‘তার বাবা অনেক কড়া মানুষ’- এখানে ‘কড়া’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- কঠিন
- কর্কশ
- রাগী
- উগ্র
Explanation: ১) কড়া (উগ্র)- তার কড়া মেজাজ অসহনীয়। ২) কড়া (কঠোর)- শ্রমিকদের সাথে কড়া ভাষায় কথা বলিও না। ৩) কড়া (প্রখর)- কড়া রোদে দাঁড়িয়ে থাকা ভালো না। ৪) কড়া (সতর্ক)- আসামীকে পুলিশের কড়া পাহারা দিয়ে নেওয়া হচ্ছে। ৫) কড়া (পাকা)- এটি কড়া রঙের কাপড়। ৬) কড়া (তীব্র)- ডাস্টবিন থেকে কড়া গন্ধ আসতেছে। ৭) কড়া (খুব বেশি)- কড়া সুদে ঋণ করিও না।