একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে, ধারার ২০২ তম সংখ্যাটি কত?
- ৮৬৫
- ৮০৪
- ৮০৬
- ৮০৮
Explanation:
Related posts:
- একটি বাক্সে ৬০টি বল রয়েছে- ২২টি সাদা, ১৮টি সবুজ, ১১টি হলুদ, ৫টি লাল এবং ৪টি বেগুনী। যদি একটি বল দৈবভাবে বেছে নেওয়া হয়, তাহলে বলটি লাল বা বেগুনী না হওয়ার সম্ভাবনা কত?
- নিচের চিত্রটি বিবেচনা করুন। যদি X = PS এবং Y = SR হয়, নিচের কোনটি X এবং Y এর মধ্যে সত্য। এখানে উল্লেখ্য, চিত্রটি সঠিক স্কেলে আঁকা হয়নি।
- একটি বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?
- একজন মোবাইল বিক্রেতা তার প্রতিটি মোবাইলের দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত মোবাইলের সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ।