সুয়েজ খাল চালু হয় ১৮৬৯ সালে ও মিশর এই খালটিকে জাতীয়করণ করে ১৯৫৬ সালে।
© 2024 EEEInsight. All Rights Reserved.