December 7, 2024 by Adminক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করে। ক একা কাজটি করতে পারে ৩০ দিনে। খ একা কত দিনে কাজটি করতে পারবে?১০ দিন১২ দিন ১৫ দিন২০ দিন Show Correct AnswerExplanation: খ একা কত দিনে কাজটি ২০ দিনে করতে পারবে।Related posts:If x ≠ 1, then (2x² + 4x + 2) + (x + 1)² = কত?একটা ছেলে ঘন্টায় ৩ কি.মি. বেগে স্কুলে যায় আবার ২ কি.মি. বেগে বাসায় ফিরে আসে। এতে তার মোটের উপর ৫ ঘন্টা সময় লাগলে বাসা থেকে স্কুলের দূরত্ব কত কি.মি.?দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পর পর বাজলে কত সময় পর তারা একত্রে বাজবে?কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য ৬০% বৃদ্ধি পেলে প্রস্থ কত কমালে ক্ষেত্রফল একই থাকবে?