একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
- হাইফেন
- ড্যাশ
- সেমিকোলন
- কমা
Explanation: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। এছাড়া, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। যেমন- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?